FIFA Club World Cup: প্রথমার্ধেই ৩ গোল! পিএসজি-র অস্ত্রেই তাদের ঘায়েল করল চেলসি

Published : Jul 14, 2025, 05:55 AM ISTUpdated : Jul 14, 2025, 05:58 AM IST
Chelsea

সংক্ষিপ্ত

Chelsea vs PSG: ক্লাব বিশ্বকাপ ফাইনালে (FIFA Club World Cup Final 2025) ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল পিএসজি। কিন্তু বড় টুর্নামেন্টের ফাইনালে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকা চেলসি সহজেই জয় তুলে নিল।

FIFA Club World Cup Final 2025: খেলার দুনিয়ায় প্রবাদ, ‘ফর্ম অস্থায়ী কিন্তু গুণ বা দক্ষতা স্থায়ী।’ রবিবার রাতে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে ফের সেটা দেখা গেল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জেতা পিএসজি (PSG) লিওনেল মেসির (Lionel Messi) ইন্টার মায়ামিকে (Inter Miami) ৪-০, কিলিয়াম এমবাপের (Kylian Mbappe) রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ৪-০ উড়িয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনালে পৌঁছে বিশ্বের সেরা ক্লাব হওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু তাদের রুক্ষ বাস্তবের মাটিতে আছড়ে ফেলল চেলসি (Chelsea)। যে কোনও বিষয়েই ইংল্যান্ড (England) ও ফ্রান্সের (France) রেষারেষি দেখা যায়। কিন্তু ফুটবল মাঠে বেশিরভাগ সময়ই প্যারিসকে (Paris) টেক্কা দিয়েছে লন্ডন (London)। এবারও তার ব্যতিক্রম হল না।

পিএসজি-কে উড়িয়ে বিশ্বের সেরা ক্লাব চেলসি

ক্লাব বিশ্বকাপ ফাইনালে প্রথমার্ধেই ফল নির্ধারিত হয়ে যায়। ঠিক যেভাবে ইন্টার মায়ামি ও রিয়াল মাদ্রিদকে কোণঠাসা করে দিয়েছিল পিএসজি, সেভাবেই তাদের ঘায়েল করল চেলসি। ম্যাচের ফল ৩-০। প্রথমার্ধেই তিন গোল হয়। জোড়া গোল করলেন কোল পামার (Cole Palmer)। অপর গোল করেন হোয়াও পেড্রো (Joao Pedro)। ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখেন হোয়াও নেভেস (Joao Neves)। ফলে শেষ কয়েক মিনিট ১০ জনে খেলতে হয় পিএসজি-কে। তবে তার আগেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল। ২২ মিনিটে প্রথম গোল করেন পামার। তিনিই ৩০ মিনিটে ব্যবধান বাড়ান। এরপর ৪৩ মিনিটে তৃতীয় গোল করেন পেড্রো। প্রথমার্ধেই তিন গোল হজম করে হতোদ্যম হয়ে পড়ে পিএসজি। তাদের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের সামনে বিশ্বসেরা চেলসি

ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium) হাজির হন ৮১,১১৮ জন দর্শক। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (Melania Trump)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?