৮২ বছর বয়সে প্রয়াত হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। গত ২৯ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানেই ভর্তি ছিলেন। এক মাস হাসপাতালে থাকার পর তিনি প্রয়াত হলেন। বড়দিনের ঠিক আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে রাতে পেলের পাশেই থাকতে শুরু করেন। তখন থেকেই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ে। এরই মধ্যে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, পেলে প্রয়াত হয়েছেন। যদিও সেই সময় পেলের পরিবারের সদস্যরা সেই দাবি অস্বীকার করেন। তবে শেষপর্যন্ত প্রয়াত হলেন পেলে।
06:18 PM (IST) Dec 30
পেলের প্রতি সম্মান জানিয়ে কালো আর্মব্যান্ড পরে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলি।
06:00 PM (IST) Dec 30
পেলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের।
05:37 PM (IST) Dec 30
শান্তিতে বিশ্রাম নিন পেলে, সোশ্যাল মিডিয়া পোস্ট ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনির।
05:30 PM (IST) Dec 30
পেলে যেমন সর্বকালের অন্যমত সেরা ফুটবলার, তেমনই মহম্মদ আলি সর্বকালের সেরা বক্সার। এই ২ ক্রীড়াবিদের পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ছিল।
05:11 PM (IST) Dec 30
পেলের প্রয়াণের কারণ হিসেবে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল। মনে করা হচ্ছে, কেমোথেরাপি কাজ না করা, কিডনি ও হার্টের সমস্যার কারণেই প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার।
04:59 PM (IST) Dec 30
পেলের উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে, শোকবার্তায় বললেন ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডো।
04:42 PM (IST) Dec 30
সোমবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টা থেকে স্যান্টোস এফসি-র স্টেডিয়ামে রাখা থাকবে পেলের দেহ। সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন ফুটবলপ্রেমীরা।
04:29 PM (IST) Dec 30
ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক কাফু বলেছেন, ‘পেলে প্রয়াত, এই খবর ঠিক নয়। পেলে কোনওদিন আমাদের ছেড়ে চলে যাবেন না। পেলে চিরকালীন। পেলে রাজা। পেলে অনন্য। তিনি শুধু একটু বিশ্রামে গিয়েছেন।’
04:05 PM (IST) Dec 30
পেলের প্রতি শ্রদ্ধা জানাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
03:45 PM (IST) Dec 30
পেলের সঙ্গে সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন শোনা যাক না কেন, তাঁর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন দিয়েগো মারাদোনা। তিনি পেলেকে সর্বকালের সেরা বলে উল্লেখ করেছিলেন।
03:33 PM (IST) Dec 30
পেলে চিরকালীন, প্রয়াত কিংবদন্তির প্রয়াণে শোকবার্তা ব্রাজিল ফুটবল ফেডারেশনের।
03:14 PM (IST) Dec 30
বিশ্বের প্রথম সুপারস্টার ছিলেন পেলে, প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা উয়েফার।
03:00 PM (IST) Dec 30
পেলেকে জাদুকর এবং বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ বলে উল্লেখ করলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। তিনি প্রয়াত ফুটবল-সম্রাটের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন।
02:46 PM (IST) Dec 30
প্রয়াত কিংবদন্তি পেলের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রাক্তন বক্সার মাইক টাইসন।
02:36 PM (IST) Dec 30
পেলের মা সেলেস্তে আরান্তেসের বয়স এখন ১০০ বছর। তিনি অসুস্থ। এরই মধ্যে পেলের প্রয়াণের খবরে তিনি শোকস্তব্ধ।
02:23 PM (IST) Dec 30
পেলে সর্বকালের সেরা ফুটবলার, বার্তা ইংল্যন্ডের প্রাক্তন ফুটবলার জিওফ হার্স্টের।
02:08 PM (IST) Dec 30
পেলে ছিলেন সত্যিকারের অনুপ্রেরণা, শোকবার্তা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের।
01:43 PM (IST) Dec 30
পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হল ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমারকে।
01:35 PM (IST) Dec 30
শান্তিতে বিশ্রাম নিন রাজা পেলে, শোকবার্তা পর্তুগালের প্রাক্তন ফুটবলার লুই ফিগোর।
01:18 PM (IST) Dec 30
ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তবে তাঁর উত্তরাধিকার থেকে যাবে। পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট কিলিয়ান এমবাপের।
01:08 PM (IST) Dec 30
ট্যুইট করে প্রয়াত ফুটবল-সম্রাট পেলেকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
12:54 PM (IST) Dec 30
পেলের কথা অতীতে বলা হত, এখন বলা হয় এবং ভবিষ্যতেও বলা হবে। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রদ্ধার্ঘ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
12:37 PM (IST) Dec 30
ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেন পেলে, তিনি গরিব ও কৃষ্ণাঙ্গদের স্বর দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রদ্ধা নেইমারের।
12:26 PM (IST) Dec 30
শান্তিতে বিশ্রাম নিন, পেলের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ্য লিওনেল মেসির।
12:19 PM (IST) Dec 30
পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোনালী আলোয় আলোকিত করা হল ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম।
12:00 PM (IST) Dec 30
সোমবার সকাল ১০টায় স্যান্টোসে পেলের শেষযাত্রা শুরু হওয়ার পর মঙ্গলবার একই সময়ে প্রয়াত কিংবদন্তিকে সমাধিস্থ করা হবে।
11:45 AM (IST) Dec 30
ট্যুইট করে পেলের প্রতি শ্রদ্ধা জানালেন স্পেনের ফুটবলার ডেভিড ভিয়া।
11:25 AM (IST) Dec 30
পেলের প্রয়াণে সোশ্যাল মিডিয়া পোস্টে শোকপ্রকাশ করলেন সচিন তেন্ডুলকর।
11:11 AM (IST) Dec 30
প্রয়াত ফুটবল-সম্রাট পেলেকে নিউ ইয়র্ক কসমস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হল।
10:59 AM (IST) Dec 30
ট্যুইট করে প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করল ইস্টবেঙ্গল ক্লাব।
10:52 AM (IST) Dec 30
ইডেনে মোহনবাগানের হয়ে পেলের ক্লাব নিউ ইয়র্ক কসমসের বিরুদ্ধে খেলেছিলেন গৌতম সরকার। সেই ম্যাচে তাঁর খেলার প্রশংসা করেছিলেন পেলে। গৌতমবাবু জানালেন, এটাই তাঁর জীবনের সেরা প্রাপ্তি।
10:30 AM (IST) Dec 30
১৯৭৭ সালে ইডেনে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন পেলে। তাঁর প্রয়াণের পর ট্যুইট করে শোকপ্রকাশ করেছে এটিকে মোহনবাগান।
10:14 AM (IST) Dec 30
পেলের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি পেলের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
10:06 AM (IST) Dec 30
ফুটবল-সম্রাট পেলের প্রয়াণে শোকপ্রকাশ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার।
09:53 AM (IST) Dec 30
স্যান্টোসের হয়ে খেলেই বিখ্যাত হয়ে ওঠেন পেলে। সেই শহরেই সোমবার হবে তাঁর শেষকৃত্য। থাকবেন পরিবারের সদস্যরা।
09:43 AM (IST) Dec 30
পেলের প্রতি শ্রদ্ধা জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লুলা ডা সিলভা।
09:24 AM (IST) Dec 30
পেলের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রাক্তন সতীর্থ, ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রবার্তো রিভেলিনহো।
09:06 AM (IST) Dec 30
পেলের প্রয়াণে শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি পেলের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন।
08:59 AM (IST) Dec 30
১৯৬৯ সালে স্যান্টোসের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে লাগোসে যান পেলে। তাঁর খেলা দেখার জন্য ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় নাইজেরিয়ার গৃহযুদ্ধ।
08:38 AM (IST) Dec 30
দিয়েগো মারাদোনা প্রয়াত হওয়ার পর শোক প্রকাশ করে পেলে বলেছিলেন, তাঁরা হয়তো একদিন আকাশে একসঙ্গে ফুটবল খেলবেন। পরলোক বলে যদি কিছু থাকে, তাহলে হয়তো মারাদানোর সঙ্গে দেখা হয়েছে পেলের।