WTC Final: পয়েন্ট নষ্ট একাধিক প্রতিদ্বন্দ্বীর! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে কতটা এগোল ভারত?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আগে কিছুটা সুবিধাজনক জায়গায় ভারত।

আর তার ফলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইতে বেশ খানিকটা হলেও সুবিধা পেল টিম ইন্ডিয়া। কারণ, নিউজিল্যান্ডের পয়েন্ট কাটা যাওয়ার দরুণ তারা অনেকটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইতে পিছিয়ে পড়ল বলে অভিমত ক্রিকেট বিশেষজ্ঞদের। তাই এখন ভারতের মূল লড়াই আপাতত দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওদিকে আবার ইংল্যান্ডকেও একইভাবে শাস্তি দিয়েছে আইসিসি। উভয় দলই নির্দিষ্ট সময়ের মধ্যে তিন ওভার করে কম বল করেছে বলে জানা গেছে।

Latest Videos

এদিকে আইসিসি-র নিয়ম অনুযায়ী, দুটি দলের অধিনায়ক টম লেথাম এবং বেন স্টোকসকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে, দুই দলের ৩ পয়েন্ট করে কেটেও নেওয়া হয়েছে।

তবে ইংল্যান্ড টেস্ট ফাইনালের দৌড়ে না থাকলেও নিউজিল্যান্ড কিন্তু রয়েছে। এমনিতে অবশ্য প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছে কিউয়িরা। এবার তিন পয়েন্ট খুইয়ে বেজায় চাপে পড়ে গেলেন ল্যাথামরা। লড়াই থেকে কার্যত ছিটকেই গেল নিউজিল্যান্ড।

যদি তারা শেষ দুটি টেস্ট জিতেও যান, তাহলেও অন্য সব দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের। ফলে, ভারতের প্রতিদ্বন্দ্বিতা খানিকটা কমল বলেই ধারণা অনেকের। তবে ফাইনালে যেতে হলে বর্ডার-গাভাসকর ট্রফি জিততেই হবে ভারতকে।

তবে এখন যা পরিস্থিতি, তাতে ভারত যদি ৫-০, ৪-১, ৪-০ বা ৩-০ ফলাফল নিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে, তাহলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে তারা। আর ভারত যদি অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারায়, তাহলে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিতদের।

সেই ওই টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতলে, ভারতের আশা কার্যত শেষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram