Asianet News | Published : Nov 24, 2022 9:52 AM IST / Updated: Nov 25 2022, 02:26 AM IST

FIFA WC 2022 Live Updates: রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারিয়ে দিল ব্রাজিল

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ব্রাজিল পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অভিযান। এদিন প্রথমে ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে সুইৎজারল্যান্ড। এরপর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উরুগুয়ের ম্যাচ। ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় ঘানার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ শুরু। এরপর মধ্যরাতে সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ। সৌদি আরব, জাপানের মতো দক্ষিণ কোরিয়াও চমক দেখাতে পারবে কি না, সেটা দেখার অপেক্ষায় এশিয়ার ফুটবলপ্রেমীরা। মাঠের বাইরের সমস্যা মিটিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেমন পারফরম্যান্স দেখান, সেদিকেও সবার নজর থাকবে। পাশাপাশি ব্রাজিলের প্রথম ম্যাচ নিয়েও উত্তেজিত সমর্থকরা। নেইমাররা প্রথম ম্যাচ জিতবেন, আশাবাদী সমর্থকরা।

02:26 AM (IST) Nov 25

সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়, বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করল ব্রাজিল

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। জোড়া গোল করলেন রিচার্লিসন।

02:03 AM (IST) Nov 25

৭৩ মিনিটে রিচার্লিসনের দ্বিতীয় গোল, সার্বিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে ব্রাজিল

৬২ মিনিটে প্রথম গোল করার পর ৭৩ মিনিটে ফের গোল করলেন রিচার্লিসন। তাঁর দ্বিতীয় গোলটি এবারের বিশ্বকাপের অন্যতম সেরা। ২-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল।

01:51 AM (IST) Nov 25

৬২ মিনিটে গোল করলেন রিচার্লিসন, সার্বিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ব্রাজিল

৬২ মিনিটে রিচার্লিসনের করা গোলে সার্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল। 

01:36 AM (IST) Nov 25

ব্রাজিল-সার্বিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল, এখনও কোনও দল গোল করতে পারেনি

প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট হয়েছে। এবার দ্বিতীয়ার্ধে সার্বিয়ার বিরুদ্ধে গোলের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন ব্রাজিলের স্ট্রাইকাররা।

01:17 AM (IST) Nov 25

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না ব্রাজিল, ম্যাচ এখনও গোলশূন্য়

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না ব্রাজিল। বিরতির সময় ম্যাচ গোলশূন্য।

12:32 AM (IST) Nov 25

শুরু হয়ে গেল ব্রাজিল-সার্বিয়া ম্যাচ, জয়ের লক্ষ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা

সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ শুরু হয়ে গেল। কাতারে প্রথম ম্যাচ জিতে এবারের বিশ্বকাপের শুরুটা ভালভাবে করাই লক্ষ্য ব্রাজিলের।

12:24 AM (IST) Nov 25

মাঠে নেমে পড়ছেন নেইমাররা, একটু শুরু হতে চলেছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ

জাতীয় সঙ্গীতের পরেই শুরু হতে চলেছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। মাঠে নেমে পড়ছেন নেইমাররা।

12:05 AM (IST) Nov 25

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। অপেক্ষায় ব্রাজিলের সমর্থকরা।

11:53 PM (IST) Nov 24

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ সার্বিয়া

আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। মাঠে নামার জন্য তৈরি নেইমার, ভিনিসিয়াস জুনিয়ররা।

11:30 PM (IST) Nov 24

ঘানার বিরুদ্ধে ৩-২ গোলে জয়, কাতার বিশ্বকাপের শুরুটা ভালভাবেই করল পর্তুগাল

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে দিল পর্তুগাল। গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও। ঘানার হয়ে গোল করেন আন্দ্রে আয়িউ ও ওসমান বুকারি। 

11:10 PM (IST) Nov 24

ঘানার বিরুদ্ধে ম্যাচের শেষদিকে পরপর ২ গোল, ৩-১ গোলে এগিয়ে গেল পর্তুগাল

ঘানার বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে গেল পর্তুগাল। ৭৮ মিনিটে গোল করলেন হোয়াও ফেলিক্স, ৮০ মিনিটো গোল করলেন রাফায়েল লিয়াও।

11:02 PM (IST) Nov 24

পর্তুগালের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরাল ঘানা, ম্যাচের ফল এখন ১-১

৭৩ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরালেন ঘানার আন্দ্রে আয়িউ। ম্যাচের ফল এখন ১-১।

10:59 PM (IST) Nov 24

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম খেলোয়াড় হিসেবে গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ক্যামেরুনের রজার মিল্লা বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করেছেন। তিনি গোল করেছিলেন ৪২ বছর ৩৯ দিন বয়সে। রোনাল্ডো গোল করলেন ৩৭ বছর ২৯২ দিন বয়সে।

10:53 PM (IST) Nov 24

৬৫ মিনিটে পোনাল্টি থেক গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ১-০ এগিয়ে গেল পর্তুগাল

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি আলাদা প্রতিযোগিতায় গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি থেকে তাঁর করা গোলে ঘানার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল পর্তুগাল।

10:37 PM (IST) Nov 24

পর্তুগাল-ঘানা ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনও গোল করতে পারেনি কোনও দল

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। পর্তুগাল-ঘানা ম্যাচও কি সেভাবেই শেষ হবে? চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনও গোল করতে পারেনি কোনও দল।

10:20 PM (IST) Nov 24

কাতার বিশ্বকাপে পর্তুগাল-ঘানা ম্যাচের প্রথমার্ধ শেষ, এখনও গোল করতে পারেনি কোনও দল

ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু এখনও গোল পাননি তিনি।

10:12 PM (IST) Nov 24

চলছে পর্তুগাল-ঘানা ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল, গোল করার চেষ্টায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে বারবার বিপক্ষের বক্সে হানা দিচ্ছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এখনও গোল করতে পারেননি তিনি। ম্যাচ এখনও গোলশূন্য।

10:12 PM (IST) Nov 24

চলছে পর্তুগাল-ঘানা ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল, গোল করার চেষ্টায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে বারবার বিপক্ষের বক্সে হানা দিচ্ছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এখনও গোল করতে পারেননি তিনি। ম্যাচ এখনও গোলশূন্য।

09:46 PM (IST) Nov 24

শুরু থেকেই ঘানা রক্ষণকে চাপে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এখনও হয়নি গোল

ঘানার বিরুদ্ধে ম্যাচে এখনও গোল না পেলেও, শুরু থেকেই গোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেশ ভাল খেলছেন তিনি।

09:31 PM (IST) Nov 24

শুরু হয়ে গেল পর্তুগাল-ঘানা ম্যাচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পাবেন, আশায় অনুরাগীরা

কাতার বিশ্বকাপে মাঠে নেমে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল।

09:25 PM (IST) Nov 24

মাঠে নেমে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা, শুরু হচ্ছে পর্তুগাল-ঘানা ম্য়াচ

পর্তুগাল-ঘানার জাতীয় সঙ্গীতের পরেই শুরু হতে চলেছে ম্যাচ। ফুটবলপ্রেমীরা তাকিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে।

09:17 PM (IST) Nov 24

ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে পর্তুগাল-ঘানা ম্যাচ, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

কাতার বিশ্বকাপে বৃহস্পতিবারই প্রথম মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে শুরু হচ্ছে পর্তুগাল-ঘানা ম্যাচ।

08:47 PM (IST) Nov 24

কাতার বিশ্বকাপের পঞ্চম দিনের তৃতীয় ম্যাচে ঘানার মুখোমুখি হচ্ছে পর্তুগাল

আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে পর্তুগাল-ঘানা ম্যাচ। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে তাকিয়ে।

08:29 PM (IST) Nov 24

গোলশূন্যভাবে শেষ হল দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে ম্যাচ, ড্র করে চাপে সুয়ারেজরা

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করল উরুগুয়ে। এই গ্রুপেই আছে পর্তুগাল ও ঘানা। ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পয়েন্ট নষ্ট করে চাপে পড়ে গেলেন লুই সুয়ারেজরা।

08:12 PM (IST) Nov 24

শেষের দিকে এগোচ্ছে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ, এখনও গোল করতে পারল না কোনও দল

ড্রয়ের পথে এগোচ্ছে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ। ৮৫ মিনিট কেটে গেলেও গোল করতে পারল না কোনও দল।

07:54 PM (IST) Nov 24

একের পর এক সুযোগ নষ্ট, দ্বিতীয়ার্ধে এখনও গোলশূন্য় উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচের মাঝামাঝি সময়েও কোনও গোল হল না। ৬৭ মিনিট পেরিয়ে গিয়েছে, কিন্তু কোনও দলই গোল করতে পারছে না। একের পর এক সুযোগ নষ্ট হচ্ছে।

07:33 PM (IST) Nov 24

শুরু হল দক্ষিণ কোরিয়া-উরুগুয়ের দ্বিতীয়ার্ধের খেলা, গোলের লক্ষ্যে দু'দল

দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। এবার শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। গোল করার লক্ষ্যে লুই সুয়ারেজরা।

07:17 PM (IST) Nov 24

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ, এখনও গোলশূন্য ম্যাচ

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। এই ম্যাচে এখনও কোনও দল গোল করতে পারেনি।

07:15 PM (IST) Nov 24

৪৪ মিনিটে পোস্টে লেগে ফিরে এল দিয়েগো গডিনের হেড, এখনও গোল পেল না উরুগুয়ে

৪৪ মিনিটে উরুগুয়ের দিয়েগো গডিনের হেড পোস্টে লেগে ফিরে এল। এই ম্যাচে এখনও কোনও দল গোল করতে পারেনি।

06:57 PM (IST) Nov 24

চলছে দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে ম্যাচের প্রথমার্ধ, এখনও গোল করতে পারেনি কোনও দল

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচের ২৭ মিনিট কেটে গেলেও, এখনও কোনও দল গোল করতে পারল না। দুই দলই একাধিক সুযোগ নষ্ট করেছে।

06:35 PM (IST) Nov 24

শুরু হয়ে গেল দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে ম্যাচস এখনও গোল করতে পারেননি সুয়ারেজরা

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। এখনও কোনও দলই গোল করতে পারেনি।

06:23 PM (IST) Nov 24

মাঠে নেমে পড়েছেন সুয়ারেজরা, শুরু হচ্ছে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি উরুগুয়ে। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে খেলা।

06:08 PM (IST) Nov 24

কাতার বিশ্বকাপে পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি উরুগুয়ে

বৃহস্পতিবার বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে লুই সুয়াজদের। দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। সৌদি আরব, জাপানের পর এবার দক্ষিণ কোরিয়ার দিকে তাকিয়ে এশিয়ার ফুটবলপ্রেমীরা।

05:28 PM (IST) Nov 24

ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সুইৎজারল্যান্ড, ভালভাবেই কাতার বিশ্বকাপ শুরু শাকিরিদের

৪৮ মিনিটে ব্রিল এমবোলোর করা একমাত্র গোলে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে দিল সুইৎজারল্যান্ড। প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক জায়গায় চলে গেলেন জার্দান শাকিরিরা।

04:59 PM (IST) Nov 24

পেরিয়ে গেল ৭০ মিনিট, এখনও ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে সুইৎজারল্যান্ড

ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের ৭০ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও ১-০ গোলে এগিয়ে সুইৎজারল্যান্ড। গোল শোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্যামেরুন। ব্যবধান বাড়ানোর চেষ্টায় সুইসরা।

04:39 PM (IST) Nov 24

৪৮ মিনিটে প্রথম গোল, ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল সুইৎজারল্যান্ড

ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের ৪৮ মিনিটে প্রথম গোল করলেন ব্রিল এমবোলো। ১-০ এগিয়ে গেল সুইসরা।

04:22 PM (IST) Nov 24

ক্যামেরুন-সুইৎজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ, এখনও ম্যাচ গোলশূন্য

ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে কোনও গোল করতে পারল না সুইৎজারল্যান্ড। হাকান শাকিরিরা আক্রমণ করছেন কিন্তু তিনকাঠির মধ্যে শট বা হেড রাখতে পারছেন না।

03:55 PM (IST) Nov 24

চলছে ক্যামেরুন-সুইৎজারল্যান্ড ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল

ক্যামেরুন-সুইৎজারল্যান্ড ম্যাচে প্রথমার্ধের খেলা চলছে। এখনও কোনও দল গোল করতে পারেনি।

03:32 PM (IST) Nov 24

শুরু হয়ে গেল ক্যামেরুন-সুইৎজারল্যান্ড ম্যাচ, রজার মিল্লাকে সম্মান জানাল ফিফা

ক্যামেরুন-সুইৎজারল্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগে ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার রজার মিল্লাকে সম্মান জানালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো।

03:24 PM (IST) Nov 24

শুরু হচ্ছে ক্যামেরুন-সুইৎজারল্যান্ড ম্যাচ, এটাই এবারের বিশ্বকাপে দু'দলের প্রথম খেলা

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে সুইৎজারল্যান্ড। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ম্যাচ।


More Trending News