কাতার বিশ্বকাপের চতুর্থ দিন বুধবার চারটি ম্যাচ। প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স ক্রোয়েশিয়া। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে জার্মানি। এরপর স্পেন-কোস্টারিকা লড়াই। ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে কানাডার মুখোমুখি হবে বেলজিয়াম। এদিনের চারটি ম্যাচই অত্যন্ত আকর্ষণীয়। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার আর্জেন্টিনাকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে সৌদি আরব। বুধবারও তেমন কোনও অভাবনীয় ফল হতে পারে। এশিয়ার অন্যতম শক্তিধর দল জাপান এদিন জার্মানিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিতে পারে। কানাডাও লড়াই করতে তৈরি। কোস্টারিকাও লড়াকু দল। ফলে বড় দলগুলির পক্ষে সহজে জয় পাওয়া সম্ভব না-ও হতে পারে।
02:27 AM (IST) Nov 24
আলফন্সো ডেভিসের পেনাল্টি নষ্টের বড় মূল্য দিতে হল কানাডাকে। ১-০ গোলে ম্যাচ জিতে নিল গত বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়া বেলজিয়াম।
02:08 AM (IST) Nov 24
কানাডার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধেও ১-০ গোলে এগিয়ে বেলজিয়াম। গোল শোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কানাডা।
01:36 AM (IST) Nov 24
কানাডার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়েছিল বেলজিয়াম। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। ব্যবধান বাড়ানোই লক্ষ্য বেলজিয়ামের। সমতা ফেরাতে মরিয়া কানাডা।
01:22 AM (IST) Nov 24
কানাডার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের খেলার শেষে ১-০ গোলে এগিয়ে বেলজিয়াম। পেনাল্টি নষ্ট করেছেন কানাডার আলফন্সো ডেভিস।
01:16 AM (IST) Nov 24
কানাডার বিরুদ্ধে ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোল করলেন মিশি বাতশুয়াই। ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
12:41 AM (IST) Nov 24
বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কানাডার অন্যতম সেরা ফুটবলার আলফন্সো ডেভিস। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল কানাডা।
12:30 AM (IST) Nov 24
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল কানাডা। তারপর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলছে কানাডা। কাতারে প্রথম ম্যাচে আলফন্সো ডেভিসদের প্রতিপক্ষ বেলজিয়াম।
12:30 AM (IST) Nov 24
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল কানাডা। তারপর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলছে কানাডা। কাতারে প্রথম ম্যাচে আলফন্সো ডেভিসদের প্রতিপক্ষ বেলজিয়াম।
12:30 AM (IST) Nov 24
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল কানাডা। তারপর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলছে কানাডা। কাতারে প্রথম ম্যাচে আলফন্সো ডেভিসদের প্রতিপক্ষ বেলজিয়াম।
12:30 AM (IST) Nov 24
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল কানাডা। তারপর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলছে কানাডা। কাতারে প্রথম ম্যাচে আলফন্সো ডেভিসদের প্রতিপক্ষ বেলজিয়াম।
12:30 AM (IST) Nov 24
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল কানাডা। তারপর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলছে কানাডা। কাতারে প্রথম ম্যাচে আলফন্সো ডেভিসদের প্রতিপক্ষ বেলজিয়াম।
12:30 AM (IST) Nov 24
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল কানাডা। তারপর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলছে কানাডা। কাতারে প্রথম ম্যাচে আলফন্সো ডেভিসদের প্রতিপক্ষ বেলজিয়াম।
12:07 AM (IST) Nov 24
আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে কানাডা-বেলজিয়াম ম্যাচ। এবারের বিশ্বকাপে এটাই এই দুই দলের প্রথম ম্যাচ।
11:33 PM (IST) Nov 23
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিল স্পেন। অসাধারণ ফুটবল স্পেনের।
11:24 PM (IST) Nov 23
কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ গোলে এগিয়ে গেল স্পেন। সপ্তম গোল আলভারো মোরাতার।
11:22 PM (IST) Nov 23
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয় পেতে চলেছে স্পেন। কোস্টারিকার বিরুদ্ধে ৬-০ গোলে এগিয়ে স্পেন। ষষ্ঠ গোল কার্লোস সোলারের।
11:06 PM (IST) Nov 23
কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের ৭৫ মিনিটে পঞ্চম গোল করলেন গাভি। ৫-০ গোলে এগিয়ে গেল স্পেন।
10:46 PM (IST) Nov 23
কোস্টারিকার বিরুদ্ধে ৪-০ গোলে এগিয়ে গেল স্পেন। জোড়া গোল ফেরান তোরেসের।
10:40 PM (IST) Nov 23
কোস্টারিকার বিরুদ্ধে স্পেনের ম্যাচের দ্বিতীয়ার্ধ চলছে। এখনও প্রথমার্ধে করা ৩ গোলেই এগিয়ে আছে স্পেন।
10:24 PM (IST) Nov 23
কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে স্পেন। গোল করেছেন দানি ওলমো, মার্কো আসেনসিও এবং ফেরান তোরেস।
10:03 PM (IST) Nov 23
কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করলেন ফেরান তোরেস। ৩-০ এগিয়ে গেল স্পেন।
09:53 PM (IST) Nov 23
২১ মিনিটে মার্কো আসেনসিওর গোলে কোস্টারিকার বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল স্পেন। অসাধারণ ফুটবল খেলছে স্পেন।
09:43 PM (IST) Nov 23
কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের ১১ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে গেল স্পেন। ম্যাচের ফল ১-০।
09:15 PM (IST) Nov 23
ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে স্পেন-কোস্টারিকা ম্যাচ। জাপানের পর কোস্টারিকা চমক দেখাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।
08:56 PM (IST) Nov 23
মঙ্গলবার সৌদি আরব হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। বুধবার জার্মানিকে হারিয়ে দিল জাপান। কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্বকে চমকে দিচ্ছে এশিয়ার দলগুলি।
08:30 PM (IST) Nov 23
জার্মানির বিরুদ্ধে প্রথমার্ধে পেনাল্টি গোলে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ২-১ গোলে ম্যাচ জিতে নিল জাপান।
08:16 PM (IST) Nov 23
জার্মানির বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে ২ গোল করে এগিয়ে গেল জাপান। জাপানের হয়ে দ্বিতীয় গোল করলেন তাকুমা আসানো।
08:08 PM (IST) Nov 23
জার্মানির বিরুদ্ধে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেন জাপানের পরিবর্ত ফুটবলার রিৎসু দোয়ান। তিনি মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল পেলেন।
07:52 PM (IST) Nov 23
জাপান-জার্মানি ম্যাচে ৬০ মিনিট পেরিয়ে গেল। এখনও ১-০ গোলে এগিয়ে জার্মানি। সমতা ফেরানোর লক্ষ্যে লড়াই চালাচ্ছে জাপান।
07:36 PM (IST) Nov 23
জাপান-জার্মানি ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল। ১-০ গোলে এগিয়ে আছে জার্মানি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর লক্ষ্যে জাপান।
07:22 PM (IST) Nov 23
জাপানের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে জার্মানি। পিছিয়ে পড়েও লড়াই চালাচ্ছে জাপান।
07:05 PM (IST) Nov 23
জাপানের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দিলেন ইলকে গুন্ডোগান। ১-০ এগিয়ে গেল জার্মানি।
07:02 PM (IST) Nov 23
জাপানের বিরুদ্ধে ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি পেল জার্মানি। জাপানের গোলকিপার ভুল করায় পেনাল্টি পেল জার্মানি।
06:58 PM (IST) Nov 23
ধারে-ভারে পিছিয়ে থাকলেও, জার্মানির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে জাপান। এই ম্যাচে এখনও কোনও দলই গোল করতে পারেনি।
06:39 PM (IST) Nov 23
জার্মানির বিরুদ্ধে ম্যাচের শুরুতেই অফসাইডের জন্য বাতিল হয়ে গেল জাপানের গোল। জার্মানির বিরুদ্ধে লড়াই করছে জাপান।
06:07 PM (IST) Nov 23
বুুন্দেশলিগায় খেলেন জাপানের ফুটবলার দাইচি কামাদা। বুধবার বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ম্যাচে তিনিই জাপানের সবচেয়ে বড় ভরসা।
05:42 PM (IST) Nov 23
ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টা থেকে শুরু হচ্ছে জাপান-জার্মানি ম্যাচ। জার্মানির বিরুদ্ধে লড়াই করতে তৈরি জাপান।
05:27 PM (IST) Nov 23
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেল ক্রোয়েশিয়া। অসাধারণ লড়াই করলেন মরক্কোর গোলকিপার ও ডিফেন্ডাররা। তার ফলেই গোল পেল না ক্রোয়েশিয়া।
04:59 PM (IST) Nov 23
কাতার বিশ্বকাপের চতুর্থ দিন ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের ৭০ মিনিট কেটে গেলেও, এখনও কোনও দল গোল করতে পারল না। অসাধারণ লড়াই চালাচ্ছেন মরক্কোর গোলকিপার ও ডিফেন্ডাররা।
04:36 PM (IST) Nov 23
ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচে প্রথমার্ধে কোনও গোল হয়নি। শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। গোলের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন লুকা মডরিচরা।