Tokyo Olympics: কোয়ার্টার ফাইনালে হার অতনুদের, তিরন্দাজীতে দলগত বিভাগেও বিদায় ভারতের

মিক্সড ডাবলসের পর, তিরন্দাজির দলগত বিভাগেও হার ভারতীয় দলের। সোমবার সকালে কাজাখাস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে অতুনরা। কিন্তু কোরিয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে বিদায়।
 

Sudip Paul | Published : Jul 26, 2021 7:36 AM IST / Updated: Jul 26 2021, 01:39 PM IST

দীপিকা কুমারি ও প্রবীণ যাদবের মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি। তিরন্দাজির দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায়  নিতে হল ভারতীয় পুরুষ দলকে। ফলে পুরুষদের দলগত বিভাগেও আশা শেষ ভারতীয় দলের। শক্তশালী কোরিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারতে হল ভারতীয় দলকে। ফলে এখন শুধু ভারতীয় তিরন্দাজদের পদক জয়ের আশা বেঁচে রইল ব্যক্তিগত বিভাগ।

 

Latest Videos

 

অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইয়ের প্রতিপক্ষ ছিল কোরিয়ার জে ডিয়ক কিম, উজিন কিম ও জিনহিয়েক ওহ। কোরিয়ার কাছে প্রথম সেটে ৫৪-৫৯ ব্যবধানে হেরে বসলেন অতনুরা। দ্বিতীয় সেটেও ৫৭-৫৯ ব্যবধানে হারতে হয় ভারতীয় তিরন্দাজদের। তৃতীয় সেটে ৫৪-৫৬ ব্যবধানে কোরিয়ার কাছে হারতে হয় অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইদের। ফলে ০-৬ সেট পয়েন্টে ম্যাচ খোয়াতে হয় ভারতকে।

 

 

প্রসঙ্গত সোমবার সকালে কাজাখাস্তানের বিরুদ্ধে ম্যাচে ৬-২ ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় তিরন্দাজি দল। কোয়ার্টারে প্রতিপক্ষ শক্তিশালী কোরিয়া হলেও, ভারতীয় ক্রীড়া প্রেমিরা আশা করেছিল ম্য়াচে লড়াই দেবে ভারত। কিন্তু দীপিকা-প্রবীণের মিক্সড ডাবলসের মতই দলগত পুরুষদের বিভাগেও হতাশাই সাঙ্গ হল ভারতীয় দলের। 


Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024