বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফের হার ভারতের। ব্যাটিং ব্যর্থতার জন্যই চ্যাম্পিয়নশিপ খোয়াতে হল ভারতীয় দলকে। ম্যাচের সেরা ট্রেভিস হেড ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফের হার ভারতের। গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হারের পর এবার অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে গেল ভারত। ব্যাটিং ব্যর্থতার জন্যই চ্যাম্পিয়নশিপ খোয়াতে হল ভারতীয় দলকে। রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার মতো ব্যাটাররা দলকে ভরসা দিতে ব্যর্থ। লড়াই করলেন একমাত্র অজিঙ্কা রাহানে। ভারতের বোলারদের অবস্থাও তথৈবচ। রবিচন্দ্রন অশ্বিনের অভাব বারবার বোঝা গেল। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া এবং অশ্বিনকে না খেলানোর খেসারত দিতে হল ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ বোলিং করলেন স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে শতরান করেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। ম্যাচের সেরা হেড।