India vs Mongolia Football: দুরন্ত পারফরম্যান্স। প্রমীলা বাহিনীর শক্তি কাকে বলে! দেখিয়ে দিল ভারতের মেয়েরা।
ভারতের মহিলা ফুটবল দল এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুটা বেশ ভালোই করল। থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে সোমবার, মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারাল ভারতের মেয়েরা। উল্লেখ্য, মহিলাদের এশিয়ান কাপে এটিই ভারতের বৃহত্তম জয়। তবে এর আগে ১৯৯৭ এবং ২০০৫ সালে তারা ১০-০ ব্যবধানে গুয়ামকে হারিয়েছিল। তারপর আবার এসে এই ২০২৫ সালে বড় জয়।
অন্যদিকে, দুটি করে গোল করেছেন সৌম্যা গুগুলথ এবং প্রিয়দর্শিনী সেল্লাদুরাই। একটি করে গোল পেয়েছেন সঙ্গীতা বাসফোর, রিম্পা হালদার, মালবিকা এবং গ্রেস ডাংমেইয়ে। এদিন ম্যাচে সৌম্যার ক্রস থেকে গোল করে ভারতকে প্রথমে এগিয়ে দেন সঙ্গীতা। এরপর দ্বিতীয় গোলটিও আসে সেই সৌম্যার পা থেকেই। তিনি রিম্পার ক্রস থেকে ভলি মেরে গোল করে যান এই ম্যাচে। তাছাড়া বিরতির আগে দুটি গোল করেন পেয়ারি।
গ্রেসের ক্রস থেকে অনবদ্য হ্যাটট্রিক করেন পেয়ারি। এমনকি, খেলার ৫৫ মিনিটের মধ্যেই আরও দুটি গোল করেন পেয়ারি। ভারতের হয়ে অষ্টম গোলটি করেন সৌম্যা। জয় যখন প্রায় নিশ্চিত, তখন ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী দলে কিছুটা বদল করেন। সেন্টার ব্যাক পূর্ণিমা কুমারী, প্রিয়দর্শিনী এবং মালবিকাকে নিয়ে আসেন মাঠে। পরে রঞ্জনা চানু এবং গোলকিপার মোনালিসা দেবীও মাঠে নামেন এদিন।
খেলার একেবারে শেষদিকে রিম্পা, মালবিকা এবং প্রিয়দর্শিনী একটি করে গোল করে যান। গ্রেসের পেনাল্টি থেকে আসে ম্যাচের ১২তম গোলটি। এর পর প্রিয়দর্শিনী নিজের দ্বিতীয় এবং দলের হয়ে ১৩তম গোলটি করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।