Kiyan Nassiri Mohun Bagan: 'খুব ভালো লাগছে মোহনবাগানে ফিরতে পেরে' তরুণ কিয়ান কী বলছেন?

Published : Jul 17, 2025, 12:23 PM IST
Kiyan Nassiri

সংক্ষিপ্ত

Kiyan Nassiri Mohun Bagan: মোহনবাগানের অন্যতম বড় ভরসা তিনি। ইতিমধ্যেই তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি সেরে নিয়েছে ক্লাব। কী বলছেন কিয়ান নাসিরি?

Kiyan Nassiri Mohun Bagan: অকপট সবুজ মেরুনের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার কিয়ান নাসিরি। নিঃসন্দেহে সবুজ মেরুন ব্রিগেডের অন্যতম বড় ভরসা তিনি। ইতিমধ্যেই তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি সেরে নিয়েছে ক্লাব। কী বলছেন কিয়ান নাসিরি (kiyan nassiri mohun bagan transfer news)?

এক বছর পর ফের কিয়ান আসলেন মোহনবাগানে। প্রসঙ্গত এর আগে, তিনি এই সবুজ মেরুন জার্সিতেই হ্যাটট্রিক করেন। সেই কিয়ান নাসিরিই আবার ফিরলেন বাগানে (mohun bagan recent news)।

কিয়ান নাসিরি কী জানাচ্ছেন?

মোহনবাগান মিডিয়া টিমের সঙ্গে একটি সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে তিনি বললেন, “আমি সত্যিই খুব খুশি মোহনবাগানে ফিরতে পেরে। খুব ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই চাইব প্রথম একাদশে সুযোগ পেতে। আমি দল ছেড়েছিলাম সম্পূর্ণ অন্য একটা কারণে। কিন্তু আমি ফিরে এসেছি। কারণ, আমি মনে করি, আরও ভালো খেলতে পারব সবুজ মেরুনের হয়ে।”

 

 

এই তরুণ ফরোয়ার্ড আরও যোগ করেন, “আমি নিজেকে প্রমাণ করতে চাই এবং আসন্ন ডুরান্ড কাপে পুরোপুরিভাবে ফোকাস করতে চাই। সেইসঙ্গে, অবশ্যই এসিএল-এ খেলে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করতে চাই। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সবসময়ই চায়, দল আরও শক্তিশালী হোক। আমার মনে হয়, আমাকে দলের সঙ্গে আরও একাত্ম হতে হবে। যাতে আমি আরও ভালো সার্ভিস দিতে পারি। তবে সিদ্ধান্তটা আমার পরিবার এবং আমার জন্য খুবই স্পেশ্যাল।”

কিয়ানের কথায়, “আমার বাবা ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। আর আমি খেলছি মোহনবাগানের হয়ে। কোচ যেটা বলে, আমি সবসময় সেটা ফলো করার চেষ্টা করি। ফুটবলটাকে উপভোগ করি দলের বাকিদের সঙ্গে এবং সুযোগ পেলেই গোল করার চেষ্টা করি। আমি খুব উত্তেজিত মাঠে নামার জন্য।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?