Asianet News | Published : Dec 4, 2022 11:20 AM IST / Updated: Dec 05 2022, 02:24 AM IST

FIFA WC 2022 Live Updates: ৩-০ গোলে জয়, বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড

সংক্ষিপ্ত

কাতার বিশ্বকাপে রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপের শেষ ম্যাচে টিউনিশিয়ার কাছে হেরে যায় ফ্রান্স। অন্যদিকে, গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে যায় পোল্যান্ড। তবে নক-আউটে অন্য লড়াই। এদিন যে দল ভাল খেলবে তারাই জয় পাবে। এদিন অন্য ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্বকাপে এই প্রথম সেনেগালের মুখোমুখি হবে ইংল্যান্ড। জয় ছাড়া অন্য কিছু ভাবছে না গ্যারেথ সাউথগেটের দল। ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে। অন্যদিকে, ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে।

02:24 AM (IST) Dec 05

সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড, কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স।

02:09 AM (IST) Dec 05

পেরিয়ে গেল ৮০ মিনিট, সেনেগালের বিরুদ্ধে এখনও ৩-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

সেনেগালের বিরুদ্ধে এখনও ৩-০ গোলে এগিয়ে ইংল্যান্ড। চলছে শেষদিকের খেলা।

01:47 AM (IST) Dec 05

৫৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোল করলেন বুকায়ো সাকা, ৩-০ এগিয়ে ইংল্যান্ড

সেনেগালের বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। তৃতীয় গোল করলেন বুকায়ো সাকা।

01:33 AM (IST) Dec 05

বিশ্বকাপ, ইউরো কাপের বড় প্রতিযোগিতাগুলিতে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার হ্যারি কেন

সেনেগালের বিরুদ্ধে গোল করে অসাধারণ নজির গড়লেন হ্যারি কেন। তিনিই বিশ্বকাপ, ইউরো কাপের মতো বড় প্রতিযোগিতাগুলিতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন।

01:19 AM (IST) Dec 05

প্রথমার্ধের শেষদিকে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল হ্যারি কেনের, ২-০ এগিয়ে ইংল্যান্ড

প্রথমার্ধের শেষমুহূর্তে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল করলেন হ্যারি কেন। ২-০ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।

01:11 AM (IST) Dec 05

জর্ডান হেন্ডারসনের গোলে সেনেগালের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড

৩৯ মিনিটে গেল জর্ডান হেন্ডারসনের। সেনেগালের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড।

01:00 AM (IST) Dec 05

শুরু হয়ে গেল ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ, চলছে প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা

চলছে ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ। এখনও গোল করতে পারেনি কোনও দল।

12:24 AM (IST) Dec 05

মাঠে নেমে পড়েছেন ইংল্যান্ড ও সেনেগালের ফুটবলাররা, শুরু হতে চলেছে ম্যাচ

কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ।

11:47 PM (IST) Dec 04

কিছুক্ষণ পরেই শুরু ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ, শেষমুহূর্তের প্রস্তুতিতে ২ দল

প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালের মুখোমুখি ইংল্যান্ড। ম্যাচ শুরু ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে।

11:30 PM (IST) Dec 04

পেলের জন্য সবাই প্রার্থনা করুন, আর্জি জানালেন ব্রাজিলের সহকারী কোচ

পেলের জন্য সারা বিশ্বের মানুষকে প্রার্থনা করার আর্জি জানালেন ব্রাজিলের সহকারী কোচ সিজার স্যাম্পাইও।

11:10 PM (IST) Dec 04

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে পারে ইংল্যান্ড

সেনেগালকে হারাতে পারলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে পারে ইংল্যান্ড।

10:31 PM (IST) Dec 04

পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স

পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিল ফ্রান্স। জোড়া গোল কিলিয়ান এমবাপের। ১ গোল অলিভিয়ের জিরুর। পোল্যান্ডের হয়ে ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রবার্ট লেওয়ানডস্কি। প্রথমে তিনি গোল করতে ব্যর্থ হন, কিন্ত তারপর রেফারি ফের পেনাল্টি মারার নির্দেশ দেন। এবার আর গোল করতে ভুল করেননি লেওয়ানডস্কি।

10:22 PM (IST) Dec 04

এমবাপের দ্বিতীয় গোল, পোল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। ৩-০ গোলে এগিয়ে ফ্রান্স।

10:04 PM (IST) Dec 04

৭৪ মিনিটে দ্বিতীয় গোল কিলিয়ান এমবাপের, পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ফ্রান্স

প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করলেন কিলিয়ান এমবাপে। ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স।

09:33 PM (IST) Dec 04

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন জিরু, তিনি টপকে গেলেন থিয়েরি অঁরিকে

ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ৫২ গোল হয়ে গেল অলিভিয়ের জিরুর। তিনিই এখন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। থিয়ের অঁরিকে ছাপিয়ে গেলেন জিরু।

09:17 PM (IST) Dec 04

৪৪ মিনিটে প্রথম গোল অলিভিয়ের জিরুর, পোল্যান্ডের বিরুদ্ধে ১-০ এগিয়ে ফ্রান্স

অলিভিয়ের জিরুর গোলে পোল্যান্ডের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ফ্রান্স। শেষ প্রথমার্ধের খেলা।

08:54 PM (IST) Dec 04

চলছে ফ্রান্স-পোল্যান্ড ম্যাচের প্রথমার্ধ, এখনও গোল করতে পারেনি কোনও দল

ফ্রান্স-পোল্যান্ড ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। এখনও গোলশূন্য ম্যাচ।

08:33 PM (IST) Dec 04

বিশ্বকাপের নক-আউটে ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ শুরু হয়ে গেল, চলছে প্রথমার্ধ

প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ শুরু হয়ে গেল। চলছে প্রথমার্ধের খেলা।

08:15 PM (IST) Dec 04

কিছুক্ষণের অপেক্ষা, শুরু হতে চলেছে বিশ্বকাপের নক-আউটে ফ্রান্স-পোল্য়ান্ড ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু হতে চলেছে ফ্রান্স-পোল্য়ান্ড ম্যাচ।

07:47 PM (IST) Dec 04

পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের প্রথম একাদশে ফিরলেন এমবাপে, গ্রিজম্যান

নক-আুট ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে সেরা প্রথম একাদশই নামাচ্ছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। প্রথম একাদশে ফেরানো হল কিলিয়ান এমবাপে, আঁতোয়া গ্রিজম্যানকে।

07:21 PM (IST) Dec 04

সেনেগালের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম একাদশে থাকতে পারেন বুকায়ো সাকা

প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডের প্রথম একাদশে দেখা যেতে পারে বুুকায়ো সাকাকে।

06:43 PM (IST) Dec 04

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ

নক-আউটে সেনেগালের মুখোমুখি ইংল্যান্ড। ম্যাচ শুরু ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে।

06:17 PM (IST) Dec 04

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ

প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু ম্যাচ।

05:51 PM (IST) Dec 04

সেনেগালের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি, জানালেন ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার

সেনেগালের বিরুদ্ধে ভাল খেলতে তৈরি ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার। তিনি সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

05:21 PM (IST) Dec 04

চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে পারেন

সোমবার নক-আউটের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশে থাকতে পারেন নেইমার।

04:53 PM (IST) Dec 04

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-পোল্যান্ড, ইংল্যান্ড-সেনেগাল লড়াই

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ। এরপর ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ।


More Trending News