রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। তার আগে শনিবার তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে মরক্কোর মুখোমুখি ক্রোয়েশিয়া। প্রথম সেমি ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছে ক্রোয়েশিয়া। দ্বিতীয় সেমি ফাইনালে ফ্রান্সের কাছে হেরে গিয়েছে মরক্কো। এবার এই ২ দল তৃতীয় স্থান পাওয়ার জন্য লড়াইয়ে নামছে। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় শুরু ম্যাচ। লুকা মডরিচের সঙ্গে হাকিম জিয়েচের লড়াই। ইয়াসিন বোনো-হুগো লরিসের লড়াইও দেখা যাবে। আফ্রিকার প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে যায় মরক্কো। তৃতীয় হয়ে ইতিহাস গড়াই লক্ষ্যস আফ্রিকার দলটির।
10:25 PM (IST) Dec 17
বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় করে বিদায় নিলেন লুকা মডরিচ। এই মিডফিল্ডারকে আর বিশ্বকাপে খেলতে দেখা যাবে না।
10:04 PM (IST) Dec 17
মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া।
09:35 PM (IST) Dec 17
ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া।
09:15 PM (IST) Dec 17
মরক্কোর বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া। চলছে প্রথমার্ধের শেষদিকের খেলা।
09:01 PM (IST) Dec 17
বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ চলছে। এখনও ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের ফল ১-১।
08:42 PM (IST) Dec 17
৭ মিনিটে প্রথম গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন জসকো গাভার্ডিয়ল। ৯ মিনিটের মাথায় মরক্কোর হয়ে গোল করে সমতা ফেরালেন আশরফ দারি।
08:32 PM (IST) Dec 17
ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ শেষবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছেন। চলছে ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচ।
08:10 PM (IST) Dec 17
মাঠে নেমে পড়েছেন মরক্কো ও ক্রোয়েশিয়ার ফুটবলাররা। এবার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা।
07:53 PM (IST) Dec 17
ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় শুরু এবারের বিশ্বকাপে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ।
07:31 PM (IST) Dec 17
বিশ্বকাপ ফাইনালের আগের দিন সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার ছাড়লেন লিওনেল মেসি। তিনি জানিয়ে দিলেন, রবিবার মাঠে নামার জন্য তৈরি।
07:04 PM (IST) Dec 17
ফ্রান্সের স্ট্রাইকার অলিভিয়ের জিরু বলেছেন, তাঁরা লিওনেল মেসিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে দেবেন না। নিজেরা পরপর ২ বার বিশ্বকাপ জেতার লক্ষ্য়েই খেলতে নামবেন।
06:43 PM (IST) Dec 17
ফ্রান্সের ডিফেন্ডার থিও হার্নান্ডেজ জানিয়েছেন, তাঁরা আর্জেন্টিনার শক্তি জানেন. তবে তাঁরা লিওনেল মেসিকে ভয় পাচ্ছেন না। জয়ের লক্ষ্যেই রবিবার মাঠে নামবে ফ্রান্স।
06:16 PM (IST) Dec 17
এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার। যে দল রানার্স হবে তারা প্রাইজ মানি হিসেবে পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
05:49 PM (IST) Dec 17
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়ে দিলেন, রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে দলে ফেরানো হল না করিম বেঞ্জেমাকে।
05:34 PM (IST) Dec 17
হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। সেই চোট নিয়েই রবিবার বিশ্বকাপ ফাইনালে খেলবেন তিনি।
05:16 PM (IST) Dec 17
বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে মরক্কোর মুখোমুখি ক্রোয়েশিয়া।