Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি-কে শো কজ! সাসপেন্ড ডিসি

Published : Dec 16, 2025, 03:05 PM IST
Messi in Kolkata

সংক্ষিপ্ত

Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শো-কজ় নোটিস ধরালেন মুখ্যসচিব মনোজ পন্থ (messi in kolkata)। সেইসঙ্গে, বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমারকেও শো-কজ় করা হয়েছে। 

Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রসঙ্গত, সোমবার রাতেই নবান্নর কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। আর ঠিক তারপরের দিনই, যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শো-কজ় নোটিস ধরালেন মুখ্যসচিব মনোজ পন্থ (messi in kolkata)। 

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি-কে শো কজ়

সেইসঙ্গে, বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমারকেও শো-কজ় করা হয়েছে। এমনকি, বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত যতদিন চলবে, ততদিনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। 

অন্যদিকে, ক্রীড়া এবং যুব বিষয়ক দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকেও শো-কজ় করা হয়েছে। শুধু তাই নয়, যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও-কেও সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যসচিবের দফতর থেকে রীতিমতো বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে।

শনিবার, লিওনেল মেসির ইভেন্টে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল? তার জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে তাদের। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে ইতিমধ্যেই যুবভারতীকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া বিশেষ কমিটি (messi india tour)।

সাসপেন্ড হলেন ডিসি

রবিবার, সেই কমিটির সদস্যরা মাঠ এবং গ্যালারির বেশ কিছু জায়গা ঘুরে দেখেছেন। তা নিয়েই এবার সাংবাদিক বৈঠক করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। তিনি জানালেন, লিওনেল মেসির সফরের দিন কারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তা সরেজমিনে জানতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে, ‘সিট’ গঠন করে তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে যুবভারতীর এই ঘটনার।

ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। এমনকি, সেই ঘটনার দিন পুলিশ বা ক্রীড়া দফতরের তরফ থেকে কারা কারা দায়িত্বে ছিলেন, এই সফর নিয়ে আগে থেকে কী কী পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার সবটা জানতে চাওয়া হয়েছে ঐ রিপোর্টে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যুবভারতীতে গোলমালের যাবতীয় দায় লিওনেল মেসির! এ কী দাবি সুনীল গাভাসকরের
Messi in Kolkata: কী করে মাঠে ঢুকল জলের বোতল? যুবভারতীকাণ্ডে তৈরি হল 'সিট', প্রাথমিক রিপোর্ট পেশ তদন্ত কমিটির