ইউরোপের পর এবার বিশ্বসেরার দৌড়, এগিয়ে ভ্যান ডাইক

Published : Sep 02, 2019, 08:17 PM IST
ইউরোপের পর এবার বিশ্বসেরার দৌড়, এগিয়ে ভ্যান ডাইক

সংক্ষিপ্ত

ফিফা বেস্টে পুরস্কারের মনোনয়ন প্রকাশ করল ফিফা মেসি রোনাল্ডোর সঙ্গে দৌড়ে ভ্যান ডাইক প্রিমিয়ার লিগ থেকেই বিশ্বসেরা কোচ ২৩ সেপ্টেম্বর ফিফা বেস্ট পুরস্কার

কিছুদিন আগেই ইউরোপের সেরা ফুটবলারের তকমা পেয়েছেন তিনি, হারিয়েছেন বিশ্ব ফুটবলার দুই মহাতারকাকে। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলের হয়ে ভাল খেলার পুরস্কার পেয়েছেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। প্রথম ডিফেন্ডার হিসেবে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। এবার ফিফার বর্ষসেরার পুরস্কারের জন্যও তিনিই প্রথম দাবিদার।

সোমবারই মিলানে এবারের ফিফা বেস্ট পুরস্কারের মনোনয়ন প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। সেখানেই বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য ফিফা মনোনয়ন দিল আর্জেন্তিনার লিও মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইককে। নাম প্রকাশ হওয়ার পর থেকেই ফুটবল মহল মনে করছে, ফিফার ম়়ঞ্চেও মেসি রোনাল্ডোকে হারিয়ে সেরার সেরা হবেন ভার্জিল ভ্যান ডাইক।  

বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি অনান্য বিভাগের পুরস্কারের মনোনয়ন প্রকাশ করল ফিফা। সেরা মহিলা ফুটবলারের দৌড়ে আছেন, ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গ্যান ও মেগান রাপিনও।

সেরা কোচের দৌড়ে আছেন ম্যানসিটির পেপ গুয়ার্দিওলা, লিভারপুলের উয়ের্গেন ক্লপ ও টটেনহ্যামের মাউরিসিও। সেরা গোলকিপারের দৌড়ে আছেন লিভারপুলের অ্যালিসন, ম্যানসিটির এডারসন ও বার্সেলোনার টার স্টেগান। মহিলা বিভাগের সেরা গোলকিপার ও কোচের মনোনয়নও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। 

২৩ সেপ্টেম্বর মিলানে সেরার সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। গত বছর ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে নিয়েছিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। 

PREV
click me!

Recommended Stories

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে গড়াপেটা! টি-২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই বোর্ড কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?