এবারের মতো এএফসি প্রতিযোগিতায় অভিযান শেষ, নির্বাসিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট?

Published : Sep 30, 2025, 05:36 PM ISTUpdated : Sep 30, 2025, 05:46 PM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

Mohun Bagan Super Giant: পরপর দু'বার ইরানে (Iran) খেলতে না গিয়ে এএফসি-র (AFC) রোষে মোহনবাগান সুপার জায়ান্ট। গতবার কড়া ব্যবস্থা নেয়নি এএফসি। তবে এবার শাস্তি ঘোষণা করা হতে পারে।

DID YOU KNOW ?
বাতিল মোহনবাগান
ইরানে খেলতে না যাওয়ায় গত মরসুমের পর এবারও এএফসি প্রতিযোগিতা থেকে বাদ মোহনবাগান সুপার জায়ান্ট।

AFC Champions League Two: গত মরসুমের পুনরাবৃত্তি। ফের ইরানে (Iran) খেলতে না গিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League Two) থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার এই টুর্নামেন্টের গ্রুপ সি-র ম্যাচে ইরানের ক্লাব ফুলাদ মোবারাকেহ সেপাহান এসসি-র (Foolad Mobarakeh Sepahan SC) বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেডের ম্যাচ ছিল। কিন্তু এই ম্যাচ খেলতে ইরানে দল পাঠায়নি মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এএফসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানে দল না পাঠানোয় মোহনবাগান সুপার জায়ান্ট এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এরপর কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এএফসি কমিটি। মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। এমনকী, নির্বাসিতও হতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।

কী ব্যবস্থা নিতে পারে এএফসি?

এএফসি প্রতিযোগিতা সংক্রান্ত নিয়মের ৫.২ ধারা অনুসারে মোহনবাগান সুপার জায়ান্টকে এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ দেওয়া হচ্ছে। অন্য দলগুলিকে নিয়ে চলবে টুর্নামেন্ট। পরপর দু'বছর ইরানে খেলতে না যাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। শুধু সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হয়, ভারতীয় ফুটবলকেও বড় ধাক্কা দিতে পারে এএফসি। এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলছে এফসি গোয়া (FC Goa)। তবে আগামী মরসুমে ভারতের ক্লাবগুলির এএফসি প্রতিযোগিতায় যোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ বাতিল

এএফসি প্রতিযোগিতার নিয়মের ৫.৬ ধারা অনুসারে এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে মোহনবাগান সুপার জায়ান্ট যে ম্যাচ খেলেছে, তা বাতিল করে দেওয়া হচ্ছে। সেই ম্যাচের ফল আর গণ্য করা হবে না। যদিও ঘরের মাঠে সেই ম্যাচে হেরে যায় সবুজ-মেরুন ব্রিগেড। ফলে প্রথম ম্যাচে পয়েন্ট পায়নি তারা। এবার এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল শতাব্দীপ্রাচীন ক্লাব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার ইরানে খেলতে গেল না মোহনবাগান সুপার জায়ান্ট
গত মরসুমের পর এবারও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ইরানে খেলতে গেল না মোহনবাগান সুপার জায়ান্ট।
Read more Articles on
click me!

Recommended Stories

উয়েফার ধাঁচে এবার চালু হচ্ছে এএফসি নেশনস লিগ, খেলার সুযোগ পাবে ভারতীয় দল?
Indian Super League: ক্লাবগুলির আবেদন খারিজ! তিন সদস্যের কমিটি গড়ে টুর্নামেন্টের ভবিষ্যৎ ঠিক করবে ফেডারেশন?