Kalyan Chaubey: নয় বছরে সবচেয়ে খারাপ অবস্থা ভারতীয় ফুটবলে, নেমে এখন ১৩৩ নম্বরে! কার ঘাড়ে দোষ দিলেন কল্যাণ?

Published : Aug 11, 2025, 03:14 PM ISTUpdated : Aug 11, 2025, 03:36 PM IST
Kalyan Chaubey

সংক্ষিপ্ত

Kalyan Chaubey: ফিফা ক্রমতালিকায় ক্রমশ যেন নেমেই চলেছে তারা। আর নামতে নামতে এখন গিয়ে থেমেছে ১৩৩ নম্বরে (indian football news)।

Kalyan Chaubey: ভারতীয় ফুটবলের অবস্থা যেন তথৈবচ! অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে ইন্ডিয়ান ফুটবল। ফিফা ক্রমতালিকায় ক্রমশ যেন নেমেই চলেছে তারা। আর নামতে নামতে এখন গিয়ে থেমেছে ১৩৩ নম্বরে (indian football news)। 

গত নয় বছরে, ফিফা ক্রমতালিকায় সবচেয়ে নীচে নেমে গেছে ভারতীয় ফুটবল

এই ব্যর্থতার দায় নেবে কে? সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে সরাসরি সেই দায় ঠেলে দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার ঘাড়ে (kalyan chaubey aiff president)। ফিফার নীতির জেরেই নাকি ক্রমতালিকায় এতটা পিছিয়ে গেছে ভারত। এখন প্রশ্ন  হচ্ছে, তাহলে বাকি অনেক দেশ কীভাবে এগোল? তারা কি তাহলে ফিফার নিয়মের বাইরে চলে?তা তো নয়। 

প্রসঙ্গত, ফিফা ক্রমতালিকায় কোন দল ঠিক কোন জায়গায় থাকবে, তা ঠিক করা হয় ‘LO’ মডেলের উপর ভিত্তি করে। সেখানে প্রতিটি দলের অতীতের পারফরম্যান্সও ভালো করে দেখা হয়। সেইসঙ্গে, যে দলের বিরুদ্ধে তারা খেলছে, সেই দলের র‌্যাঙ্কিংও কিছুটা গুরুত্ব পায়। এবার এই পদ্ধতিকেই দায়ী করেছেন ফেডারেশন সভাপতি। কল্যাণ চৌবের কথায়, “ফিফা র‌্যাঙ্কিং ঠিক করার সময়, কোনও দলের অতীতের পারফরম্যান্সও দেখা হচ্ছে। আর এই পদ্ধতির উপর নির্ভর করেই পয়েন্ট যোগ-বিয়োগ হচ্ছে। কোন দল কতগুলো ম্যাচ খেলল এবং কার কার বিরুদ্ধে খেলল, তাদের র‌্যাঙ্কিং ঠিক কোথায়, সবকিছু দেখছে ফিফফা। তাই আমরা ক্রমশ নামছি। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন ভারত ছিল ৯৯ নম্বরে। আর এই দুই বছরে আমরা ১৩৩ নম্বরে নেমে গেছি।”

আরও অনেককিছুই বললেন এআইএফএফ সভাপতি

তিনি আরও যোগ করেছেন, "১৯৯২ সালের ডিসেম্বর মাসে, যখন ফিফা প্রথম ক্রমতালিকা প্রকাশ করেছিল, তখন ভারতের র‌্যাঙ্কিং ছিল ১৪৩। সেখান থেকে ১৯৯৬ সালে, আমরা ৯৪ নম্বরে উঠে এসেছিলাম। আবার ২০১৫ সালে, ১৭৩ নম্বরে নেমে গেছিলাম। তিন বছর পর, আবার ৯৭ নম্বরে উঠে এসেছিলাম। সুতরাং, এই ছবিটা বুঝিয়ে দিচ্ছে যে, আমাদের উত্থান-পতন হয়েছে।”

কল্যাণের মতে, “গত ১০ বছরে, ভারতের ঘরোয়া ফুটবলের অনেক উন্নতি হয়েছে। ভালো স্টেডিয়াম এবং পেশাদার ক্লাব তৈরি হয়েছে। তাছাড়া ফুটবলার এবং অফিশিয়ালদের বেতনও অনেকটা বেড়েছে। আইএসএল বর্তমানে এশিয়ার সেরা লিগগুলির মধ্যে একটি।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?