Asianet News | Published : Dec 6, 2022 10:54 AM IST / Updated: Dec 07 2022, 02:27 AM IST

FIFA WC 2022 Live Updates: সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

সংক্ষিপ্ত

মঙ্গলবারই শেষ হয়ে যাচ্ছে এবারের বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল। এদিন মরক্কোর মুখোমুখি হচ্ছে স্পেন। অন্য ম্যাচে সুইৎজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। এই ম্যাচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে বড় চ্যালেঞ্জ। গ্রুপ পর্যায়ে খুব একটা ভাল খেলতে পারেননি পর্তুগালের এই তারকা। ৩ ম্যাচে মাত্র ১ গোল করেন তিনি। কোচ ফেরান্দো স্যান্টোসের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন 'সি আর সেভেন'। পর্তুগালের কোচ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তিনি রোনাল্ডোর আচরণে খুশি নন। এই পরিস্থিতিতে ফর্মে ফেরা ছাড়া অন্য কোনও উপায় নেই রোনাল্ডোর সামনে। এটাই তাঁর শেষ বিশ্বকাপ। প্রি-কোয়ার্টার ফাইনালই যাতে শেষ ম্যাচ না হয়ে যায়, সেটা নিশ্চিত করার জন্য রোনাল্ডোকে ভাল খেলতেই হবে।

02:27 AM (IST) Dec 07

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে খেলতে হবে মরক্কোর বিরুদ্ধে

এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো।

02:25 AM (IST) Dec 07

সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেললেন পরিবর্ত ফুটবলার হিসেবে। ৬-১ গোলে জয় পেল পর্তুগাল।

02:22 AM (IST) Dec 07

ষষ্ঠ গোল রাফায়েল লিয়াওয়ের, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ গোলে এগিয়ে গেল পর্তুগাল

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ গোলে এগিয়ে পর্তুগাল। ষষ্ঠ গোল রাফায়েল লিয়াওয়ের।

02:03 AM (IST) Dec 07

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৭৩ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৭৩ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

01:57 AM (IST) Dec 07

কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পর্তুগালের গনসালো র‍্যামোসের, ম্যাচ এখন ৫-১

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন গনসালো র‍্যামোস। ৫-১ গোলে এগিয়ে পর্তুগাল।

01:48 AM (IST) Dec 07

ম্যানুয়েল আকাঞ্জির গোলে পর্তুগালের বিরুদ্ধে ব্যবধান কমাল সুইৎজারল্যান্ড

৫৮ মিনিটে সুইৎজারল্যান্ডের হয়ে গোল ম্যানুয়েল আকাঞ্জির। ম্যাচ এখন ৪-১।

01:46 AM (IST) Dec 07

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলে এগিয়ে গেল পর্তুগাল, চতুর্থ গোল রাফায়েলের

৫৫ মিনিটে গোল রাফায়েল গুরেইরোর। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৪-০ এগিয়ে গেল পর্তুগাল।

01:41 AM (IST) Dec 07

গনসালো র‍্যামোসের দ্বিতীয় গোল, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে এগিয় গেল পর্তুগাল

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলেন গনসালো র‍্যামোস। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ এগিয়ে গেল পর্তুগাল।

01:35 AM (IST) Dec 07

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ২-০ এগিয়ে পর্তুগাল

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে পর্তুগাল। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।

01:21 AM (IST) Dec 07

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে পর্তুগাল

গনসালো র‍্যামোস ও পেপের গোলে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে বিরতির সময় ২-০ গোলে এগিয়ে পর্তুগাল।

01:04 AM (IST) Dec 07

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৩৩ মিনিটে পর্তুগালের হয়ে দ্বিতীয় গোল করলেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গেল পর্তুগাল। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করলেন পেপে।

12:50 AM (IST) Dec 07

১৭ মিনিটে গোল গনসালো র‍্যামোসের, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল পর্তুগাল

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটে বাঁ পায়ের জোরাল শটে গনসালো র‍্যামোসের অসাধারণ গোলে ১-০ এগিয়ে গেল পর্তুগাল।

12:35 AM (IST) Dec 07

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ চলছে, প্রথম একাদশে নেই রোনাল্ডো

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

12:25 AM (IST) Dec 07

মাঠে নেমে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা, শুরু হতে চলেছে পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচ

কাতার বিশ্বকাপের শেষ প্রি-কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ শুরু হতে চলেছে।

11:51 PM (IST) Dec 06

এবারের বিশ্বকাপের শেষ প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে পর্তুগাল-সুইৎজারল্যান্ড

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচ।

11:34 PM (IST) Dec 06

টাইব্রেকারে নায়ক হয়ে গেলেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো, তিনি ৩টি শট বাঁচান

টাইব্রেকারে গোল না খেয়ে দলকে জিতিয়ে নায়ক হয়ে গেলেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। তিনি টাইব্রেকারে ৩টি শট বাঁচিয়ে দেন।

11:17 PM (IST) Dec 06

স্পেনকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মরক্কো

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন।

11:06 PM (IST) Dec 06

স্পেন-মরক্কো ম্যাচের অতিরিক্ত সময়ও গোলশূন্য়ভাবে শেষ, ম্যাচ গড়াল টাইব্রেকারে

শুরু হতে চলেছে স্পেন-মরক্কো ম্যাচের টাইব্রেকার। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও গোলশূন্য।

11:00 PM (IST) Dec 06

অতিরিক্ত সময়ের খেলাও শেষ হতে চলেছে, স্পেন-মরক্কো ম্যাচ গড়াচ্ছে টাইব্রেকারে

স্পেন-মরক্কো ম্যাচের অতিরিক্ত সময়েও গোল হল না। টাইব্রেকারে গড়াতে চলেছে খেলা।

10:38 PM (IST) Dec 06

চলছে স্পেন-মরক্কো ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা, এখনও গোলশূন্য় ম্যাচ

স্পেন-মরক্কো ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। এখনও গোল করতে পারেনি কোনও দল।

10:24 PM (IST) Dec 06

গোলশূন্যভাবেই শেষ হল স্পেন-মরক্কো ম্যাচ, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

স্পেন-মরক্কো ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারল না।

10:20 PM (IST) Dec 06

শেষ হতে চলল স্পেন-মরক্কো ম্যাচ, এখনও গোল করতে পারল না কোনও দল, খেলা গড়াচ্ছে অতিরিক্ত সময়ে

জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের মতোই অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে মরক্কো-স্পেন ম্যাচ।  এখনও গোল করতে পারল না কোনও দল।

09:49 PM (IST) Dec 06

চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনও গোলশূন্য় স্পেন-মরক্কো ম্যাচ, লড়াই করছে মরক্কো

স্পেন-মরক্কো ম্যাচের৬৩ মিনিটে পেরিয়ে গেল। এখনও গোল করতে পারেনি কোনও দল।

09:18 PM (IST) Dec 06

বিরতির সময় গোলশূন্য ম্যাচ, স্পেনের সঙ্গে সমানতালে লড়াই করছে মরক্কো

স্পেন-মরক্কো ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ। এখনও গোল করতে পারেনি কোনও দল।

09:06 PM (IST) Dec 06

মরক্কোর বিরুদ্ধে স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে পারছে না স্পেন, এখনও গোলশূন্য ম্যাচ

স্পেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে মরক্কো। এখনও গোলশূন্য ম্যাচ। স্বাভাবিক খেলা খেলতে পারছে না স্পেন।

08:40 PM (IST) Dec 06

চলছে স্পেন-মরক্কো ম্যাচের প্রথমার্ধ, এখনও গোল করতে পারেনি কোনও দল

প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন-মরক্কো ম্যাচ চলছে। এখনও কোনও দল গোল করতে পারেনি।

08:26 PM (IST) Dec 06

মাঠে নেমে পড়েছেন ২ দলের ফুটবলাররা, শুরু হতে চলেছে স্পেন-মরক্কো ম্যাচ

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন-মরক্কো ম্যাচ শুরু হতে চলেছে। জাতীয় সঙ্গীতের পরেই হবে কিক-অফ।

08:01 PM (IST) Dec 06

কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে প্রি-কোয়ার্টার ফাইনালে মরক্কো-স্পেন ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা থেকে শুরু হতে চলেছে মরক্কো-স্পেন ম্যাচ। 

07:39 PM (IST) Dec 06

বিশ্বকাপে শ্রদ্ধা না জানানোয় আর্জেন্টিনা দলের উপর ক্ষুব্ধ দিয়েগো মারাদোনার মেয়ে

ব্রাজিলের ফুটবলাররা অসুস্থ পেলেকে শ্রদ্ধা জানাচ্ছেন, কিন্তু প্রয়াত দিয়েগো মারাদোনাকে সেভাবে শ্রদ্ধা না জানানোয় লিওনেল মেসিদের উপর ক্ষুব্ধ জিয়ানিনা।

07:17 PM (IST) Dec 06

জার্মানির স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন অলিভার বিয়েরহফ

পরপর ২ বার বিশ্বকাপের গ্রুপ থেকেই ছিটকে গিয়েছে জার্মানি। এই ব্যর্থতার জেরে জার্মানির স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে সরলেন প্রাক্তন ফুটবলার অলিভার বিয়েরহফ।

06:47 PM (IST) Dec 06

স্টেডিয়ামের বাইরে দর্শকের সঙ্গে মারপিট ক্যামেরুনের প্রাক্তন তারকা স্যামুয়েল এটোর

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে এক দর্শকের সঙ্গে মারপিট করলেন ক্যামেরুনের প্রাক্তন স্ট্রাইকার স্যামুয়েল এটো। সেখানে থাকা অন্যান্য ব্যক্তিরা কোনওমতে এটোকে থামান। তার ফলে বিষয়টি বেশিদূর গড়ায়নি।

06:24 PM (IST) Dec 06

শুধু মেসি না, আর্জেন্টিনা দলে আরও ভাল ফুটবলার আছে, বললেন ভার্জিল ভ্যান ডিক

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। তার আগে ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডিক বললেন, তাঁরা শুধু মেসিকে আটকানোর পরিকল্পনা করছেন না, আর্জেন্টিনা দলে আরও অনেক ভাল ফুটবলার আছেন। তাঁদের সবাইকে নিয়েই ভাবতে হচ্ছে।

06:01 PM (IST) Dec 06

প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পর পেলেকে শ্রদ্ধা নেইমারদের

হাসপাতালে ভর্তি অসুস্থ পেলে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রাজিলের ফুটবলাররাও তাঁদের দেশের কিংবদন্তির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পর পেলেকে শ্রদ্ধা জানালেন নেইমাররা।

05:45 PM (IST) Dec 06

ক্রোয়েশিয়ার কাছে হেরেও কর্তব্যে ভুল নেই, স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানের সমর্থকরা

এবারের বিশ্বকাপে দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানের সমর্থকরা। প্রতিটি ম্যাচের পরেই তাঁরা স্টেডিয়াম ছাড়ার সময় সব আবর্জনা পরিষ্কার করলেন। প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে হেরে জাপান ছিটকে যাওয়ার পরেও সেই কর্তব্য ভুললেন না জাপানের সমর্থকরা। তাঁরা স্টেডিয়াম পরিষ্কার করে তবেই বিদায় নিলেন।

05:11 PM (IST) Dec 06

চোট পেয়ে সারারাত কেঁদেছি, ফিট হয়ে ওঠার জন্য প্রচুর পরিশ্রম করেছি, জানালেন নেইমার

এবারের বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন নেইমার। তিনি জানালেন, চোট পাওয়ার পর সারারাত কেঁদেছেন। ফিট হয়ে ওঠার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। এবার বিশ্বকাপ জিততে চান বলেও জানিয়েছেন নেইমার।

04:46 PM (IST) Dec 06

১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালে ২ দলই জয় পেলে বিশ্বকাপ সেমি ফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হতে পারে।

04:26 PM (IST) Dec 06

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখার জন্যই রাত জাগবে বাঙালি।


More Trending News