East Bengal Transfer Update: রশিদ-কেভিন-মিগুয়েল জুটিই হয়ে উঠবে ইস্টবেঙ্গলের বড় ভরসা? তিন তারকার সই লাল হলুদে

Published : Jul 18, 2025, 04:49 PM ISTUpdated : Jul 18, 2025, 05:08 PM IST
East Bengal Transfer Update

সংক্ষিপ্ত

East Bengal Transfer Update: একসঙ্গে তিন ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল।শুক্রবার, সরকারিভাবে তারা জানিয়ে দিল সেই কথা।  

East Bengal Transfer Update: সরগরম দলবদলের বাজার। কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (east bengal)। আর তার ফল যেন একেবারে হাতেনাতে পাওয়া গেল। একসঙ্গে তিন ফুটবলারকে সই করাল লাল হলুদ ব্রিগেড।শুক্রবার, সরকারিভাবে তারা জানিয়ে দিল সেই কথা (east bengal transfer news in bengali)।

এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ এবং কেভিন সিবিয়ে

ঠিক বৃহস্পতিবার, ইস্টবেঙ্গল মিডিয়া টিমের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, একটি অটো চলছে এবং এক ‘বিশেষ ত্রয়ী’-র কথা উল্লেখ করা হয় ঐ ভিডিওতে। আর ঠিক শুক্রবার, এই তিনজনের সই করার কথা ঘোষণা করা হল (east bengal transfer news 2025 26)। 

এক বছরের চুক্তিতে লাল হলুদে সই করলেন মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ এবং কেভিন সিবিয়ে। তাদের মধ্যে মিগুয়েল আবার বসুন্ধরা কিংসেও খেলেছেন। তখন সেই দলের কোচ ছিলেন অস্কার ব্রুজো। যিনি বর্তমানে ইস্টবেঙ্গলের হেডস্যার। অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই কলকাতায় পা রাখেন প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মহম্মদ রশিদ। যুদ্ধবিধ্বস্ত একটি দেশে যেন আশার আলো হয়ে ফুটলেন তিনি। এছাড়া আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়েকেও সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। 

মিগুয়েল গায়ে চাপাবেন ৮ নম্বর লাল হলুদ জার্সি, রশিদের গায়ে থাকবে ৭৪ নম্বর লাল হলুদ জার্সি এবং কেভিন সিবিয়ে পরবেন ৬ নম্বর জার্সিটি। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো জানিয়েছেন, “মিগুয়েল, রশিদ এবং কেভিন, এই তিন ফুটবলারই মাঠে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। আসলে যারা খেলায় পার্থক্য গড়ে দিতে পারবে, আমরা তাদেরকেই দলে নিয়েছি। হেড কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনা অনুযায়ী, ওদের সবাইকে দলে নেওয়া হয়েছে।"

মিডফিল্ডার হিসেবে মিগুয়েল বেশ ভালো ফুটবলই উপহার দিয়েছেন। তিনবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেতাব রয়েছে তাঁর নামের পাশে। বসুন্ধরা কিংসের হয়ে মোট ৬৪টি ম্যাচে ৩৭টি গোল করেছেন। অন্যদিকে, ২৬টি অ্যাসিস্টও করেছেন সতীর্থদের। ওদিকে আবার প্যালেস্টাইনকে এএফসি এশিয়ান কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ। 

গত মরশুমে তিনি খেলেন ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পারসেবায়া সুরাবায়ার (Persebaya Surabaya) হয়ে। ২৯ বছর বয়সী এই প্যালেস্তানীয় ডিফেন্সিভ মিডফিল্ডারটির দিকে প্রথম থেকেই নজর ছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্টের। মাঝমাঠ থেকে ঠিকানা লেখা পাস বাড়ানো কিংবা বিপক্ষের আক্রমণকে মাঝমাঠে রুখে দেওয়া, সবদিক দিয়েই সিদ্ধহস্ত তিনি।

অন্যদিকে, আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়ে যথেষ্ট নির্ভরযোগ্য একজন ফুটবলার। ২৬ বছর বয়সী কেভিনের কাঁধেই এবার থাকবে লাল হলুদের রক্ষণভাগ।

ইস্টবেঙ্গল কোচ কী বলছেন?

তাঁর কথায় “মিগুয়েল এমন একজন ফুটবলার, যে পুরো খেলা বদলে দিতে পারে। ও এখন নিজের ক্যারিয়ারের সেরা রয়েছে। আর কেভিন ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেইসঙ্গে, রশিদ তো খুবই শক্তিশালী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। ওর দূরপাল্লার শটে গোল করার একাধিক অভিজ্ঞতা রয়েছে।”

দলের নতুন তিন ফুটবলার জানিয়েছেন, ইস্টবেঙ্গলে যোগ দিয়ে ভীষণ খুশি। তারা লাল হলুদকে ট্রফি জেতাতে চান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?