Asianet News | Published : Dec 1, 2022 11:15 AM IST / Updated: Dec 02 2022, 02:30 AM IST

FIFA WC 2022 Live Updates: ছিটকে গেল জার্মানি, নক-আউটে জাপান, স্পেন

সংক্ষিপ্ত

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ ই-তে সবার শেষে টমাস মুলাররা। বৃহস্পতিবার রাতে কোস্টারিকার বিরুদ্ধে জয় না পেলে বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় নিতে হবে জার্মানিকে। ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। এবারও সেটা হলে জার্মানির ফুটবলের পক্ষে লজ্জার ব্যাপার হবে। গ্রুপ ই-র অন্য ম্যাচে জাপানের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচ ড্র করলেই নক-আউট পৌঁছে যাবে স্পেন। তবে কোস্টারিকা যদি জার্মানিকে হারিয়ে দেয় এবং স্পেন-জাপান ম্যাচ ড্র হয়, তাহলে গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে যাবে কোস্টারিকা। তাই শেষ ম্যাচে জয়ই চাইছে স্পেন। গ্রুপ এফ-এর শেষ ম্যাচে বেলজিয়াম-ক্রোয়েশিয়া এবং কানাডা-মরক্কো লড়াই। কানাডাকে হারালেই নক-আউটে পৌঁছে যাবে মরক্কো। সেক্ষেত্রে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মধ্যে যে কোনও একটি দল ছিটকে যাবে।

02:30 AM (IST) Dec 02

কোস্টারিকাকে ৪-২ গোলে হারিয়েও গ্রুপ থেকেই বিদায় নিল জার্মানি, নক-আউটে জাপান, স্পেন

গ্রুপ ই-র শীর্ষে থেকে নক-আউটে পৌঁছে গেল জাপান। গ্রুপের শেষ ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। এই ম্যাচ হেরেও গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে থাকায় নক-আউটে জায়গা করে নিল স্পেন। কোস্টারিকার বিরুদ্ধে ৪-২ গোলে জয় পেলেও, বিদায় নিল জার্মানি।

02:19 AM (IST) Dec 02

ম্যাচের শেষদিকে গোল নিকলাস ফুলক্রুগের, কোস্টারিকার বিরুদ্ধে ৪-২ গোলে এগিয়ে জার্মানি

কোস্টারিকার বিরুদ্ধে ৪-২ গোলে এগিয়ে গেল জার্মানি। চতুর্থ গোল নিকলাস ফুলক্রুগের।

02:12 AM (IST) Dec 02

৮৫ মিনিটে ফের গোল কাই হাভের্তজের, কোস্টারিকার বিরুদ্ধে ৩-২ এগিয়ে জার্মানি

কোস্টারিকার বিরুদ্ধে ৩-২ গোলে এগিয়ে গেল জার্মানি। তবে তাতেও হয়তো গ্রুপ থেকেই বিদায় নিতে হবে জার্মানিকে।

02:00 AM (IST) Dec 02

জার্মানি-কোস্টারিকা ম্যাচে টানটান লড়াই, দ্বিতীয়ার্ধে পরপর গোল, এখন ফল ২-২

কোস্টারিকার বিরুদ্ধে পিছিয়ে পড়েও সমতা ফেরাল জার্মানি। ৭০ মিনিটে গোল করে কোস্টারিকাকে এগিয়ে দেন হুয়ান পাবলো ভার্গাস। ৭৩ মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোল করে সমতা ফেরালন কাই হাভের্তজ।

01:46 AM (IST) Dec 02

জার্মানির বিরুদ্ধে সমতা ফেরাল কোস্টারিকা, ৫৮ মিনিটে গোল ইয়েলৎসিন তেজেদার

জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থেকে সমতা ফেরাল কোস্টারিকা। ৫৮ মিনিটে গোল করলেন ইয়েলৎসিন তেজেদা।

01:42 AM (IST) Dec 02

৫১ মিনিটে গোল আও তানাকার, স্পেনের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে গেল জাপান

স্পেনের বিরুদ্ধে পিছিয়ে থেকে ২-১ গোলে এগিয়ে গেল জাপান। ৫১ মিনিটে দ্বিতীয় গোল আও তানাকার।

01:39 AM (IST) Dec 02

৪৮ মিনিটে রিৎসু দোয়ানের গোলে স্পেনের বিরুদ্ধে সমতা ফেরাল জাপান, ম্যাচ এখন ১-১

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেনের বিরুদ্ধে সমতা ফেরাল জাপান। ৪৮ মিনিটে গোল করেন রিৎসু দোয়ান।

01:19 AM (IST) Dec 02

কোস্টারিকার বিরুদ্ধে ১-০ এগিয়ে জার্মানি, জাপানের বিরুদ্ধে এগিয়ে স্পেন

প্রথমার্ধের শেষে কোস্টারিকার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে জার্মানি। জাপানের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে স্পেন।

01:10 AM (IST) Dec 02

চলছে প্রথমার্ধের খেলা, এখনও ১-০ গোলে এগিয়ে জার্মানি, একই ফল স্পেনেরও

কোস্টারিকার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে জার্মানি। অন্য ম্যাচে জাপানের বিরুদ্ধে ১-০ এগিয়ে স্পেন।

12:45 AM (IST) Dec 02

জাপানের বিরুদ্ধে ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল, ১-০ এগিয়ে গেল স্পেন

জাপানের বিরুদ্ধে ম্যাচের ১১ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে গেল স্পেন। ম্যাচের ফল আপাতত ১-০।

12:43 AM (IST) Dec 02

কোস্টারিকার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল জার্মানি, ১০ মিনিটে প্রথম গোল গানবারির

কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটে সার্জ গানবারির গোলে ১-০ এগিয়ে গেল জার্মানি।

12:35 AM (IST) Dec 02

চলছে জাপান-স্পেন, জার্মানি-কোস্টারিকা ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল

গ্রুপ ই-র শেষ ২ ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। এখনও গোল করতে পরেনি কোনও দল।

12:11 AM (IST) Dec 02

কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে জার্মানি-কোস্টারিকা, জাপান-স্পেন ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে গ্রুপ ই-র শেষ ম্যাচ। নক-আউটে যাওয়ার লড়াইয়ে স্পেন-জার্মানি-জাপান-কোস্টারিকা।

11:37 PM (IST) Dec 01

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে গ্রুপ ই-র শেষ ২ ম্যাচ

গ্রুপ ই-র শেষ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি এবং স্পেনের মুখোমুখি হবে জাপান।

11:07 PM (IST) Dec 01

কাতার বিশ্বকাপে গ্রুপ এফ-এর ৩ ম্যাচেই হার কানাডার, গ্রুপ থেকেই বিদায় আলফন্সো ডেভিসদের

দীর্ঘদিন পর বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও, গ্রুপের ৩ ম্যাচেই হেরে গেল কানাডা।

10:44 PM (IST) Dec 01

গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থানে থেকে নক-আউটে পৌঁছে গেল গতবারের রানার্স ক্রোয়েশিয়া

গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে নক-আউটে পৌঁছে গেল ক্রোয়েশিয়া।

10:28 PM (IST) Dec 01

গ্রুপ এফ-এর শীর্ষে থেকে বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল মরক্কো, বিদায় বেলজিয়ামের

কাতার বিশ্বকাপের গ্রুপ থেকেই ছিটকে গেল গতবারের তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম। গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ছিটকে গেল বেলজিয়াম। কানাডাকে ২-১ গোলে হারিয়ে এই গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে গেল মরক্কো।

09:53 PM (IST) Dec 01

চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনও ২-১ গোলে এগিয়ে মরক্কো, গোলশূন্য বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচ

কানাডার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে এখনও ২-১ গোলে এগিয়ে মরক্কো। বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচে এখনও গোল হয়নি।

09:23 PM (IST) Dec 01

গ্রুপ এফ-এর শেষ ২ ম্যাচের প্রথমার্ধে শেষ, ২-১ গোলে এগিয়ে মরক্কো, গোলশূন্য বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচ

কানাডার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে মরক্কো। এখনও গোল হয়নি বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচে।

09:13 PM (IST) Dec 01

কানাডার বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে আত্মঘাতী গোল মরক্কোর নায়েফ আগুয়ের্দের

কানাডার বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে আত্মঘাতী গোল করলেন নায়েফ আগুয়ের্দ। ম্যাচের ফল এখন ২-১।

08:55 PM (IST) Dec 01

কানাডার বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গেল মরক্কো, দ্বিতীয় গোল ইউসিফ এন-নেসিরির

কানাডার বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটে মরক্কোর হয়ে দ্বিতীয় গোল করলেন ইউসিফ এন-নেসিরি। ২-০ গোলে এগিয়ে গেল মরক্কো।

08:37 PM (IST) Dec 01

কানাডার বিরুদ্ধে ম্যাচের ৪ মিনিটেই প্রথম গোল করলেন মরক্কোর হাকিম জিয়েচ

কানাডার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে মরক্কো। এই ম্যাচ জিতলেই নক-আউটে পৌঁছে যাবে মরক্কো।

08:11 PM (IST) Dec 01

ওয়ার্ম-আপ করছেন ক্রোয়েশিয়া-বেলজিয়াম, মরক্কো-কানাডার ফুটবলাররা, কিছুক্ষণ পরেই শুরু ম্যাচ

কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ক্রোয়েশিয়া-বেলজিয়াম ও মরক্কো-কানাডা ম্যাচ। চলছে শেষমুহূর্তের প্রস্তুতি।

07:50 PM (IST) Dec 01

অসুস্থতা কাটিয়ে কানাডার বিরুদ্ধে ম্যাচে মরক্কো দলে ফিরছেন গোলকিপার ইয়াসিন বুনু

বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম একাদশে নাম থাকলেও খেলতে পারেননি। তবে এখন সুস্থ হয়ে উঠেছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু। তিনি কানাডার বিরুদ্ধে খেলবেন।

07:25 PM (IST) Dec 01

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে গ্রুপ ই-র শেষ ২ ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে জার্মানি-কোস্টারিকা ও স্পেন-জাপান ম্যাচ।

07:11 PM (IST) Dec 01

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু গ্রুপ এফ-এর শেষ ২ ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে বেলজিয়াম-ক্রোয়েশিয়া ও মরক্কো-কানাডা ম্যাচ।

06:48 PM (IST) Dec 01

জার্মানি দলে একাধিক বদল হচ্ছে, প্রথম একাদশে নাও থাকতে পারেন টমাস মুলার

কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচে জার্মানির প্রথম একাদশে নাও থাকতে পারেন টমাস মুলার। তাঁর বদলে সুযোগ দেওয়া হতে পারে নিকলাস ফুলক্রুগকে।

06:20 PM (IST) Dec 01

জার্মানি-কোস্টারিকা ম্যাচ ড্র হলে নক-আউটে জায়গা করে নিতে পারেন জাপান

গ্রুপের শেষ ম্যাচে স্পেনকে হারাতে না পারলেও, জার্মানি-কোস্টারিকা ম্যাচ যদি ড্র হয়, তাহলে নক-আউটে পৌঁছে যেতে পারে জাপান।

05:46 PM (IST) Dec 01

গ্রুপ এফ-এর শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সামনে বেলজিয়াম, মরক্কোর বিরুদ্ধে খেলবে কানাডা

গ্রুপ এফ থেকে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মধ্যে যে কোনও একটি দল বৃহস্পতিবারই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে। এই গ্রুপ থেকে নক-আউটে পৌঁছে যেতে পারে মরক্কো।

05:24 PM (IST) Dec 01

বৃহস্পতিবার রাতে গ্রুপ ই-র ম্যাচে জাপানের মুখোমুখি স্পেন, জার্মানির সামনে কোস্টারিকা

গ্রুপ ই-র শেষ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে জার্মানি। অন্য় ম্যাচে স্পেনের মুখোমুখি হবে জাপান।

04:59 PM (IST) Dec 01

চোট সারিয়ে ফিট হয়ে ওঠার লক্ষ্যে নেইমার, ড্যানিলো, চলছে ক্রিয়োথেরাপি

নক-আউটের আগেই ফিট হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে ব্রাজিলের তারকা নেইমার ও ড্যানিলো। তাঁদের ক্রিয়োথেরাপি চলছে। প্রচণ্ড ঠান্ডার মাধ্যমে পেশির ফোলা ভাব ও যন্ত্রণা কমানোর চিকিৎসাই হল ক্রিয়োথেরাপি। ব্রাজিল দলের চিকিৎসক এই পদ্ধতিই ব্যবহার করছেন।

04:47 PM (IST) Dec 01

গ্রুপ এফ থেকে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের মধ্যে একটি দল বিদায় নিতে পারে

গ্রুপ এফ-এ ক্রোয়েশিয়ার পয়েন্ট ৪ এবং বেলজিয়ামের পয়েন্ট ৩। বৃহস্পতিবার এই ২ দলের ম্যাচ। মরক্কো যদি কানাডাকে হারিয়ে দেয়, তাহলে ক্রোয়েশিয়া ও বেলজিয়াম ম্যাচে যে দল জিতবে তারা নক-আউটে যাবে এবং অন্য দলটি বিদায় নেবে।


More Trending News