FIFA WC 2022 Live Updates: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জয় ইকুয়েডরের

সংক্ষিপ্ত

আর মাত্র কয়েক.ঘণ্টার অপেক্ষা, তারপরেই কাতারে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। তারপর ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে প্রথম ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএস। এদিন প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ কাতার। বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রচুর বিতর্ক হয়েছে। প্রথম ম্যাচের আগেও বিতর্ক পিছু ছাড়ছে না কাতারকে। আয়োজক দেশের বিরুদ্ধে ইকুয়েডরের ফুটবলারদের প্রথম ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য ৬০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এত বিতর্কে ভরা প্রতিযোগিতা শেষপর্যন্ত কতটা সফল হয়, সেটা দেখার জন্য আগামী কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। আপাতত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষা।

11:31 PM (IST) Nov 20

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে দিল ইকুয়েডর, জয়ের নায়ক ভ্যালেন্সিয়া

এনার ভ্যালেন্সিয়ার জোড়া গোলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে দিয় ইকুয়েডর। এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে হেরে গেল আয়োজক দেশ।

11:12 PM (IST) Nov 20

৭৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেন কাতারের বিরুদ্ধে ইকুয়েডরের নায়ক এনার ভ্যালেন্সিয়া

৭৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেন কাতারের বিরুদ্ধে ম্যাচে ইকুয়েডরের হয়ে জোড়া গোল করা এনার ভ্যালেন্সিয়া। ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর।

10:58 PM (IST) Nov 20

কাতারের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধেও ২-০ গোলে এগিয়ে আছে ইকুয়েডর

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে এখনও ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর। জোড়া গোল এনার ভ্যালেন্সিয়ার।

10:24 PM (IST) Nov 20

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর

বিশ্বকাপের প্রথম ম্যাচে কাতারের বিরুদ্ধে জোড়া গোল করলেন এনার ভ্যালেন্সিয়া। তাঁর জোড়া গোলেই প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর।

10:05 PM (IST) Nov 20

কাতারের বিরুদ্ধে প্রথমার্ধেই জোড়া গোল ভ্যালেন্সিয়ার, ২-০ এগিয়ে ইকুয়েডর

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথমার্ধেই জোড়া গোল করলেন এনার ভ্যালেন্সিয়া। ২-০ এগিয়ে গেল ইকুয়েডর।

09:50 PM (IST) Nov 20

গোল বাতিল হওয়ার পর পেনাল্টি থেকে গোল এনার ভ্যালেন্সিয়ার, ১-০ এগিয়ে ইকুয়েডর

এবারের বিশ্বকাপে প্রথম গোল করলেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। তিনি ৩ মিনিটেই গোল করেন, তবে সেটি অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। তবে ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন ভ্যালেন্সিয়া।

09:47 PM (IST) Nov 20

কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি পেল ইকুয়েডর

কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি পেল ইকুয়েডর। পেনাল্টি মারতে যাচ্ছেন এনার ভ্যালেন্সিয়া।

09:39 PM (IST) Nov 20

ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া প্রথম গোল করলেও অফসাইডের জন্য বাতিল হয়ে গেল গোল

কাতারের বিরুদ্ধে ম্যাচের ৩ মিনিটেই প্রথম গোল করেন এনার ভ্যালেন্সিয়া। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে গেল সেই গোল।

09:32 PM (IST) Nov 20

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি আয়োজক দেশ কাতার

শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের খেলা। প্রথম ম্যাচে আয়োজক দেশের মুখোমুখি ইকুয়েডর। 

09:24 PM (IST) Nov 20

ইকুয়েডরের বিরুদ্ধে এর আগে নিজেদের দেশে ৩ ম্যাচ খেলেছে কাতার, জয় ১, ড্র ১

এই নিয়ে চতুর্থবার ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে কাতার। এর আগেও ৩ ম্যাচই হয়েছে কাতারে। তার মধ্যে ১ ম্যাচ জিতেছে কাতার, হেরেছে ১ ম্যাচে এবং ১ ম্যাচ ড্র হয়েছে।

09:11 PM (IST) Nov 20

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারের মুখোমুখি হচ্ছে ইকুয়েডর

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে খেলতে নামছে ইকুয়েডর। আর কিছুক্ষণ পরেই শুরু খেলা।

08:48 PM (IST) Nov 20

বিশ্বকাপের উদ্বোধন করে বক্তব্য পেশ, সবাইকে স্বাগত জানালেন কাতারের রাজা

বিশ্বকাপ উপলক্ষে সারা বিশ্বের মানুষকে স্বাগত জানালেন কাতারের রাজা। তিনি বিশ্বকাপের উদ্বোধন করলেন।

08:39 PM (IST) Nov 20

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন কাতারের রাজা, তিনিই প্রধান অতিথি

কাতারের রাজার বক্তব্য পেশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বিশ্বকাপ ফুটবল। সবাইকে কাতারে স্বাগত জাানলেন রাজা।

08:32 PM (IST) Nov 20

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছে কোরিয়ান ব্যান্ড বিটিএস

সবার আগ্রহের অবসান ঘটিয়ে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছে কোরিয়ান ব্যান্ড বিটিএস। সবাই বিটিএস-এর পারফরম্যান্সে মোহিত।

08:13 PM (IST) Nov 20

এই প্রথম আরবের কোনও দেশে হচ্ছে বিশ্বকাপ ফুটবল, উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে আরবের সংস্কৃতি

শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ একটি ভিডিওর মাধ্যমে আরবের সংস্কৃতি ও সমাজব্যবস্থা তুলে ধরা হচ্ছে।

08:06 PM (IST) Nov 20

কাতারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাঠে আনা হল বিশ্বকাপ ট্রফি

কাতারে বিশ্বকাপ ফুটবলের দামামা বেজে গেল। শুরু হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। এরপর প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আয়োজক দেশ কাতার।

07:57 PM (IST) Nov 20

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএস-এর পারফরম্যান্স দেখাতে হাজির বহু মানুষ

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজির হয়েছেন অসংখ্য মানুষ। সবাই কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর পারফরম্যান্স দেখার অপেক্ষায়।

07:37 PM (IST) Nov 20

বিশ্বকাপের আগে কাতারে পর্তুগাল দলের সঙ্গে প্রথম অনুশীলন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

এটাই হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। তিনি অবসর নেওয়ার আগে অন্তত একবার বিশ্বকাপ জিততে চান। পর্তুগাল দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন।

07:12 PM (IST) Nov 20

ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে শুরু হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সরাসরি এই অনুষ্ঠান দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে।

06:55 PM (IST) Nov 20

বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, ট্রফি জয় নিয়ে আশাবাদী সমর্থকরা

রবিবার থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। তার আগে পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল। নেইমাররাই এবার ট্রফি জিতবেন, আশাবাদী সমর্থকরা।

06:31 PM (IST) Nov 20

একসঙ্গে বিশ্বকাপ দেখার জন্য কেরালায় ২৩ লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনলেন ফুটবলপ্রেমীরা

একসঙ্গে বিশ্বকাপ দেখার জন্য ২৩ লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনলেন কেরালার ১৭ জন ফুটবলপ্রেমী। কোচি জেলার মুন্ডাক্কামুগল গ্রামের ঘটনা।

06:07 PM (IST) Nov 20

কাতার বিশ্বকাপের আয়োজকদের সমর্থন, ফিফা প্রেসিডেন্টের সমালোচনায় মানবাধিকার সংগঠনগুলি

শনিবার কাতার বিশ্বকাপের আয়োজকদের পাশে দাঁড়িয়ে ইউরোপের দেশগুলির তীব্র সমালোচনা করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো। কাতারে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে পাল্টা ফিফা প্রেসিডেন্টকে তোপ দেগেছে মানবাধিকার সংগঠনগুলি।

05:43 PM (IST) Nov 20

ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। টিভিতে সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে।

05:13 PM (IST) Nov 20

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে কোরিয়ান ব্যান্ড বিটিএস

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে সারা বিশ্বে ঝড় তুলে দেওয়া কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস। এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে কোরিয়ার কোনও ব্যান্ডকে।

04:55 PM (IST) Nov 20

চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা

কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার দিনই ফ্রান্স শিবিরে ধাক্কা। চোটের জন্য বিশ্বকাপে খেলতে পারবেন না তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। তাঁর বদলে অন্য কাউকে দলে নিতে হবে।

04:45 PM (IST) Nov 20

কাতারের বিরুদ্ধে ইকুয়েডরের ফুটবলারদের হেরে যাওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ

কাতার এই প্রথম বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছে। তারা সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি, আয়োজক দেশ হিসেবে খেলছে। প্রথম ম্যাচে যাতে তারা জিততে পারে, তার জন্য প্রতিপক্ষ ইকুয়েডরের ফুটবলারদের ৬০ কোটি টাকা ঘুষ দিয়েছে বলে অভিযোগ।


More Trending News