পাকিস্তানকে ধরাশায়ী করে দিয়েছে টিম আফগানিস্তান। আট উইকেটে ম্যাচ জিতে ধুন্ধুমার রূপ দেখা গেল ফিরতি পথে বাসের ভেতরে। 'লুঙ্গি ডান্স'-এর সঙ্গে রীতিমতো সঠিক লিরিক্স গেয়ে হুল্লোড় করতে দেখা গেল আফগানি ক্রিকেটরদের।
ভারতের চেন্নাইয়ে আয়োজিত World Cup 2023-তে পাকিস্তানকে ধরাশায়ী করে দিয়েছে টিম আফগানিস্তান। আট উইকেটে ম্যাচ জিতে দুর্দান্ত আত্মবিশ্বাসে ফিরে এসেছেন খেলোয়াড়রা। সেই আত্মবিশ্বাসের ধুন্ধুমার রূপ দেখা গেল ফিরতি পথে বাসের ভেতরে। টুর্নামেন্টের ষষ্ঠ অবস্থানে পৌঁছে আফগানিস্তানের খেলোয়াড়দের মধ্যে দেখা গেল উন্মাদনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ক্রিকেটারদের নাচের ভিডিও। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার আইকনিক গান 'লুঙ্গি ডান্স'-এর সঙ্গে রীতিমতো সঠিক লিরিক্স গেয়ে হুল্লোড় করতে দেখা গেল আফগানি ক্রিকেটরদের।