বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে ভারতীয় দল। সোমবার লখনউ থেকে মুম্বই পৌঁছল টিম ইন্ডিয়া। বিমানবন্দর থেকে বেরনোর সময় ক্রিকেটারদের ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে।
পরপর ৬ ম্যাচ জিতে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রবিবার ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে দিয়েছেন রোহিত শর্মা, মহম্মদ সামিরা। এই ম্যাচ জেতার পর সোমবার লখনউ থেকে মুম্বই পৌঁছল টিম ইন্ডিয়া। বিমানবন্দর থেকে বেরনোর সময় ক্রিকেটারদের ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।