Messi Statue: লেকটাউনে মেসি-মারাদোনার মূর্তি কোন জমিতে? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Published : Jan 19, 2026, 08:50 PM ISTUpdated : Jan 19, 2026, 09:37 PM IST
Messi Statue

সংক্ষিপ্ত

Messi Statue: এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (messi statue in kolkata location)। দমদম পুরসভা এবং রাজ্য সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

Messi Statue: কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব রাজ্য সরকারের কাছে। লেকটাউনে লিওনেল মেসি এবং দিয়েগো মারাদোনার মূর্তিগুলি কোন জমির উপর বসানো হয়েছে (messi statue laketown)? 

বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ

সেই প্রশ্ন উঠতেই এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (messi statue in kolkata location)। দমদম পুরসভা এবং রাজ্য সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কলকাতার লেকটাউনে ৭০ ফুটের একটি দীর্ঘ মূর্তি বসানো হয় মেসির। কলকাতা সফরের সময়, সেই মূর্তি ভার্চুয়ালি মেসির হাত দিয়েই উন্মোচন করান রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী সুজিত বসু। 

সরকারি জমিতেই কি এই মূর্তিগুলি বসানো হয়েছে?

তবে সেই মূর্তি কার জমিতে বসানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরেই বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলাকারী স্বদেশ মজুমদার জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে, এইরকম কোনও মূর্তি সরকারি জমিতে বসানো যায় না।

উল্লেখ্য, গত ২০১৭ সালে, লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে মারাদোনার একটি মূর্তি উদ্বোধন করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে, মেসির মূর্তি উন্মোচন হয় সেই লেকটাউনেই। এবার এই বিষয়েই কলকাতা হাইকোর্ট জানতে চাইল যে, সরকারি জমিতেই কি এই মূর্তিগুলি বসানো হয়েছে?

এবার সেই প্রশ্ন আবার উঠতেই সরাসরি রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তাই দমদম পুরসভা এবং রাজ্য সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR West Bengal: প্রাক্তন জাতীয় দলের ফুটবলারকেও এসআইআর হেনস্থা! এবার রহিম নবিকে কমিশনের তলব
ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬: ম্যাঞ্চেস্টার সিটিকে উড়িয়ে চমক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের