East Bengal Transfer Update: গ্যালারি জুড়ে আবার উঠবে লাল হলুদ গর্জন! ইস্টবেঙ্গলে আসছেন মাঠ কাঁপানো সেন্টার-ফরোয়ার্ড?

Published : Jun 30, 2025, 03:20 PM ISTUpdated : Jul 02, 2025, 02:06 AM IST

East Bengal Transfer Update: দলবদলের বাজারে এবার গরম খবর। লাল হলুদে আসছেন নতুন এক সেন্টার-ফরোয়ার্ড (east bengal transfer news)? 

PREV
110
নিঃসন্দেহে মেগা আপডেট ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য

দলে আসছেন নতুন এক নতুন সেন্টার-ফরোয়ার্ড (east bengal transfer news)?

210
এমনিতেই দলবদলের বাজার এই মুহূর্তে রীতিমতো সরগরম

প্রায় প্রতিদিনই নিত্য নতুন আপডেট সামনে আসছে (east bengal transfer news in bengali)। আর সেই জায়গায় দাঁড়িয়ে, একেবারেই পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। 

310
পারফরম্যান্স একেবারে তলানিতে

কারণ, বিগত বেশ কয়েক বছর ধরে, দলের পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে (east bengal news transfer)। তাই আসন্ন মরশুমের জন্য দল গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। 

410
সমর্থকরাও যথেষ্ট হতাশ

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্সের পর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়। কিন্তু আগামী মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল (east bengal player transfer)। 

510
আর সেইজন্যই কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট

কোন নতুন ফুটবলারকে দলে নিতে চাইছেন তারা (east bengal player transfer news)?

610
ফুটবলারটির নাম হল হামিদ আহাদাদ (Hamid Ahadad)

সূত্রের খবর, ৩০ বছর বয়সী এই মরক্কোর অ্যাটাকিং সেন্টার-ফরোয়ার্ডকেই এবার দলে নিতে ঝাঁপাচ্ছেন লাল হলুদ কর্তারা। 

710
তাঁর মার্কেট ভ্যালু ৪ কোটি টাকা

সবথেকে বড় বিষয়, এই ফুটবলারটি লেফট উইং-এও বেশ ভালো খেলতে পারেন (hamid ahadad east bengal)। 

810
শোনা যাচ্ছে, হামিদ আহাদাদ ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামতে পারেন

উল্লেখ্য, গত মরশুমে তিনি খেলেন মরক্কোর প্রথম টায়ার ফুটবল প্রতিযোগিতা বটোলা প্রো লিগের দল MAS Fes-এর হয়ে। 

910
তাঁর নামের পাশে রয়েছে ৪টি গোল

এছাড়াও ২টি অ্যাসিস্ট রয়েছে এই সেন্টার-ফরোয়ার্ডের ঝুলিতে (east bengal transfer rumours)। 

1010
সূত্র মারফৎ জানা যাচ্ছে, হামিদ আহাদাদ সই করতে পারেন ইস্টবেঙ্গলে

তবে কথাবার্তা অনেকদূর এগোলেও চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তাই বাকিটা উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories