ঘরের মাঠে উড়ে গেল জামশেদপুর এফসি, ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার

Published : Aug 17, 2025, 07:13 PM ISTUpdated : Aug 17, 2025, 07:25 PM IST
Diamond Harbour Football Club

সংক্ষিপ্ত

Durand Cup 2025: ইস্টবেঙ্গল (East Bengal FC), মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) পাশাপাশি বাংলার ফুটবলে নতুন শক্তি ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)।

DID YOU KNOW ?
সেমি-ফাইনালে বাংলার দল
এবারের ডুরান্ড কাপের সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র পৌঁছে যাওয়ার অর্থ হল, বাংলার দলই ফাইনাল খেলবে।

Diamond Harbour FC: বাংলার প্রথম দল হিসেবে চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) সেমি-ফাইনালে পৌঁছে গেল ডায়মন্ড হারবার এফসি। রবিবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex) জামশেদপুর এফসি-কে (Jamshedpur FC) ২-০ হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। এবারই প্রথম ডুরান্ড কাপে খেলছে এই দল। প্রথমবারেই তারা সেমি-ফাইনালে পৌঁছে গেল। ফাইনালে ওঠার লড়াইয়ে ডায়মন্ড হারবার এফসি-র সামনে বাধা হয়ে দাঁড়াবে রবিবার সন্ধেবেলা চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ম্যাচের বিজয়ী দল। ফলে বাংলার কোনও দল নিশ্চিতভাবেই এবারের ডুরান্ড কাপ ফাইনাল খেলছে। সেমি-ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই নজির গড়েছে ডায়মন্ড হারবার এফসি। ফাইনালে পৌঁছতে পারলে বা চ্যাম্পিয়ন হলে বিশ্বের অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টে নতুন ইতিহাস গড়বে তারা।

পর্যুদস্ত শক্তিশালী জামশেদপুর এফসি

আইএসএল-এর দল জামশেদপুর এফসি এবারের ডুরান্ড কাপে শক্তিশালী দলই নামিয়েছিল। বাংলার ছেলে প্রণয় হালদার দলের অধিনায়ক। নিশু কুমার, ভিপি সুহের, জয়েশ রানের মতো ফুটবলাররাও দলে আছেন। তবে জবি জাস্টিন, মির্শাদ মিচু, লুকা মায়েচেনদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠল না জামশেদপুর এফসি। তারা ঘরের মাঠেই হেরে গেল। ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার থেকে বল পেয়ে গোল করে ডায়মন্ড হারবার এফসি-কে এগিয়ে দেন সাই রুয়াতকিমা। এরপর ৪১ মিনিটে ব্যবধান বাড়ান এই ডিফেন্ডার। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। ম্যাচের শেষে সেই ফলই থাকল।

অসাধারণ পারফরম্যান্স মির্শাদের

ঘরের মাঠে জামশেদপুর এফসি-কে হারানো সহজ ছিল না। তবে সেই কাজ সহজেই করল ডায়মন্ড হারবার এফসি। অসাধারণ পারফরম্যান্স দেখালেন অভিজ্ঞ গোলকিপার মির্শাদ। তিনি একাধিক আক্রমণ রুখে দেন। ফলে অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি জামশেদপুর এফসি। আইএসএল-এর দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ার পর এবার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে সেমি-ফাইনালে খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার ডুরান্ড কাপে খেলার সুযোগ পেয়েই সেমি-ফাইনাল
এবারই প্রথম ডুরান্ড কাপে খেলার সুযোগ পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। সেমি-ফাইনালে পৌঁছে গেল এই দল।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?