Ballon D'or 2025: মেসি-রোনাল্ডো অতীত! ব্যালন ডি অরের লড়াইতে ইয়ামাল এবং এমবাপেরা?

Published : Aug 08, 2025, 02:26 PM IST
Ballon d Or Trophy

সংক্ষিপ্ত

Ballon D'or 2025: এবারের ব্যালন ডি অর জিতবে কে? তালিকায় নাম একাধিক তরুণ ফুটবলারের। 

Ballon D'or 2025: বিশ্ব ফুটবলে নয়া তারকাদের কীর্তিকে তো মাথায় রাখতেই হবে। এবারের ব্যালন ডি অর জিতবে কে? তালিকায় নাম একাধিক তরুণ ফুটবলারের। বলা চলে, মেসি-রোনাল্ডো পর্ব এখন অতীত (ballon d'or 2025 nominees announcement)। 

কার্যত, বহু বছর ধরে বিশ্ব ফুটবলে বহু চর্চিত নাম ছিল লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই কিংবদন্তির স্কিল দেখতে অপেক্ষা করে থাকেন ফুটবলপ্রেমীরা। তবে ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু বদলে যাচ্ছে (ballon d'or 2025 nominees)। কারণ, বিশ্ব ফুটবলে রাজ করতে চলে এসেছেন নতুন তারকারা। অন্তত সেইরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ব্যালন ডি অর-এর তালিকায়। 

প্রাথমিক তালিকায় নেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। এবার তাদের ছাড়াই ৩০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তার মানে হল, ২০২৫ সালে সেরা ফুটবলারের শিরোপা উঠবে না এই দুজনের হাতে। এবার ব্যালন ডি অর পাচ্ছেন অন্য কেউ। 

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যেকবার ব্যালন ডি অরের মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো। তার মধ্যে পাঁচবার জিতেছেন। অন্যদিকে, ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত মনোনয়ন ছিল লিওনেল মেসির। এখনও পর্যন্ত, তাঁর দখলে রয়েছে ৮টি ব্যালন ডি অর। তবে এটা হল দ্বিতীয়বার, যেখানে এই দুই বিশ্বতারকাকে বাদ দিয়েই প্রকাশিত হল ব্যালন ডি অরের প্রাথমিক তালিকা। 

উত্তরসূরী হিসেবে উঠে আসছে কাদের নাম? 

তারা হলেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপে এবং অরলিং হ্যাল্যান্ডের নাম। এছাড়াও লড়াইতে রয়েছেন গত মরশুমে অসাধারণ পারফর্ম করা ওসুমানে ডেম্বেলে এবং কোল পালমার।

প্রাথমিক তালিকা

আসরাফ হাকিমি (পিএসজি এবং মরক্কো)

হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ড)

ঠিভুচা কভার্তস্খিলা (পিএসজি এবং জর্জিয়া)

রবার্ট লেভানোদোস্কি (বার্সেলোনা এবং পোল্যান্ড)

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল এবং আর্জেন্টিনা)

লাউটারো মার্টিনেজ (ইন্টার মিলান এবং আর্জেন্টিনা)

স্কট ম্যাকটোমিনে (নাপোলি এবং স্কটল্যান্ড)

কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স)

নুনো মেন্ডেজ (পিএসজি এবং পর্তুগাল)

জোয়াও নাভাস (পিএসজি এবং পর্তুগাল)

পেদ্রি (বার্সেলোনা এবং স্পেন)

কোল পালমার (চেলসি এবং ইংল্যান্ড)

মাইকেল ওলিস (বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্স)

র‍্যাফিনহা (বার্সেলোনা এবং ব্রাজিল)

ডেক্লান রাইস (আর্সেনাল এবং ইংল্যান্ড)

ফ্যাবিয়ান রুইজ (পিএসজি এবং স্পেন)

ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল এবং নেদারল্যান্ডস)

ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল)

মহম্মদ সালাহ (লিভারপুল এবং মিশর)

ফ্লোরিয়ান উইর্টজ (লিভারপুল এবং জার্মানি)

ভিতিনহা (পিএসজি এবং পর্তুগাল)

লামিন ইয়ামাল (বার্সেলোনা এবং স্পেন)

ওসুমানে ডেম্বেলে (পিএসজি এবং ফ্রান্স)

জিয়ানলুইগি ডোনারুমা (পিএসজি এবং ইতালি)

জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ড)

ডেজায়ার ডু (পিএসজি এবং ফ্রান্স)

ডেনজেল ডামফ্রিজ (ইন্টার মিলান এবং নেদারল্যান্ডস)

সেরহাউ গুইরাসি (বরুশিয়া ডর্টমুন্ড এবং গিনি)

এরলিং হ্যাল্যান্ড (ম্যান সিটি এবং নরওয়ে)

ভিক্টর জিওকেরেস (আর্সেনাল এবং সুইডেন)

সেরা ক্লাবের তালিকা:

এফসি বার্সেলোনা

চেলসি

বোটাফোগো

লিভারপুল

পিএসজি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?