Lionel Messi Birthday: বিশ্বসেরা হওয়ার পর দ্বিতীয় জন্মদিন, জাতীয় দলের সতীর্থদের সঙ্গে নতুন খেতাবের শপথ মেসির

সোমবার লিওনেল মেসির জন্মদিন। রবিবার মধ্যরাত থেকেই সারা বিশ্বের মেসি-অনুরাগীরা এই বিশেষ দিন পালন করছেন। মেসি এখন কোপা আমেরিকায় খেলছেন। তিনি ফের আর্জেন্টিনাকে খেতাব জেতাতে চান।

Soumya Gangully | Published : Jun 24, 2024 9:11 AM IST
18
রোজারিও থেকে মায়ামি, ৩৭ বছরের জীবনে অবিশ্বাস্য উচ্চতায় লিওনেল মেসি

সোমবার ৩৭ বছর পূর্ণ করলেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মেসি।

28
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির

ছোটবেলা থেকেই ফুটবল প্রতিভার পরিচয় দেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনায় থাকার সময় তাঁর প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেনি। স্পেনে পাড়ি জমানোর পর ফুটবলার হিসেবে মেসির আসল জীবন শুরু হয়।

38
লিওনেল মেসির কেরিয়ারে বার্সেলোনার অবদানই সবচেয়ে বেশি, সে কথা ভোলেননি 'এল এম টেন'

বার্সেলোনার সঙ্গে প্রথম চুক্তি সই করেছিলেন ন্যাপকিনে। ১৩ বছর বয়সে রোজারিও থেকে বার্সেলোনায় চলে যান লিওনেল মেসি। সেই সময় তিনি অসুস্থ ছিলেন। বার্সেলোনায় চিকিৎসার পাশাপাশি শুরু হয় পেশাদার ফুটবলার হয়ে ওঠার লড়াই।

48
১৭ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে অভিষেকের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি লিওনেল মেসিকে

লিওনেল মেসি-আন্দ্রে ইনিয়েস্তা-জাভি হার্নান্ডেজ বার্সেলোনাকে দুর্দান্ত সাফল্য এনে দেন। বিশ্বের সেরা ক্লাব হয়ে ওঠে বার্সেলোনা।

58
বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি

বার্সেলোনার হয়ে ১০ বার লা লিগা, ৪ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৭ বার কোপা ডেল রে জিতেছেন লিওনেল মেসি। তিনি ৪৭৪ গোল করে লা লিগায় সর্বাধিক গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন। 

68
বার্সেলোনার হয়ে কিংবদন্তি দিয়েগো মারাদোনার ঐতিহাসিক গোলের অনুকরণ করেন লিওনেল মেসি

১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার অধিনায়ক দিয়েগো মারাদোনা যেভাবে ৫ জনকে কাটিয়ে গোল করেছিলেন, ২০০৭ সালে কোপ ডেল রে সেমি-ফাইনালে ক্যাম্প ন্যু-তে গেটাফের বিরুদ্ধে সেই একই ভঙ্গিতে গোল করেন লিওনেল মেসি।

78
৮ বার ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি, বার্সেলোনা ছাড়ার পরেও তিনি এই খেতাব জিতেছেন

বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ৮ বার ব্যালন ডি'অর সম্মান পেয়েছেন লিওনেল মেসি। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৫ বার ব্যালন ডি'অর জিতেছেন।

88
আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি

গতবার কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেটাই জাতীয় দলের হয়ে লিওনেল মেসির প্রথম খেতাব। এরপর ২০২২ সালের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos