কাতার বিশ্বকাপে সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। চোট সারিয়ে এই ম্যাচে ব্রাজিল দলে ফিরছেন নেইমার ও ড্যানিলো। ফলে ব্রাজিলের শক্তি বাড়তে চলেছে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের জয় নিয়ে কারও বিশেষ সংশয় নেই। তবে এশিয়ার দলটি লড়াই করতে তৈরি। গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে এই দলটিকে হাল্কাভাবে নিচ্ছে না ব্রাজিল শিবির। জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না নেইমাররা। এদিন অন্য ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। একই দিনে এশিয়ার ২ দল প্রি-কোয়ার্টার ফাইনালে লড়াই করতে নামছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ এই ২ দলেরই লড়াই খুব কঠিন।
02:25 AM (IST) Dec 06
দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল ব্রাজিল। এবার লড়াই কোয়ার্টার ফাইনালের।
02:08 AM (IST) Dec 06
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের ৭৬ মিনিটে গোল করলেন পাইক সিউং হো। ব্যবধান কমাল দক্ষিণ কোরিয়া।
01:57 AM (IST) Dec 06
১৯৫৪ সালের বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষে ৪-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। তারপর এই প্রথম এরকম পারফরম্যান্স দেখা গেল।
01:37 AM (IST) Dec 06
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে এগিয়ে ব্রাজিল। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।
01:21 AM (IST) Dec 06
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ৪-০ গোলে এগিয়ে ব্রাজিল।
01:07 AM (IST) Dec 06
দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ব্রাজিল। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল। চতুর্থ গোল লুকাস পাকুয়েতার।
01:00 AM (IST) Dec 06
ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করলেন রিচার্লিসন। ৩-০ এগিয়ে গেল ব্রাজিল।
12:43 AM (IST) Dec 06
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের ১৩ মিনিটচে পেনাল্টি থেকে গোল করলেন নেইমার। এবারের বিশ্বকাপে এটাই তাঁর প্রথম গোল। ২-০ এগিয়ে গেল ব্রাজিল।
12:39 AM (IST) Dec 06
ভিনিসিয়াস জুনিয়রের গোলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল। ম্যাচের ৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন ভিনিসিয়াস।
12:31 AM (IST) Dec 06
চোট সারিয়ে ব্রাজিল দলে ফিরলেন নেইমার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই খেলছেন নেইমার ও ড্যানিলো।
12:25 AM (IST) Dec 06
মাঠে নেমে পড়েছেন নেইমাররা, শুরু হতে চলেছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ।
12:05 AM (IST) Dec 06
চোট সারিয়ে নক-আউটে ব্রাজিলের প্রথম একাদশে ফিরলেন নেইমার ও ড্যানিলো। কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা।
11:52 PM (IST) Dec 05
প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ শুরু হবে ভারতয়ী সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে।
11:14 PM (IST) Dec 05
জাপান পারল না, টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল এশিয়ার দলটিকে।
11:04 PM (IST) Dec 05
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের ফল নির্ধারিত হতে চলেছে টাইব্রেকারে।
10:59 PM (IST) Dec 05
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। জাপান-ক্রোয়েশিয়া ম্যাচ এখনও ১-১।
10:45 PM (IST) Dec 05
জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ম্যাচের ফল এখনও ১-১।
10:22 PM (IST) Dec 05
জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গড়াল অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১।
09:48 PM (IST) Dec 05
৫৫ মিনিটে গোল করলেন ইভান পেরিসিচ। সমতা ফেরাল ক্রোয়েশিয়া।
09:39 PM (IST) Dec 05
প্রি-কোয়ার্টার ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনও ১-০ গোলে এগিয়ে জাপান।
09:22 PM (IST) Dec 05
৪৩ মিনিটে দাইজেন মেইদার গোলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে জাপান। শেষ প্রথমার্ধের খেলা।
09:15 PM (IST) Dec 05
দাইজেন মেইদার গোলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল জাপান। চলছে প্রথমার্ধের শেষদিকের খেলা।
09:02 PM (IST) Dec 05
জাপান-ক্রোয়েশিয়া ম্য়াচের প্রথমার্ধের খেলা চলছে। এখনও গোলশূন্য ম্যাচ।
08:37 PM (IST) Dec 05
প্রি-কোয়ার্টার ফাইনালে জাপান-ক্রোয়েশিয়া ম্যাচে প্রথমার্ধের খেলা চলছে। এখনও গোল করতে পারেনি কোনও দল।
08:09 PM (IST) Dec 05
ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে জাপান-ক্রোয়েশিয়া ম্যাচ।
07:48 PM (IST) Dec 05
কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিওনেল মেসি যে পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি, পোল্যান্ডের বিরুদ্ধে তার চেয়ে ভাল খেলেছেন কিলিয়ান এমবাপে, মত ইংল্যান্ডের প্রাক্তন ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের।
07:24 PM (IST) Dec 05
কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ফ্রান্সের তারকা আঁতোয়া গ্রিজম্যান। তিনি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে নতুন দায়িত্ব উপভোগ করছেন।
07:01 PM (IST) Dec 05
গ্রুপে দুর্দান্ত লড়াই করে নক-আউটে পৌঁছে গিয়েছে জাপান। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লডা়ই। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াই করতে তৈরি জাপান।
05:50 PM (IST) Dec 05
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের দিকে চুইংগাম ছুড়ল লিওনেল মেসির ছেলে ম্যাতিও। এই ঘটনায় ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা।
05:16 PM (IST) Dec 05
৩ বার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার হেরে গিয়েছে জাপান। কোনওবারই তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারেনি। এবার সেই লক্ষ্যপূরণ করতে মরিয়া দাইচি কামাদারা।
04:50 PM (IST) Dec 05
সোমবার রাতে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে ৮টা থেকে শুরু হচ্ছে জাপান-ক্রোয়েশিয়া ম্যাচ।
04:23 PM (IST) Dec 05
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিল দলে ফিরছেন নেইমার।