Indian Football Team: জাতীয় দলের জন্য কোনও ফুটবলার ছাড়া হবে না। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মোহনবাগান। এবার একই সুর শোনা গেল ইস্টবেঙ্গলের গলাতেও। তবে দুটি দলের যুক্তি কিন্তু আলাদা (cafa nations cup 2025 india participation)।
কার্যত, কলকাতার দুই প্রধানই জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে নারাজ। মোহনবাগান দাবি করছে, ফিফা উইন্ডো ছাড়া তারা ফুটবলার ছাড়তে বাধ্য নয়। কারণ, এর আগে দলের ফুটবলারদের চোট নিয়ে অবহেলা এবং কমিউনিকেশন সমস্যার জেরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেই দোষারোপ করেছে তারা। তাছাড়া সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (ACL-2) ম্যাচও রয়েছে।
তাই সেই খেলার জন্য প্রস্তুতি দরকার। এমতাবস্থায় ফুটবলারদের ছাড়া সম্ভব নয়। অন্যদিকে, ইস্টবেঙ্গল জানিয়েছে যে, এই মুহূর্তে তাদের কাছে ডুরান্ড কাপ (Durand Cup 2025) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফুটবলারদের জাতীয় শিবিরে ছাড়া হবে না। অর্থাৎ, এই প্রতিযোগিতাকে পাখির চোখ করে জিততে চাইছে লাল হলুদ ব্রিগেড। এমনিতেই অনেকদিন ট্রফি নেই তাদের ঘোরে। মোহনবাগানের তবু আছে।
মোহনবাগান থেকে জাতীয় শিবিরে ডাক পেয়েছেন আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, সাহাল সামাদ এবং ভিশাল কেইথ। অপরদিকে, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য ডাক এসেছে দীপেন্দু বিশ্বাস, সুহেইল ভাট, প্রিয়াংশ দুবে এবং অভিষেক সিং-এর। তবে এদের কাউকেই ছাড়া হচ্ছে না।
কার্যত, কলকাতার দুই প্রধানই জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে নারাজ। মোহনবাগান দাবি করছে, ফিফা উইন্ডো ছাড়া তারা ফুটবলার ছাড়তে বাধ্য নয়। কারণ, এর আগে দলের ফুটবলারদের চোট নিয়ে অবহেলা এবং কমিউনিকেশন সমস্যার জেরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেই দোষারোপ করেছে তারা। তাছাড়া সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (ACL-2) ম্যাচও রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।