Asianet News | Published : Nov 30, 2022 10:50 AM IST / Updated: Dec 01 2022, 02:39 AM IST

FIFA WC 2022 Live Updates: গ্রুপ সি থেকে বিশ্বকাপের নক-আউটে আর্জেন্টিনা, পোল্যান্ড

সংক্ষিপ্ত

বুধবার রাতে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নক-আউটে জায়গা করে নিতে হলে এই ম্যাচ জিততেই হবে লিওনেল মেসিদের। ড্র করলে অন্য দলগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেই ঝুঁকি নেওয়া সম্ভব নয় লিওনেল স্কালোনির দলের পক্ষে। সেই কারণে তাঁরা জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। এই গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে সৌদি আরব। এই ম্যাচ জিতলেই নক-আউটে পৌঁছে যাবে সৌদি আরব। এদিনই গ্রুপ ডি-র শেষ ম্যাচে ম্যাচে টিউনিশিয়ার মুখোমুখি হচ্ছে আগেই নক-আউটে জায়গা করে নেওয়া ফ্রান্স। এই ম্যাচে ছন্দ ধরে রাখাই কিলিয়ান এমবাপেদের লক্ষ্য। গ্রুপ ডি-র অন্য ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ যে দল জিতবে, তারাই নক-আউটে চলে যাবে। তবে ড্র হলেও অস্ট্রেলিয়া নক-আউটে জায়গা করে নেবে। 

02:39 AM (IST) Dec 01

আর্জেন্টিনার কাছে হেরেও গ্রুপ সি থেকে দ্বিতীয় দল হিসেবে নক-আউটে পোল্যান্ড

মেক্সিকোর সঙ্গে পয়েন্ট সমান থাকলেও, গোলপার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপ সি-র দ্বিতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছে গেল পোল্যান্ড।

02:34 AM (IST) Dec 01

সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল মেক্সিকো

সৌদি আরবের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেলেও, পোল্যান্ডের চেয়ে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় নিতে হল মেক্সিকোকে।

02:32 AM (IST) Dec 01

গ্রুপ সি-র শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে আর্জেন্টিনা

প্রথমার্ধে লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে না পারলেও, পোল্যান্ডকে সহজেই ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল আর্জেন্টিনা।

02:04 AM (IST) Dec 01

পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৬৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল জুলিয়ান আলভারেজের

৬৭ মিনিটে গোল জুলিয়ান আলভারেজের। পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

01:45 AM (IST) Dec 01

সৌদি আরবের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গেল মেক্সিকো, দ্বিতীয় গোল লুই শাভেজের

সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের ৫২ মিনিটে লুই শাভেজের গোলে ২-০ এগিয়ে গেল সৌদি আরব।

01:41 AM (IST) Dec 01

৪৭ মিনিটে হেনরি মার্টিনের গোল, সৌদি আরবের বিরুদ্ধে ১-০ এগিয়ে মেক্সিকো

গ্রুপ সি-র শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল মেক্সিকো।

01:39 AM (IST) Dec 01

৪৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোল, পোল্যান্ডের বিরুদ্ধে ১-০ এগিয়ে আর্জেন্টিনা

পোল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা।

01:21 AM (IST) Dec 01

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ, গোল করতে পারল না কোনও দল

লিওনেল মেসির পেনাল্টি নষ্ট করার জেরে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হল।

01:11 AM (IST) Dec 01

পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা পেনাল্টি পেলেও গোল করতে পারলেন না মেসি

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন, কিন্তু গ্রুপের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে পারলেন না লিওনেল মেসি।

12:49 AM (IST) Dec 01

চলছে আর্জেন্টিনা-পোল্যান্ড ও সৌদি আরব-মেক্সিকো ম্যাচ, এখনও গোল হয়নি

গ্রুপ সি-র শেষ ২ ম্যাচ চলছে। এখনও কোনও দলই গোল করতে পারেনি।

12:32 AM (IST) Dec 01

শুরু হয়ে গেল আর্জেন্টিনা-পোল্যান্ড ও সৌদি আরব-মেক্সিকো ম্যাচ, জয়ের লক্ষ্যে মেসিরা

এবারের বিশ্বকাপে গ্রুপ সি-র শেষ ম্যাচ শুরু হয়ে গেল। লড়াই করছে আর্জেন্টিনা-পোল্যান্ড ও সৌদি আরব-মেক্সিকো।

12:23 AM (IST) Dec 01

ওয়ার্ম-আপ করছেন আর্জেন্টিনা ও পোল্যান্ডের ফুটবলাররা, কিছুক্ষণ পরেই শুরু হবে ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ।

11:50 PM (IST) Nov 30

২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া

এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপের নক-আউটে সকারুজরা।

11:33 PM (IST) Nov 30

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে গ্রুপ সি-র শেষ ২ ম্যাচ

আর্জেন্টিনা-পোল্যান্ড ও মেক্সিকো-সৌদি আরব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে।

11:15 PM (IST) Nov 30

গ্রুপ সি-র শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, সৌদি আরব-মেক্সিকো লড়াই

গ্রুপ সি-র শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নক-আউটে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে লিওনেল মেসিদের।

10:59 PM (IST) Nov 30

বিশ্বকাপে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর টিউনিশিয়ার কাছে হার ফ্রান্সের

২০১৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারের পর বুধবারই প্রথম হারল ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হন কিলিয়ান এমবাপেরা। 

10:36 PM (IST) Nov 30

ফ্রান্সের বিরুদ্ধে ১-০ গোলে জয়, গ্রুপ ডি-তে তৃতীয় হয়ে বিদায় টিউনিশিয়ার

ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দিলেও, গ্রুপ ডি-তে তৃতীয় স্থানে থেকে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল টিউনিশিয়া। এই ম্যাচের শেষদিকে গোল শোধ করে দেন ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যান। তবে 'ভি এ আর'-এর সাহায্য নিয়ে অফসাইডের জন্য সেই গোল বাতিল করে দেব রেফারি। ফলে স্মরণীয় জয় পেল টিউনিশিয়া।

10:26 PM (IST) Nov 30

ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া

৬০ মিনিটে করা ম্যাথু লেকির একমাত্র গোলে ডেনমার্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

10:11 PM (IST) Nov 30

গ্রুপ ডি-র শেষ ম্যাচে এখনও ১-০ গোলে এগিয়ে আছে টিউনিশিয়া, অস্ট্রেলিয়া

ফ্রান্সের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে টিউনিশিয়া। ডেনমার্কের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া।

09:50 PM (IST) Nov 30

ফ্রান্সের বিরুদ্ধে এগিয়ে টিউনিশিয়া, ডেনমার্কের বিরুদ্ধে গোল অস্ট্রেলিয়ারও

গ্রুপ ডি-র শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল টিউনিশিয়া। ডেনমার্কের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া।

09:40 PM (IST) Nov 30

চলছে দ্বিতীয়ার্ধের খেলা, গ্রুপ ডি-র শেষ ম্যাচে এখনও গোল করতে পারল না কোনও দল

বিশ্বকাপে গ্রুপ ডি-র শেষ ২ ম্যাচ এখনও গোলশূন্য। চলছে নক-আউটে জায়গা করে নেওয়ার লড়াই।

09:21 PM (IST) Nov 30

ফ্রান্স-টিউনিশিয়া, ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

গোলশূন্যভাবে শেষ হল ফ্রান্স-টিউনিশিয়া ও ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথমার্ধ।

09:11 PM (IST) Nov 30

প্রথমার্ধের শেষদিকে গড়াচ্ছে খেলা, গ্রুপ ডি-র শেষ ২ ম্যাচে এখনও হল না গোল

গ্রুপ ডি-র শেষ ২ ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। এখনও গোল করতে পারল না কোনও দল।

08:44 PM (IST) Nov 30

চলছে ফ্রান্স-টিউনিশিয়া ও ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল

গ্রুপ ডি-র শেষ ম্যাচে টিউনিশিয়ার মুখোমুখি ফ্রান্স এবং ডেনমার্কের মুখোমুখি অস্ট্রেলিয়া। কোনও ম্যাচেই এখনও গোল হয়নি।

08:25 PM (IST) Nov 30

মাঠে নেমে পড়েছেন ফুটবলাররা, শুরু হতে চলেছে গ্রুপ ডি-র শেষ ২ ম্যাচ

গ্রপ ডি-র শেষ ম্যাচে টিউনিশিয়ার মুখোমুখি ফ্রান্স। অন্য ম্যাচে ডেনমার্কের মুখোমুখি অস্ট্রেলিয়া। শুরু হতে চলেছে খেলা।

08:01 PM (IST) Nov 30

কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ফ্রান্স-টিউনিশিয়া, ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি-র শেষ ম্যাচ। টিউনিশিয়ার মুখোমুখি হচ্ছে ফ্রান্স। অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ডেনমার্ক।

07:26 PM (IST) Nov 30

পোল্যান্ডের সঙ্গে ১১ ম্যাচ খেলে জয় ৬টিতে, অতীত রেকর্ড ভরসা দিচ্ছে মেসিদের

পোল্যান্ডের সঙ্গে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তার মধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছেন লিওনেল মেসিরা। তাঁদের হার ৩ ম্যাচে। ২টি ম্যাচ ড্র হয়েছে।

07:06 PM (IST) Nov 30

এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না, জানিয়ে দিলেন গ্যারেথ বেল

এবারের বিশ্বকাপে ওয়েলশের ফল ভাল হয়নি। গ্রুপ থেকেই ছিটকে গিয়েছে ওয়েলশ। তবে এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না বলে জানিয়েছেন গ্যারেথ বেল।

06:45 PM (IST) Nov 30

গ্রুপ ডি-র শেষ ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া, নক-আউটের লক্ষ্যে ২ দল

গ্রুপ ডি-র শেষ ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। যে দল জিতবে, তারাই নক-আউটে পৌঁছে যাবে।

06:29 PM (IST) Nov 30

নক-আউটে যাওয়ার লড়াইয়ে সৌদি আরব, গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ মেক্সিকো

গ্রুপ সি-র শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হতে চলেছে সৌদি আরব। এই ম্যাচ জিতলেই নক-আউটে পৌঁছে যাবে সৌদি আরব।

06:02 PM (IST) Nov 30

গ্রুপ ডি-র শেষ ম্যাচে টিউনিশিয়ার মুখোমুখি হচ্ছে ফ্রান্স, আগেই নক-আউটে নিশ্চিত হয়ে গিয়েছেন এমবাপেরা

প্রথম ২ ম্যাচ জিতে আগেই নক-আউটের যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স। বুধবার রাতে গ্রুপের শেষ ম্যাচে টিউনিশিয়ার মুখোমুখি হচ্ছেন কিলিয়ান এমবাপেরা। ছন্দ ধরে রাখাই তাঁদের লক্ষ্য।

05:27 PM (IST) Nov 30

সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছেদ করেছেন। এবার বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

04:44 PM (IST) Nov 30

বিশ্বকাপের নক-আউটে যাওয়ার লড়াইয়ে সৌদি আরব, শেষ ম্যাচে প্রতিপক্ষ মেক্সিকো

কাতার বিশ্বকাপে গ্রুপ সি-র শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে সৌদি আরব। এই ম্যাচ জিতলেই নক-আউটে জায়গা করে নেবে সৌদি আরব।

04:21 PM (IST) Nov 30

গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেই নক-আউটে জায়গা করে নেবে আর্জেন্টিনা

নক-আউটে জায়গা করে নিতে হলে গ্রুপ সি-র শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জেতা ছাড়া উপায় নেই আর্জেন্টিনার। ড্র করলে অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।


More Trending News