রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ ফুটবল। প্রথম দিন ইকুয়েডরের কাছে ২ গোলে হেরে গিয়েছে আয়োজক দেশ কাতার। সোমবার মাঠে নামছে ৬টি দল। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে শুরু হবে ইংল্যান্ড-ইরান ম্যাচ। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে। এরপর ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্র-ওয়েলশ ম্যাচ। সোমবারের ৩ ম্যাচই অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে ইংল্যান্ড-ইরান এবং নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচের দিকে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকবে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের আর্মব্যান্ডে সমকামী ও রূপান্তরকামীদের পাশে থাকার বার্তা দেওয়া হবে কি না, সেদিকে সবারই নজর থাকবে। ইংল্যান্ডের অধিনায়ক যদি সত্যিই এই আর্মব্যান্ড পরেন, তাহলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে বলে জানা গিয়েছে। সেই কারণে সতর্ক ইংল্যান্ড শিবির।
02:34 AM (IST) Nov 22
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ ড্র করল ওয়েলশ। মার্কিন যুক্তরাষ্ট্রের গোলদাতা টিমোথি উইয়া। পেনাল্টি থেকে গোল শোধ করেন গ্যারেথ বেল।
02:14 AM (IST) Nov 22
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে ওয়েলশকে সমতায় ফেরালেন গ্যারেথ বেল। একন ম্যাচ ১-১।
02:11 AM (IST) Nov 22
আমেরিকার বিরুদ্ধে ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি পেল ওয়েলশ। সমতা ফেরানোর লক্ষ্যে পেনাল্টি মারতে যাচ্ছেন গ্যারেথ বেল।
01:37 AM (IST) Nov 22
ওয়েলশের বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।
01:25 AM (IST) Nov 22
শুরু থেকেই ওয়েলশের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র।
01:09 AM (IST) Nov 22
ওয়েলশের বিরুদ্ধে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে দিলেন টিমোথি উইয়া। ১-০ এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র।
12:50 AM (IST) Nov 22
ওয়েলশের বিরুদ্ধে শুরু থেকেই পা চালিয়ে খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। শুরুতেই রেফারিকে একাধিকবার হলুদ কার্ড দেখাতে হয়েছে। এখনও এই ম্যাচে গোল হয়নি।
12:32 AM (IST) Nov 22
দীর্ঘদিন পর বিশ্বকাপের মূলপর্বে খেলছে ওয়েলশ। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছেন গ্যারেথ বেলরা।
12:03 AM (IST) Nov 22
বিশ্বকাপের মূলপর্বে দীর্ঘদিন পর খেলছে ওয়েলশ। প্রথম ম্যাচে গ্যারেথ বেলদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র।
11:50 PM (IST) Nov 21
প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়ে দিয়ে ইকুয়েডরের সঙ্গে যুগ্মভাবে গ্রুপ এ-র শীর্ষে নেদারল্যান্ডস। দুই দলই প্রথম ম্যাচ ২-০ গোলে জিতেছে।
11:31 PM (IST) Nov 21
কোডি গাকপো ও ডেভি ক্লাসেনের গোলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডস।
11:16 PM (IST) Nov 21
সেনেগালের বিরুদ্ধে ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোল করল নেদারল্যান্ডস। গোল করলেন কোডি গাকপো।
10:58 PM (IST) Nov 21
নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়েও গোল হল না। দু'দলই অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে যাচ্ছে।
10:40 PM (IST) Nov 21
নেদারল্যান্ডস ও সেনেগাল এখনও পর্যন্ত গোল করতে পারল না। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে।
10:22 PM (IST) Nov 21
নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারল না। গোলশূন্যভাবে শেষ হল খেলা। সাদিও মানের অভাব অনুভব করছে সেনেগাল।
10:16 PM (IST) Nov 21
প্রথমার্ধের খেলা শেষ হতে চলল, নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচে এখনও হয়নি গোল। লড়াই করছেন সেনেগাল।
09:50 PM (IST) Nov 21
দলের সেরা ফুটবলার সাদিও মানে না থাকলেও, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে অসাধারণ লড়াই চালাচ্ছে সেনেগাল। এখনও কোনও দলই গোল করতে পারেনি।
09:32 PM (IST) Nov 21
সোমবার কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি নেদারল্যান্ডস। শুরু হয়ে গেল খেলা।
09:00 PM (IST) Nov 21
ইরানের বিরুদ্ধে ৬-২ গোলে জয়ই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে জয়। অন্যদিকে, এটাই বিশ্বকাপে ইরানের সবচেয়ে বড় ব্যবধানে হার।
08:42 PM (IST) Nov 21
পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ব্যবধান ৬-২ করল ইরান।
08:31 PM (IST) Nov 21
ইরানের বিরুদ্ধে ম্যাচের ৯০ মিনিটে ষষ্ঠ গোল করলেন জ্যাক গ্রিলিশ। ৬-১ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।
08:13 PM (IST) Nov 21
ইরানের বিরুদ্ধে ম্যাচের ৭১ মিনিটে ইংল্যান্ডের হয়ে পঞ্চম গোল করলেন মার্কাস র্যাশফোর্ড। ৫-১ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।
08:06 PM (IST) Nov 21
৪-০ গোলে পিছিয়ে পড়ার পর ৬১ মিনিটে ইরানের হয়ে গোল করে ব্যবধান কমালেন মেহদি তারেমি। এখন ৪-১ গোলে এগিয়ে ইংল্যান্ড।
08:03 PM (IST) Nov 21
ইরানের বিরুদ্ধে ম্যাচের ৬১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করলেন বুকায়ো সাকা। ৪-০ এগিয়ে গেল ইংল্যান্ড।
07:31 PM (IST) Nov 21
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে ইংল্যান্ড। গোল করেছেন জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা ও রাহিম স্টার্লিং।
07:19 PM (IST) Nov 21
ইরানের গোলকিপার চোট পাওয়ার পর তাঁর চিকিৎসার জন্য অনেকটা সময় নষ্ট হয়। তাই ইংল্যান্ড-ইরান ম্যাচের প্রথমার্ধে ১৪ মিনিট ইনজুরি টাইম দিলেন রেফারি।
07:17 PM (IST) Nov 21
ইরানের বিরুদ্ধে ম্যাচের ৪৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোল করলেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে গেল ইংল্যান্ড।
07:15 PM (IST) Nov 21
ইরানের বিরুদ্ধে ম্যাচের ৪৩ মিনিটে বাঁ পায়ের অসাধারণ ভলিতে গোল করে ইংল্যান্ডকে ২-০ এগিয়ে দিলেন বুকায়ো সাকা। এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের আশায় ইংল্যান্ড।
07:07 PM (IST) Nov 21
৩৫ মিনিটে হেডে গোল করে ইরানের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডকে ১-০ এগিয়ে দিলেন জুড বেলিংহ্যাম। এটাই দেশের হয়ে তাঁর প্রথম গোল।
06:50 PM (IST) Nov 21
একটি বল ধরতে গিয়ে সতীর্থের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ১৯ মিনিটেই মাঠ ছাড়লেন ইরানের গোলকিপার। এই ম্যাচে এখনও পর্যন্ত কোনও গোল হয়নি।
06:32 PM (IST) Nov 21
আর্মব্যান্ড নিয়ে বিতর্ক তৈরি না হলেও, পূর্ব ঘোষণামতোই বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে ম্যাচের আগে মাঠে হাঁটু গেড়ে বসে বর্ণবিদ্বেষ ও জাতিবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দিলেন ইংল্যান্ডের ফুটবলাররা।
06:26 PM (IST) Nov 21
কাতারের আইনের বিরোধিতা করে 'ওয়ান লাভ' আর্মব্যান্ড পরা নিয়ে অনেক আলোচনা চলছিল। তবে ইরানের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট জানালেন, অধিনায়ক হ্যারি কেন ফিফার দেওয়া আর্মব্যান্ডই পরবেন।
05:47 PM (IST) Nov 21
ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ইরান ম্যাচ। দুই দলই খেলার জন্য শেষমুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।
05:26 PM (IST) Nov 21
বিস্ফোরক সাক্ষাৎকারে প্রাক্তন সতীর্থ ওয়েন রুনিকেও আক্রমণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাল্টা রুনি বললেন, রোনাল্ডোর বয়স হয়ে গিয়েছে। তিনি এটা মেনে নিতে পারছেন না। তাঁকে দল থেকে বাদ দেওয়া ঠিক সিদ্ধান্ত।
04:57 PM (IST) Nov 21
ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেল ৫০০ মিলিয়ন। বিরাট কোহলির চেয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার বিচারে প্রায় দ্বিগুণ এগিয়ে রোনাল্ডো।
04:28 PM (IST) Nov 21
সংবাদমাধ্যমে ক্লাব-বিরোধী মন্তব্য করার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্য়বস্থা নিচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোনাল্ডোকে ক্লাব ছাড়তেও বলা হচ্ছে।
03:53 PM (IST) Nov 21
বিশ্বকাপে আজ ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে। নেদারল্যান্ডস বনাম সেনেগাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে। ওয়েলশ বনাম আমেরিকা ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে।