
Mohun Bagan Transfer Update: মোহনবাগানের (Mohun Bagan) লক্ষ্য আগামী মরশুমেও সেই ধারাবাহিক সাফল্যকে বজায় রাখা। কারণ, একাধিক প্রতিযোগিতায় খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। তাই আসন্ন মরশুমের (upcoming football season) জন্য দ্রুত দল গোছানোর কাজ শুরু করে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট (Mohun Bagan Transfer Update)।
তবে দলের বেশিরভাগ ফুটবলারের সঙ্গে আগেই দীর্ঘমেয়াদী চুক্তি সেরে রেখেছে তারা। তাই দলে বিশাল কিছু বদল হয়ত ঘটবে না। সেক্ষেত্রে টিম কম্বিনেশন এবং দলের মধ্যে এই দুরন্ত বোঝাপড়াকে কাজে লাগিয়েই আসন্ন মরশুমে এএফসি (AFC) এবং আইএসএল (Indian Super League) সহ অন্যান্য প্রতিযোগিতায় খেলতে নামার পরিকল্পনা করছে সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan Player Transfer News)।
তবে শোনা যাচ্ছে, একজন বিদেশি সেন্টার ব্যাককে সই করাতে পারে তারা। সূত্রের খবর, ভানুয়াতুর (Vanuatu) সেন্টার ব্যাক ব্রায়ান কালতাকের (Brian Kaltak) উপর নজর রয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের। এই ভানুয়াতু দেশটি হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দেশ। আর ৩১ বছর বয়সী এই ফুটবলারটির (footballer) জন্ম সেখানেই। প্রসঙ্গত, ডান পা-টি বেশ ভালো চলে তাঁর।
গত মরশুমে তিনি অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের (Central Coast Mariners FC) হয়ে মাঠে নামেন। সবথেকে বড় বিষয়, অস্ট্রেলিয়ান এ-লিগে (A-League) বেশ ভালো পারফরম্যান্স রয়েছে তাঁর। এর আগে তিনি অকল্যান্ড সিটি এফসির (Auckland City FC) জার্সিতেও মাঠে নামেন। ফলে, ক্লাব ফুটবল সম্পর্কে বিস্তর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে (Mohun Bagan Transfer News)।
আরও পড়ুনঃ Mohun Bagan Transfer Update: আবার ছুটবে পালতোলা নৌকা, মোহনবাগানে আসছেন এই বিদেশি?
তাছাড়া একজন রক্ষণভাগের (Defence) খেলোয়াড় হিসেবে ৭৪% সঠিক ডিফেন্সিভ অ্যাকশন নিয়েছেন এই ফুটবলারটি। যা একটা দলের জন্য খুবই ভালো দিক। সেইসঙ্গে, দলের জন্য ৩৭% গোলের সুযোগও তৈরি করতে পেরেছেন। শুধু তাই নয়, বিপক্ষের থেকে ৪৯% এরিয়াল বল জিতে নিয়েছেন। এমনকি, দলের স্বার্থে ৫টি গোলও রয়েছে কালতাকের নামের পাশে (Mohun Bagan Transfer Latest News)।
নিঃসন্দেহে তিনি মোহনবাগানে আসলে তা সবুজ মেরুনের জন্য একটি ভালো দিক হতে পারে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেই ব্রায়ান কালতাককেই টার্গেট করছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। অর্থাৎ, বাগানের রাডারে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ব্রায়ান কালতাক হয়ত আসতে পারেন সবুজ মেরুনে (Mohun Bagan latest update)।
তবে আদৌ তিনি মোহনবাগান জার্সিতে খেলবেন কিনা, তার উত্তর দেবে সময়।
আসলে দলের বেশিরভাগ ফুটবলারের সঙ্গে আগে থেকেই দীর্ঘমেয়াদী চুক্তি সেরে রেখেছে মোহনবাগান। তাই দলে বিশাল কিছু পরিবর্তন হয়ত হবে না। সেক্ষেত্রে টিম কম্বিনেশন এবং দলের মধ্যে এই দুরন্ত বোঝাপড়াকে কাজে লাগিয়েই আসন্ন মরশুমে এএফসি এবং আইএসএল সহ অন্যান্য প্রতিযোগিতায় খেলতে নামার পরিকল্পনা করছে সবুজ মেরুন শিবির (Mohun Bagan footballer news)।
কিন্তু কিছু জায়গায় নতুন ফুটবলারকে নেওয়া হতে পারে। আর তা নিয়ে কোচ জোসে মোলিনার (Jose Molina) সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট (Team Management)। আর সেই আবহেই এবার সামনে চলে এল ভানুয়াতুর ৩১ বছর বয়সী সেন্টার ব্যাক ব্রায়ান কালতাকের নাম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।