এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ দীপিকা ও অতনুর, ফাইনালে অভিষেক ও জ্যোতি

Anirban Sinha Roy |  
Published : Nov 25, 2019, 07:59 PM ISTUpdated : Nov 25, 2019, 08:00 PM IST
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ দীপিকা ও অতনুর, ফাইনালে অভিষেক ও জ্যোতি

সংক্ষিপ্ত

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন অতনু ও দীপিকা মিক্সড ইভেন্টে স্বর্ণ পদকের জন্য লড়াই করবেন অভিষেক ও জ্যোতি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বুধবার থেকে অলিম্পিক যোগ্যতা অর্জন পর্ব অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের জন্য প্রস্তুত হচ্ছেন তিরন্দাজরা  

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলেন ভারতের দুই তিরন্দাজ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের দীপিকা কুমারি ও অতনু দাস। মিক্সড টিমে থাকার সুবাদে এদিন ব্রোঞ্জ পদক জিতলেন এই দুই তিরন্দাজ। চিনের চাই হেং ও হাউসান উইকে হারিয়ে সোমবার ব্যাংককে নিজেদের পদক নিশ্চিত করেন এই দুই ভারতীয়। ৬-২ ফলে এদিন এই খেলা জিতে নেন দীপিকা ও অতনু।

 

 

অপরদিকে, এই আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন ভারতের অন্যতম মিক্সড জুটি অভিষেক ভর্মা ও জ্যোতি সুরেখা। কোরিয়াকে ১৫৯-১৫৪ ফলে হারিয়ে এবার স্বর্ণ পদকের জন্য লড়াইয়ে নামতে চলেছেন এই ভারতীয় জুটি। বুধবার চাইনিজ তাইপের প্রতিপক্ষের বিরুদ্ধে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের এই বিভাগের ফাইনালে নামবেন এই দুই ভারতীয় তিরন্দাজ।

 

 

অপরদিকে, বুধবার থেকে শুরু হয়ে যাবে অলিম্পিকের যোগ্যতা অর্জনের পর্ব। আর্চারির এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামবে ভারতীয় মহিলা তিরন্দাজরা। আর সেখানেই লড়াই হবে অলিম্পিকে যোগ্যতা অর্জন করার লড়াই। সেখানেই দলগত ভাবেও শুরু হবে লড়াই।

PREV
click me!

Recommended Stories

'ভারত-পাকিস্তান ম্যাচ না হলেই তো...' টি-২০ বিশ্বকাপ বানচাল করার ছক রশিদ লতিফের
রঞ্জি ট্রফি ২০২৫-২৬: দীর্ঘদিন পর খেলতে নেমে ২ বল স্থায়ী হল শুবমান গিলের ইনিংস