FIFA WC 2022 Live Updates: ব্রুনো ফ্রার্নান্ডেজের জোড়া গোলে বিশ্বকাপের নক-আউটে পর্তুগাল

সংক্ষিপ্ত

সোমবার কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু এই ম্যাচ। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিল। সোমবার দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই নক-আউটে নিশ্চিত হয়ে যাবে ব্রাজিল। তবে এই ম্যাচে ব্রাজিল পাবে না নেইমার ও ড্যানিলোকে। ফলে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে ব্রাজিলের কোচ তিতেকে। এদিন অন্য ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে জয় পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ফলে দ্বিতীয় ম্যাচ জিতলেই নক-আউটের যোগ্যতা অর্জন করবে পর্তুগাল। এদিনের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে সার্বিয়া। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ঘানা। এদিনের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি উৎসাহ ব্রাজিল ও পর্তুগালের ম্যাচ নিয়ে।

02:29 AM (IST) Nov 29

ব্রুনো ফার্নান্ডেজের জোড়া গোলে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে নক-আউটে পর্তুগাল

ব্রুনো ফার্নান্ডেজের জোড়া গোলে সহজেই উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নক-আউটে পোঁছে গেল পর্তুগাল।

02:21 AM (IST) Nov 29

পেনাল্টি থেকে গোল করলেন ব্রুনো ফার্নান্ডেজ, ২-০ এগিয়ে গেল পর্তুগাল

উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করলেন ব্রুনো ফার্নান্ডেজ। নক-আউটে নিশ্চিত হয়ে গেল পর্তুগাল।

02:16 AM (IST) Nov 29

প্রথমে বলা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই গোল দিয়েছেন, কিন্তু পরে ফিফা জানাল, গোলদাতা ব্রুনো ফার্নান্ডেজ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগালের গোলদাতা ব্রুনো ফার্নান্ডেজ।

02:11 AM (IST) Nov 29

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র গোলে এখনও উরুগুয়ের বিরুদ্ধে এগিয়ে পর্তুগাল

উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের ৮৩ মিনিট পেরিয়ে গিয়েছে। এখনও ১-০ গোলে এগিয়ে পর্তুগাল।

01:44 AM (IST) Nov 29

৫৪ মিনিটে গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, উরুগুয়ের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল পর্তুগাল

উরুগুয়ের বিরুদ্ধে প্রথমার্ধে গোল না পেলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাতারে পরপর ২ ম্যাচে গোল করলেন তিনি। পর্তুগাল ১-০ গোলে এগিয়ে গেল।

01:34 AM (IST) Nov 29

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেল, দলে কোনও বদল হয়নি

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর পর্তুগাল-উরুগুয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল। দু'দলই যত দ্রুত সম্ভব গোল পেতে মরিয়া।

01:19 AM (IST) Nov 29

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ, এখনও গোলশূন্য ম্যাচ

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। এখনও গোল করতে পারল না কোনও দল।

12:54 AM (IST) Nov 29

চলছে পর্তুগাল-উরুগুয়ে ম্যাচের প্রথমার্ধ, এখনও গোল করতে পারল না কোনও দল

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচের ২২ মিনিট পেরিয়ে গিয়েছে। এখনও গোল করতে পারল না কোনও দল।

12:35 AM (IST) Nov 29

শুরু হয়ে গিয়েছে পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচের ৫ মিনিট পেরিয়ে গেল। এখনও কোনও দলই সেভাবে আক্রমণ করতে পারেনি। এখনও গোলশূন্য ম্যাচ।

12:23 AM (IST) Nov 29

মাঠে নেমে পড়েছেন পর্তুগাল ও উরুগুয়ের ফুটবলাররা, শুরু হতে চলেছে ম্যাচ

জাতীয় সঙ্গীতের পরেই শুরু হতে চলেছে পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ। মাঠে নেমে পড়েছেন ফুটবলাররা।

12:05 AM (IST) Nov 29

ওয়ার্ম-আপ করছেন রোনাল্ডো-সুয়ারেজরা, কিছুক্ষণ পরেই শুরু পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কাছে এই ম্যাচ নক-আউটে ওঠার লড়াই। উরুগুয়েকে নক-আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে।

11:46 PM (IST) Nov 28

কিছুক্ষণ পরেই শুরু পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে লড়াই লুই সুয়ারেজের

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ। এই ম্যাচ জিতলেই ব্রাজিল, ফ্রান্সের পর তৃতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছে যাবে পর্তুগাল।

11:24 PM (IST) Nov 28

ক্যাসেমিরোর একমাত্র গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল ব্রাজিল

সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ জি থেকে নক-আউটে পৌঁছে গেল ব্রাজিল।

11:11 PM (IST) Nov 28

৮৩ মিনিটে ক্যাসেমিরোর অসাধারণ গোলে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ব্রাজিল

৮৩ মিনিটে ক্যাসেমিরোর অসাধারণ গোল। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ এগিয়ে ব্রাজিল।

10:56 PM (IST) Nov 28

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬৪ মিনিটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু অফসাইডের জন্য বাতিল গোল

অফসাইডের জন্য বাতিল হয়ে গেল ভিনিসিয়াস জুনিয়রের গোল। ম্যাচ এখনও গোলশূন্য।

10:37 PM (IST) Nov 28

ব্রাজিল-সুইৎজারল্যান্ডে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, পাকুয়েতার বদলে মাঠে রডরিগো

দ্বিতীয়ার্ধে লুকাস পাকুয়েতার বদলে মাঠে এলেন রডরিগো। এখনও গোলশূন্য ম্যাচ।

10:19 PM (IST) Nov 28

ব্রাজিল-সুইৎজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ, গোল করতে পারল না কোনও দল

ব্রাজিল-সুইৎজারল্যান্ডের প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছে। এখনও গোল করতে পারেনি কোনও দল। 

10:12 PM (IST) Nov 28

প্রথমার্ধ শেষ হতে চলল, এখনও গোল করতে পারল না ব্রাজিল, ম্যাচ গোলশূন্য

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে এখনও গোল করতে পারল না ব্রাজিল। ৪৩ মিনিট পেরিয়ে গিয়েছে ম্যাচের।

09:44 PM (IST) Nov 28

চলছে ব্রাজিল-সুইৎজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ, এখনও গোল করতে পারল না কোনও দল

ব্রাজিল-সুইৎজারল্যান্ড ম্যাচের ১৪ মিনিট পেরিয়ে গেল। এখনও গোলশূন্য ম্যাচ। 

09:29 PM (IST) Nov 28

নেইমারের বদলে ব্রাজিলের প্রথম একাদশে ফ্রেড, আক্রমণাত্মক ফুটবলই লক্ষ্য সেলেকাওদের

প্রত্যাশামতোই নেইমারের বদলে ব্রাজিলের প্রথম একাদশে এলেন ফ্রেড। শুরু হচ্ছে ব্রাজিল-সুইৎজারল্যান্ড ম্যাচ।

09:20 PM (IST) Nov 28

সুইৎজারল্য়ান্ডের প্রথম একাদশে নেই জার্দান শাকিরি, সুবিধা হতে পারে ব্রাজিলের

ব্রাজিলের বিরুদ্ধে সুইৎজারল্যান্ডের প্রথম একাদশে নেই জার্দান শাকিরি। তাঁর বদলে খেলছেন ফ্যাবিয়ান রাইডার।

09:06 PM (IST) Nov 28

ওয়ার্ম-আপ করছেন ব্রাজিল ও সুইৎজারল্যান্ডের ফুটবলাররা, কিছুক্ষণ পরেই শুরু ম্যাচ

নেইমার, ড্যানিলোকে ছাড়াই সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল।

08:48 PM (IST) Nov 28

দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে শুরু খেলা

আর কিছুক্ষণ পরেই কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে এই ম্যাচ।

08:32 PM (IST) Nov 28

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-২ গোলে জয়, নক-আউটে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল ঘানা

দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে গ্রুপ এইচ থেকে নক-আউটে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল ঘানা।

08:02 PM (IST) Nov 28

৬৮ মিনিটে ফের গোল কুদুসের, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-২ এগিয়ে গেল ঘানা

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফের এগিয়ে গেল ঘানা। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলেন মহম্মদ কুদুস। ম্যাচের ফল এখন ৩-২।

07:52 PM (IST) Nov 28

পরপর ২ গোল, ঘানার বিরুদ্ধে সমতা ফেরাল দক্ষিণ কোরিয়া, ম্যাচ এখন ২-২

ঘানার বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল দক্ষিণ কোরিয়া। পরপর ২ গোল করল এশিয়ার দলটি। ম্যাচের ফল এখন ২-২।

07:50 PM (IST) Nov 28

৫৮ মিনিটে গোল চো গে-সাংয়ের, ঘানার বিরুদ্ধে ব্যবধান কমাল দক্ষিণ কোরিয়া

৫৮ মিনিটে দক্ষিণ কোরিয়ার হয়ে ঘানার বিরুদ্ধে গোল করে ব্যবধান কমালেন চো গে-সাং। ম্যাচের ফল এখন ১-১।

07:37 PM (IST) Nov 28

ঘানা-দক্ষিণ কোরিয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু, সমতা ফেরানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া-ঘানা ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হল। ২-০ গোলে এগিয়ে ঘানা। সমতা ফেরানোর চেষ্টা চালাচ্ছে দক্ষিণ কোরিয়া।

07:21 PM (IST) Nov 28

ঘানা-দক্ষিণ কোরিয়া ম্যাচে প্রথমার্ধের খেলা, শেষ ২-০ গোলে এগিয়ে ঘানা

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ঘানা। গোল করেছেন মহম্মদ সালিসু ও মহম্মদ কুদুস।

07:06 PM (IST) Nov 28

৩৪ মিনিটে দ্বিতীয় গোল মহম্মদ কুদুসের, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ঘানা

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেল ঘানা। ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করলেন মহম্মদ কুদুস।

06:56 PM (IST) Nov 28

২৪ মিনিটে গোল মহম্মদ সালিসুর, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ঘানা

২৪ মিনিটে মহম্মদ সালিসুর করা গোলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ঘানা।

06:39 PM (IST) Nov 28

চলছে দক্ষিণ কোরিয়া-ঘানা ম্যাচের প্রথমার্ধ, এখনও গোল করতে পারেনি কোনও দল

ঘানার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই ভাল খেলছে দক্ষিণ কোরিয়া। তবে এখনও গোল হয়নি। ঘানার ডিফেন্ডাররা কোনওরকমে গোলদুর্গ আটকে রাখতে সক্ষম হয়েছেন।

06:22 PM (IST) Nov 28

মাঠে নেমে পড়েছেন দক্ষিণ কোরিয়া ও ঘানার ফুটবলাররা, শুরু হতে চলেছে ম্যাচ

শুরু হতে চলেছে দক্ষিণ কোরিয়া ও ঘানার ম্যাচ। মাঠে নেমে পড়েছেন দু'দলের ফুটবলাররা।

05:58 PM (IST) Nov 28

ওয়ার্ম-আপ করছেন ঘানা ও দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা, কিছুক্ষণ পরেই শুরু ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে শুরু হচ্ছে ঘানা-দক্ষিণ কোরিয়া ম্যাচ।

05:32 PM (IST) Nov 28

উত্তেজক ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র ক্যামেরুনের

প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার সঙ্গে ৩-৩ ড্র করল ক্যামেরুন।

05:01 PM (IST) Nov 28

পরপর ২ গোল, ১-৩ পিছিয়ে থেকে সার্বিয়ার বিরুদ্ধে সমতা ফেরাল ক্যামেরুন

সার্বিয়ার বিরুদ্ধে ১-৩ গোলে পিছিয়ে পড়ে পরপর ২ গোল করে সমতা ফেরাল ক্যামেরুন। ম্যাচ এখন ৩-৩।

04:49 PM (IST) Nov 28

৫৩ মিনিটে তৃতীয় গোল, ক্যামেরুনের বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে গেল সার্বিয়া

প্রথমার্ধের শেষে ক্যামেরুনের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়েছিল সার্বিয়া। ৫৩ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করলেন আলেকজান্ডার মিত্রোভিচ। ৩-১ গোলে এগিয়ে গেল সার্বিয়া।

04:29 PM (IST) Nov 28

প্রথমার্ধের শেষে ক্যামেরুনের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে সার্বিয়া, দ্বিতীয়ার্ধে জমজমাট লড়াইয়ের অপেক্ষা

ক্যামেরুনের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে সার্বিয়া। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।

04:20 PM (IST) Nov 28

প্রথমার্ধের শেষদিকে দ্বিতীয় গোল, ক্যামেরুনের বিরুদ্ধে ২-১ এগিয়ে গেল সার্বিয়া

প্রথমার্ধের শেষদিকে পরপর ২ গোল, ক্যামেরুনের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে গেল সার্বিয়া।

04:17 PM (IST) Nov 28

ক্যামেরুনের বিরুদ্ধে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল শোধ সার্বিয়ার, ম্যাচ এখন ১-১

ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল শোধ করে দিল সার্বিয়া। এখন ম্যাচ ১-১।


More Trending News