Asianet News | Published : Dec 2, 2022 11:31 AM IST / Updated: Dec 03 2022, 02:37 AM IST

FIFA WC 2022 Live Updates: ক্যামেরুনের কাছে ০-১ গোলে হার ব্রাজিলের

সংক্ষিপ্ত

জার্মানি ও স্পেনকে টপকে গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গিয়েছে জাপান। এবার কি এশিয়ার আরও একটি দেশ নক-আউটে পৌঁছতে পারবে? শুক্রবার রাতে গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জিততে পারলে দক্ষিণ কোরিয়ার সামনে নক-আউটে যাওয়ার সুযোগ থাকবে। তবে পর্তুগালকে হারানো খুব কঠিন। তাছাড়া শুধু নিজেরা জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। ফলে দক্ষিণ কোরিয়ার সম্ভাবনা কম। ব্রাজিল ও পর্তুগাল ইতিমধ্যেই নক-আউটে পৌঁছে গিয়েছে। ফলে এই ২ দলের শেষ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। ঘানা ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে, তারা নক-আউটে পৌঁছে যেতে পারে। সার্বিয়া ও সুইৎজারল্যান্ড ম্যাচে যে দল জিতবে, তারাই নক-আউটে যাবে।

02:37 AM (IST) Dec 03

গ্রুপ জি-র শেষ ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে নক-আউটে সুইৎজারল্যান্ড

গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়াকে হারিয়ে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে নক-আউটের যোগ্যতা অর্জন করল সুইৎজারল্যান্ড।

02:35 AM (IST) Dec 03

গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল

ভিনসেন্ট আবুবকরের একমাত্র গোলে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল।

02:23 AM (IST) Dec 03

ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের ইনজুরি টাইমে গোল ক্যামেরুনের ভিনসেন্ট আবুবকরের

ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে গোল খেয়ে পিছিয়ে পড়ল ব্রাজিল। ইনজুরি টাইমে গোল করলেন ভিনসেন্ট আবুবকর। 

02:13 AM (IST) Dec 03

এখনও গোলশূন্য ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ, সার্বিয়ার বিরুদ্ধে ৩-২ গোলে জিতছে সুইৎজারল্যান্ড

ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ এখনও গোলশূন্য। সার্বিয়ার বিরুদ্ধে ৩-২ গোলে এগিয়ে সুইৎজারল্যান্ড।

01:39 AM (IST) Dec 03

দ্বিতীয়ার্ধে শুরুতেই ফের গোল, সার্বিয়ার বিরুদ্ধে ৩-২ এগিয়ে গেল সুইৎজারল্যান্ড

৪৮ মিনিটে রেমো ফ্রিউলারের গোলে সার্বিয়ার বিরুদ্ধে ৩-২ এগিয়ে গেল সুইৎজারল্যান্ড।

01:24 AM (IST) Dec 03

গোলশূন্য ব্রাজিল-ক্য়ামেরুন ম্যাচের প্রথমার্ধ, ২-২ সুইৎজারল্যান্ড-সার্বিয়া

সুইৎজারল্যান্ড-সার্বিয়া ম্যাচের প্রথমার্ধের শেষে ফল ২-২। কিন্তু ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে এখনও গোল হল না। 

01:15 AM (IST) Dec 03

৪৪ মিনিটে সুইৎজারল্যান্ডের হয়ে গোল শোধ ব্রিল এমবোলোর, ম্যাচ এখন ২-২

সার্বিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও সমতা ফেরাল সুইৎজারল্যান্ড। ৪৪ মিনিটে গোল করলেন ব্রিল এমবোলো।

01:07 AM (IST) Dec 03

৩৫ মিনিটে দ্বিতীয় গোল, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে সার্বিয়া

৩৫ মিনিটে ডুসান ভ্লাহোভিচের গোলে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে গেল সার্বিয়া।

12:58 AM (IST) Dec 03

২৭ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে সমতা ফেরাল সার্বিয়া, ম্যাচ এখন ১-১

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও সমতা ফেরাল সার্বিয়া। ম্যাচের ২৭ মিনিটে গোল করলেন আলেকজান্ডার মিত্রোভিচ।

12:51 AM (IST) Dec 03

জার্দান শাকিরির গোলে সার্বিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল সুইৎজারল্যান্ড

২০ মিনিটের মাথায় জার্দান শাকিরির গোলে সার্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল সুইৎজারল্যান্ড।

12:28 AM (IST) Dec 03

গ্যালারিতে হাজির নেইমার জুনিয়র, শুরু হতে চলেছে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ

চোট পাওয়ায় দলে নেই, তবে গ্যালারাতি হাজির নেইমার জুনিয়র। তিনি দলের খেলা দেখতে এসেছে। শুরু হচ্ছে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ।

12:01 AM (IST) Dec 03

কিছুক্ষণ পরেই শুরু হবে ব্রাজিল-ক্যামেরুন ও সার্বিয়া-সুইৎজারল্যান্ড ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে গ্রুপ জি-র শেষ ম্যাচ। 

11:38 PM (IST) Dec 02

ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায়, হতাশায় কেঁদে ফেললেন লুই সুয়ারেজ

গ্রুপের শেষ ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েও নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারল না উরুগুয়ে। বিশ্বকাপের গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার হতাশায় কেঁদে ফেললেন লুই সুয়ারেজ।

11:07 PM (IST) Dec 02

বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেললেন উরুগুয়ের তারকা লুই সুয়ারেজ, খালি হাতেই ফিরতে হল তাঁকে

পর্তুগালের তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজের এবারই শেষ বিশ্বকাপ ছিল। হতাশ হয়েই ফিরতে হচ্ছে তাঁকে।

10:37 PM (IST) Dec 02

পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে দক্ষিণ কোরিয়া, গ্রুপ থেকেই বিদায় নিল উরুগুয়ে

ঘানার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেলেও, দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পর্তুগালকে হারিয়ে দেওয়ায় গ্রুপ থেকেই ছিটকে গেল উরুগুয়ে। দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট এবং গোলপার্থক্য সমান। কিন্তু দক্ষিণ কোরিয়া বেশি গোল করায় নক-আউটে চলে গেল।

10:28 PM (IST) Dec 02

পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে যাওয়ার পথে দক্ষিণ কোরিয়া

পর্তুগালকে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়া। উরুগুয়ে যদি ঘানার বিরুদ্ধে আর গোল করতে না পারে, তাহলেই নক-আউটে পৌঁছে যাবে দক্ষিণ কোরিয়া।

10:22 PM (IST) Dec 02

পর্তুগালের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল, ২-১ এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া

পর্তুগালের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে দক্ষিণ কোরিয়া। জিতলেই নক-আউটে পৌঁছে যাবে দক্ষিণ কোরিয়া।

10:07 PM (IST) Dec 02

চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনও ২-০ এগিয়ে ঘানা, ১-১ পর্তগাল-দক্ষিণ কোরিয়া

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়েও ঘানার বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে উরুগুয়ে। পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচ এখনও ১-১।

09:41 PM (IST) Dec 02

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, এখনও প্রথমার্ধের ফলই আছে উরুগুয়ে-ঘানা, পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচে

উরুগুয়ে-ঘানা ও পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধে এখনও পর্যন্ত আর কোনও গোল হয়নি।

09:27 PM (IST) Dec 02

ঘানার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-০ এগিয়ে উরুগুয়ে, ১-১ পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচ

ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে উরুগুয়ে। ১-১ চলছে পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচ।

09:03 PM (IST) Dec 02

ফের গোল জিওর্জিয়ান ডে অ্যারাসকেতার, ঘানার বিরুদ্ধে ২-০ এগিয়ে উরুগুয়ে

২৬ মিনিটে প্রথম গোল করার পর ৩২ মিনিটে দ্বিতীয় গোল করলেন জিওর্জিয়ান ডে অ্যারাসকেতা। ঘানার বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল উরুগুয়ে।

09:01 PM (IST) Dec 02

পর্তুগালের বিরুদ্ধে সমতা ফেরাল দক্ষিণ কোরিয়া, ২৭ মিনিটে গোল কিম ইয়ং গাউনের

পর্তুগালের বিরুদ্ধে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও, সমতা ফেরাল দক্ষিণ কোরিয়া। ২৭ মিনিটে গোল করলেন কিম ইয়ং গাউন।

08:58 PM (IST) Dec 02

ঘানা পেনাল্টি মিস করার পর গোল অ্যারাসকেতার, ১-০ এগিয়ে গেল উরুগুয়ে

ঘানার আয়িউ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পরেই প্রথম গোল করে উরুগুয়েকে ১-০ এগিয়ে দিলেন জিওর্জিয়ান ডে অ্যারাসকেতা।

08:53 PM (IST) Dec 02

উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ ঘানার আয়িউ

২০১০ সালের পর ২০২২, বিশ্বকাপে ফের উরুগুয়ের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ ঘানা।

08:38 PM (IST) Dec 02

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের ৫ মিনিটেই গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেন রিকার্ডো হোর্তা

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে পর্তুগাল। ৫ মিনিটের মাথায় প্রথম গোল করলেন রিকার্ডো হোর্তা।

08:27 PM (IST) Dec 02

শুরু হয়ে গেল পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ও ঘানা-উরুগুয়ে ম্যাচ, নজরে রোনাল্ডো-সুয়ারেজ

গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি পর্তুগাল। অন্য ম্যাচে ঘানার সামনে উরুগুয়ে।

08:15 PM (IST) Dec 02

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা টিউনিশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ওয়াহাবি কাজরির

কাতার বিশ্বকাপ থেকে দল ছিটকে যাওয়ার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন টিউনিশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ওয়াহাবি কাজরি।

07:44 PM (IST) Dec 02

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার সাক্ষাতের পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তার মধ্যে ৫ ম্যাচ জিতেছেন লিওনেল মেসিরা। অস্ট্রেলিয়া জিতেছে ১ ম্যাচ। ড্র হয়েছে ১ ম্যাচ।

07:19 PM (IST) Dec 02

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু ব্রাজিল-ক্যামেরুন ও সার্বিয়া-সুইৎজারল্যান্ড ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে গ্রুপ জি-র শেষ ম্যাচ। ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। অন্য ম্যাচে সার্বিয়ার সামনে সুইৎজারল্যান্ড।

06:53 PM (IST) Dec 02

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ও ঘানা-উরুগুয়ে ম্যাচ

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। অন্য ম্যাচে ঘানার সামনে উরুগুয়ে। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচ।

06:31 PM (IST) Dec 02

নক-আউট পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, প্রস্ততিতে লিওনেল মেসিরা

নক-আউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত লিওনেল মেসিরা।

05:58 PM (IST) Dec 02

গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে ঘানার মুখোমুখি উরুগুয়ে, জিততেই হবে সুয়ারেজদের

গ্রুপের শেষ ম্যাচে ঘানার বিরুদ্ধে জয় না পেলে গ্রুপ থেকেই ছিটকে যেতে হবে লুই সুয়ারেজের উরুগুয়েকে। জিতলেও পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

05:34 PM (IST) Dec 02

গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে পর্তুগালের সামনে দক্ষিণ কোরিয়া, নিয়মরক্ষার ম্যাচ রোনাল্ডোদের

গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। ইতিমধ্যেই নক-আউটে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।

05:02 PM (IST) Dec 02

ইতিমধ্যেই নক-আউটে পৌঁছে গিয়েছে ব্রাজিল, গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ ক্যামেরুন

শুক্রবার রাতে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। চোটমুক্ত থাকাই ব্রাজিলের ফুটবলারদের লক্ষ্য।


More Trending News