শনিবার এবারের বিশ্বকাপে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর এখন খাদের কিনারায় লিওনেল মেসিরা। নক-আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে শনিবার রাতে মেক্সিকোকে হারাতেই হবে। এই ম্যাচ জিততে না পারলে ২০০২-এর মতোই বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হতে পারে আর্জেন্টিনাকে। সেই কারণে এই ম্যাচের আগে সতর্ক লিওনেল স্কালোনির দল। মেক্সিকো প্রথম ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করেছে। গিলেরমো ওচোয়ারা আর্জেন্টিনাকে সহজে জিততে দেবেন না। তাঁরাও লড়াই করতে তৈরি। অন্যদিকে, প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে সৌদি আরব। এই ম্যাচ জিততে পারলেই নক-আউটে পৌঁছে যাবে এশিয়ার দলটি। দিনের প্রথম ম্যাচ টিউনিশিয়ার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
03:32 AM (IST) Nov 27
মেক্সিকোর বিরুদ্ধে কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০- গোলে জয় পেল আর্জেন্টিনা। গোল করলেন লিওনেল মেসি ও এনজো ফার্নান্ডেজ। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নক-আউটের দৌড়ে টিকে থাকল আর্জেন্টিনা।
02:19 AM (IST) Nov 27
মেক্সিকোর বিরুদ্ধে ২-০- গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয় গোল করলেন এনজো ফ্রার্নান্ডেজ।
01:55 AM (IST) Nov 27
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোল করলেন লিওনেল মেসি। ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা।
01:38 AM (IST) Nov 27
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। এখনও গোলশূন্য ম্যাচ।
01:22 AM (IST) Nov 27
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের প্রথমার্ধ শেষ হল গোলশূন্যভাবে। খেলা এখনও খুব একটা উচ্চতায় পৌঁছয়নি।
01:12 AM (IST) Nov 27
মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষ হতে চলেছে। এখনও এই ম্যাচে গোল হল না।
12:56 AM (IST) Nov 27
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের ২৬ মিনিট পেরিয়ে গেল। এখনও গোল করতে পারেনি কোনও দল।
12:31 AM (IST) Nov 27
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল পেতে চাইছে আর্জেন্টিনা। দ্রুত গোল করে ফেলতে পারলে দলের উপর থেকে চাপ অনেক কমে যাবে।
12:25 AM (IST) Nov 27
মরণ-বাঁচন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে।
12:00 AM (IST) Nov 27
স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবলাররা। তাঁরা ওয়ার্ম-আপ করছেন। কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা।
11:42 PM (IST) Nov 26
প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
11:28 PM (IST) Nov 26
কিলিয়ান এমবাপের জোড়া গোলে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নক-আউটে যাওয়া নিশ্চিত করে ফেলল ফ্রান্স।
10:59 PM (IST) Nov 26
ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ৬৮ মিনিটে অসাধারণ হেডে গোল করে সমতা ফেরালেন আন্দ্রিয়াস ক্রিশ্চেনসেন। ম্যাচ এখন ১-১।
10:50 PM (IST) Nov 26
ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের ৬১ মিনিটে প্রথম গোল করলেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ১-০ এগিয়ে গেল ফ্রান্স।
10:46 PM (IST) Nov 26
ফ্রান্স-ডেনমার্ক ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনও কোনও দল গোল করতে পারেনি।
10:19 PM (IST) Nov 26
ফ্রান্স-ডেনমার্ক ম্যাচের প্রথমার্ধ শেষ। এখনও গোল করতে পারল না কোনও দল।
10:02 PM (IST) Nov 26
ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের ৩০ মিনিট পেরিয়ে গেলেও গোল করতে পারল না ফ্রান্স। এখনও গোলশূন্য ম্যাচ।
09:35 PM (IST) Nov 26
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হয়েছে ফ্রান্স। শুরু হয়ে গিয়েছে ম্যাচ।
09:16 PM (IST) Nov 26
আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ। দুই দলের ফুটবলাররাই শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
08:53 PM (IST) Nov 26
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে শুরু খেলা।
08:35 PM (IST) Nov 26
রবার্ট লেওয়ানডস্কি ও পিওতোর জিলিনস্কির গোলে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে দিল পোল্যান্ড। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হেরে গেল সৌদি আরব।
08:20 PM (IST) Nov 26
সৌদি আরবের বিরুদ্ধে পোল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি। ২-০ গোলে এগিয়ে গেল পোল্যান্ড।
07:57 PM (IST) Nov 26
পোল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে গেলেও, কিছুতেই সমতা ফেরাতে পারছে না সৌদি আরব। এখনও পোল্যান্ড ১-০ গোলে এগিয়ে।
07:41 PM (IST) Nov 26
পোল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ০-১ গোলে পিছিয়েছিল সৌদি আরব। শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। সমতা ফেরানোর চেষ্টা করছেন সৌদি ফুটবলাররা।
07:19 PM (IST) Nov 26
পোল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি নষ্ট করল সৌদি আরব। ১-০ গোলে জিতছে পোল্যান্ড। ৩৯ মিনিটে গোল করেছেন পিওতোর জিলিনস্কি।
07:01 PM (IST) Nov 26
সৌদি আরব-পোল্যান্ড ম্যাচে ৩০ মিনিট পেরিয়ে গেল। এখনও গোল করতে পারেনি কোনও দল। গোলের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যাচ্ছেন সৌদি ফুটবলাররা।
06:33 PM (IST) Nov 26
সৌদি আরব-পোল্যান্ড ম্যাচের প্রথমার্ধ চলছে। শুরুতেই গোলের লক্ষ্যে সৌদি ফুটবলারার।
06:09 PM (IST) Nov 26
ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে শুরু সৌদি আরব-পোল্যান্ড ম্যাচ।
05:49 PM (IST) Nov 26
প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে সৌদি আরব। এই ম্যাচ জিতলেই নক-আউটের যোগ্যতা অর্জন করবে সৌদি আরব।
05:30 PM (IST) Nov 26
টিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নক-আউটের যোগ্যতা অর্জন করার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। ২ ম্যাচে সকারুজদের পয়েন্ট ৩।
05:22 PM (IST) Nov 26
টিউনিশিয়ার বিরুদ্ধে এখনও ১-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া। চলছে ইনজুরি টাইমের খেলা।
04:54 PM (IST) Nov 26
প্রথমার্ধে করা মিচেল ডিউকের একমাত্র গোলে টিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। ৬৩ মিনিট পেরিয়ে গিয়েছে ম্যাচ।
04:37 PM (IST) Nov 26
প্রথমার্ধের শেষে টিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া। শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
04:22 PM (IST) Nov 26
টিউনিশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া। একমাত্র গোল করেছেন মিচেল ডিউক।
04:11 PM (IST) Nov 26
মিচেল ডিউকের করা একমাত্র গোলে টিউনিশিয়ার বিরুদ্ধে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ম্যাচের ৪১ মিনিট পেরিয়ে গিয়েছে।
03:56 PM (IST) Nov 26
অসাধারণ হেডে গোল করে টিউনিশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে ১-০ এগিয়ে দিলেন মিচেল ডিউক। ম্যাচের ২৩ মিনিটে গোল করেন তিনি।
03:43 PM (IST) Nov 26
কাতার বিশ্বকাপের সপ্তম দিনের প্রথম ম্যাচে টিউনিশিয়ার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। চলছে প্রথমার্ধের খেলা। এখনও গোল করতে পারেনি কোনও দল।
03:27 PM (IST) Nov 26
শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে আর্জেন্টিনা-মেক্সিকো লড়াই। এই ম্যাচ জিততেই হবে লিওনেল মেসিদের।