প্যারালিম্পক্সে ডবল ডিজিটে পৌছে গেল ভারতের পদক সংখ্যা। মঙ্গলবারও তিনটি পদক এল ভারতের ঝুলিতে। সিংরাজের ব্রোঞ্জের পর হাইজাম্পে জোড়া পদক ভারতের ঝুলিতে।
টোকিও ২০২০ প্যারালিম্পিক্সে অব্যাহত ভারতের পদক বৃষ্টি। মঙ্গলবারও ভারতের ঝুলিতে এল তিনটি পদক। সকালে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জেতেন সিংরাজ আদানা। আর বিকেলে হাইজাম্পের একই ইভেন্টে জোড়া পোদক জিতল ভারতীয় অ্যাথলিটরা। হাই জাম্পের টি-৪২ বিভাগে রুপো জিতলেন মারিয়াপ্পান থঙ্গভেলু। একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন শরদ কুমার। এই জয়ের ফলে প্য়ারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ১০।
ফাইনালে সোবনা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিলেন রিও-তে সোনা জয়ী মারিয়াপ্পান থঙ্গভেলু। কিন্তু একটুর জন্য তা হাতছাড়া হয়। ফাইনালে ১.৮৬ মিটার লাফিয়ে রূপো জেতেন মারিয়াপ্পান থঙ্গভেলু। ১.৮৮ মিটার লাফিয়ে সোনা জেতেন আমেরিকার স্যাম গ্রেউই। স্যাম রিও-তে রুপো জিতেছিলেন। এই একই ইভেন্টে ১.৮৩ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জেতেন শরদ কুমার। একই ইভেন্টে জোড়া পদক জয়ের পর ভারতীয় দুই প্যাকা অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এখনও পর্যন্ত টোকিও প্যারালিম্পিক্সে ঐতিহাসিক পারফরমেন্স করেছে ভারতীয় প্যারা অ্যাথলিটরা। প্যারালিম্পিক্সের ইতিহাসে এটাই ভারতের সেরা পারফরমেন্স। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। ২ সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ নিয়ে মোট ১০টি পদক জিতেছে ভারত। ভারতীয় দলের পারফরমেন্স গর্বিত ও খুশি গোটা দেশ।