কাতার বিশ্বকাপে শুক্রবার প্রথম ম্যাচে ওয়েলশের মুখোমুখি হচ্ছে ইরান। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬-২ গোলে হেরে গিয়েছে ইরান। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ ড্র করেছে ওয়েলশ। ফলে দ্বিতীয় ম্যাচ দু'দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে আয়োজক দেশ কাতার। দু'দলই প্রথম ম্যাচ হেরে গিয়েছে। ফলে নক-আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে। দিনের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। দু'দলই প্রথম ম্যাচ জিতেছে। ফলে এদিন যে দল জিতবে, তারা নক-আউটে চলে যাবে। এরপর মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছেন হ্যারি কেনরা। ফলে এদিন জিতলেই তাঁদের নক-আউটে যাওয়া নিশ্চিত হয়ে যাবে।
02:23 AM (IST) Nov 26
বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেল না ইংল্যান্ড। শুক্রবার কাতার বিশ্বকাপে আমেরিকার সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল ইংল্যান্ড।
02:09 AM (IST) Nov 26
শেষের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ। এখনও গোল করতে পারল না কোনও দল।
01:35 AM (IST) Nov 26
ইংল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। এখনও গোল করতে পারেনি কোনও দল।
01:17 AM (IST) Nov 26
ইংল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের প্রথমার্ধ শেষ। এখনও গোলশূন্য ম্যাচ। ইংল্যান্ডকে চাপে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
12:56 AM (IST) Nov 26
ইংল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখনও গোল করতে পারেনি কোনও দল।
12:31 AM (IST) Nov 26
এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি ইংল্যান্ড। বিশ্বকাপে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রকে হারানোর লক্ষ্যে হ্যারি কেনরা।
12:04 AM (IST) Nov 26
এখনও পর্যন্ত কোনওদিন বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে পারেনি ইংল্যান্ড। এবার ইতিহাসের চাকা উল্টোদিকে ঘুরিয়ে দিতে মরিয়া হ্যারি কেনরা।
11:48 PM (IST) Nov 25
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।
11:28 PM (IST) Nov 25
ইকুয়েডর-নেদারল্যান্ডস ম্যাচ ১-১ গোলে শেষ হল। দু'দলেরই পয়েন্ট হল ৪। ফলে সরকারিভাবে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল আয়োজক দেশ কাতার। গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে কাতার। সেই ম্যাচে জয় পেলেও কোনও লাভ হবে না।
11:21 PM (IST) Nov 25
চোট পেয়ে মাঠ ছাড়লেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। নেদারল্যান্ড-ইকুয়েডর ম্যাচ এখনও ১-১।
10:53 PM (IST) Nov 25
নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়লেও, দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছে ইকুয়েডর। এনার ভ্যালেন্সিয়ারা ডাচ রক্ষণকে চাপে ফেলে দিয়েছেন।
10:41 PM (IST) Nov 25
এবারের বিশ্বকাপে নিজের তৃতীয় গোল করে ফেললেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁর গোলেই সমতা ফেরাল ইকুয়েডর। ম্যাচের ফল এখন ১-১।
10:20 PM (IST) Nov 25
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষমুহূর্তে গোল শোধ করে দেয় ইকুয়েডর। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে গেল সেই গোল। ফলে প্রথমার্ধের শেষে ম্যাচের ফলে নেদারল্যান্ডসের পক্ষে ১-০।
09:56 PM (IST) Nov 25
নেদারল্যান্ডস-ইকুয়েডর ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। ০-১ গোলে পিছিয়ে থাকলেও, সমতা ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইকুয়েডর।
09:37 PM (IST) Nov 25
ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ৬ মিনিটের মাথায় প্রথম গোল করলেন কডি গাকপো।
09:25 PM (IST) Nov 25
কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি নেদারল্যান্ডস। শুরু হতে চলেছে ম্যাচ।
08:44 PM (IST) Nov 25
কাতার বিশ্বকাপে শুক্রবারের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ইকুয়েডর। যে দল জিতবে, তারা নক-আউটের যোগ্যতা অর্জন করবে।
08:31 PM (IST) Nov 25
এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে কাতারকে হারিয়ে ঘুরে দাঁড়াল সেনেগাল। ৩-১ গোলে জিতে নক-আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল সেনেগাল। অন্যদিকে, পরপর ২ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার।
08:18 PM (IST) Nov 25
সেনেগালের বিরুদ্ধে ব্যবধান কমানোর পর ফের গোল খেয়ে গেল কাতার। ৮৪ মিনিটে সেনেগালের হয়ে তৃতীয় গোল করলেন বাম্বা ডিয়েং।
08:17 PM (IST) Nov 25
সেনেগালের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে ব্যবধান কমাল কাতার। গোল করলেন মহম্মদ মুনতারি। বিশ্বকাপে এটাই কাতারের প্রথম গোল।
07:43 PM (IST) Nov 25
কাতারের বিরুদ্ধে ম্যাচের ৪৮ মিনিটে দ্বিতীয় গোল করলেন ফামারা দিদহিউ। ২-০ গোলে এগিয়ে গেল সেনেগাল।
07:23 PM (IST) Nov 25
কাতারের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে সেনেগাল। ৪১ মিনিটে গোল করেছেন বুলায়ে ডিয়া।
07:12 PM (IST) Nov 25
কাতারের বিরুদ্ধে ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোল করলেন সেনেগালের বুলায়ে ডিয়া। ১-০ গোলে এগিয়ে গেল সেনেগাল।
06:57 PM (IST) Nov 25
কাতার-সেনেগাল ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। ২৭ মিনিট পেরিয়ে গেলেও গোল করতে পারেনি কোনও দল।
06:33 PM (IST) Nov 25
কাতারের বিরুদ্ধে সেনেগালের ম্যাচ। এখনও কোনও দল গোল করতে পারেনি।
06:23 PM (IST) Nov 25
আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে কাতার-সেনেগাল ম্যাচ। জাতীয় সঙ্গীতের পরেই শুরু হবে খেলা। মাঠে নেমে পড়েছেন ফুটবলাররা।
06:07 PM (IST) Nov 25
কাতার বিশ্বকাপে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ কাতার। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে শুরু হবে খেলা।
05:34 PM (IST) Nov 25
ওয়েলশকে ২-০ গোলে হারিয়ে দিল ইরান। গোল করলেন রুজবে চেশমি ও রামিন রেজাইয়ান।
05:30 PM (IST) Nov 25
১০ জনের ওয়েলশের বিরুদ্ধে জয় পেতে চলেছে ইরান। ১-০ গোলে এগিয়ে ইরান।
05:21 PM (IST) Nov 25
এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড। ইরানের বিরুদ্ধে ম্যাচের ৮৬ মিনিটে লাল কার্ড দেখলেন ওয়েলশের গোলকিপার ওয়েন হেনেসি। এই ম্যাচে এখনও গোল হয়নি।
05:12 PM (IST) Nov 25
ওয়েলশের বিরুদ্ধে অসাধারণ ফুটবল খেললেও, এখনও গোল করতে পারল না ইরান। ম্যাচের ৮০ মিনিট পেরিয়ে গিয়েছে।
04:44 PM (IST) Nov 25
ওয়েলশ-ইরান ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনও গোল করতে পারেনি কোনও দল। পরপর দু'বার পোস্টে ধাক্কা খেল ইরান।
04:21 PM (IST) Nov 25
ইরান-ওয়েলশ ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ। এখনও গোল করতে পারল না কোনও দল।
03:49 PM (IST) Nov 25
ওয়েলশের বিরুদ্ধে ম্যাচের ১৫ মিনিটের মাথায় গোল করে ফেলে ইরান। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে অফসাইডের জন্য সেই গোল বাতিল করে দিলেন রেফারি।
03:36 PM (IST) Nov 25
কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হয়েছে ওয়েলশ। প্রথম ম্যাচ ড্র করার পর জয় পেতে মরিয়া গ্যারেথ বেলরা।
03:24 PM (IST) Nov 25
কাতার বিশ্বকাপে শুক্রবারের প্রথম ম্যাচে ওয়েলশের সামনে ইরান। কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা।