Ballon D'Or 2025: ব্যালন ডি'অর খেতাব এবার ডেম্বেলের ঝুলিতে, কী বললেন ফরাসি তারকা?

Published : Sep 23, 2025, 01:31 PM ISTUpdated : Sep 23, 2025, 01:46 PM IST
Ballon D'Or 2025

সংক্ষিপ্ত

Ballon D'Or 2025: স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামালও দৌড়ে ছিলেন। কিন্তু শেষপর্যন্ত, সেই সেই তরুণ তুর্কিকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন পিএসজি তারকা ওসুমানে ডেম্বেলে। সোমবার, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেতাব জয়ের পর, আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

Ballon D'Or 2025: তরুণের হাতেই সেরার পুরস্কার (balon de oro 2025 live)। বর্ষসেরা ফুটবলারের শিরোপা এবার ফ্রান্সের ফুটবল তারকা ওসুমানে ডেম্বেলের ঝুলিতে। ব্যালন ডি'অর জিতলেন এই ফরাসি তারকা (ballon d'or ceremony in india)।  

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেতাব

 

 

স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামালও দৌড়ে ছিলেন। কিন্তু শেষপর্যন্ত, সেই সেই তরুণ তুর্কিকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন পিএসজি তারকা ওসুমানে ডেম্বেলে। সোমবার, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেতাব জয়ের পর, আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। 

প্রথমেই নিজের পরিবারকে ধন্যবাদ জানান ডেম্বেলের। তারপরই বলেন, এটা আসলে মানুষের ব্যালন ডি’অর। বিশ্বের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের হাতছানি ছিল স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের সামনেও। কিন্তু দিনের শেষে ট্রফি উঠল ডেম্বেলের হাতে। 

কী জানালেন ডেম্বেলে?

 

 

তবে এবার তাঁর সঙ্গে সেরার দৌড়ে ছিলেন পিএসজি-র আরেক তারকা ভিটিহনহাও। তবে সবাইকে পিছনে ফেলে বাজিমাৎ করলেন  ওসুমানে ডেম্বেলে। বর্ষসেরার পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী তারকা ডেম্বেলে। 

উল্লেখ্য, গত মরশুমে অসাধারণ ফুটবল উপহার দেন এই ফরাসি তারকা। পিএসজি-র হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। এদিন ব্যালন  ডি'অর জিতে ডেম্বেলে জানান "যখনই পরিবারের কথা বলতে গেছি, যারা আমার পাশে সবসময় থেকেছে। তাদের কথা ভেবেছি, তখন আর চোখের জল আটকাতে পারিনি আমি। কোনওদিন এই ট্রফি জেতার জন্য আলাদা করে চেষ্টা করিনি। তবে এই ট্রফি পেয়ে সত্যিই আজ আমি ভীষণ খুশি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?