দিনটা ভালো যাক বা খারাপ, ০ করুন বা ১০০, মাথা সবসময় উঁচু করেই থেকেছেন। কিন্তু একইসঙ্গে মাটিতে পা রেখে চলেছেন। সর্বকালের সেরা ক্রিকেটারকে ৫০ বছরের জন্মদিনের শুভেচ্ছা যুবরাজের ।
৪ প্রজন্মের হৃদয় জিতে নিয়েছেন। দিনটা ভালো যাক বা খারাপ, ০ করুন বা ১০০, মাথা সবসময় উঁচু করেই থেকেছেন। কিন্তু একইসঙ্গে মাটিতে পা রেখে চলেছেন। আমাদের শিখিয়েছেন, ঠিক পদ্ধতি মেনে চললে দীর্ঘদিন ধরে সাফল্য পাওয়া যায়। সবসময় সতীর্থদের পাশে থেকেছেন। কখনও বন্ধু হিসেবে, কখনও মেন্টর হিসেবে আবার কখনও বড় দাদা হিসেবে। আমাদের সর্বকালের সেরা ক্রিকেটারকে ৫০ বছরের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ৫০-এর অপেক্ষায় আছি। এই বিশেষ দিনে অনেক শুভেচ্ছা। দীর্ঘ জীবন কামনা করি। সুস্থভাবে বেঁচে থাকুন, সুখে থাকুন সচিন তেন্ডুলকর।