'সোনার ছেলের' নামে স্টেডিয়াম, ভারতীয় সেনার অনন্য সম্মানে নীরজ চোপড়াকে

অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। এবার নীরপ চোপড়াকে সম্মানিত করল ভারতীয় সেনা। নীরজের নামে নামাঙ্কিত হল একটি স্টেডিয়াম।
 

টোকিও ২০২০ অলিম্পিকে ১৩০ কোটি দেশবাসীর সোনার স্বপ্ন পূরণ করেছেন নীরজ চোপড়া। স্বাধীনতার পর অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। দেশে ফেরার পর থেকেই শুভেচ্ছা, সংবর্ধনা ও পুরুস্কারের বন্যায় ভাসছেন নীর। এবার অলিম্পিকে সোনা জয়ী 'সোনার ছেলে' নীরজকে অনন্য সম্মান দিল ভারতীয় সেনা বাহিনী। নীরজ চোপড়ার নামে নামকরণ হল  একটি স্টেডিয়ামের।

Latest Videos

নীরজ দেশ তথা ভারতীয় সেনার নাম বিশ্বের দরবারে শীর্ষ পৌছে দিয়েছে। তার জন্য ভারতীয় সেনার তরফে পুণে-তে সাদার্ন কমান্ডের আর্মি স্পোর্টস ইন্সটিটিউটের নামকরণ করা হল নীরজের নামে। স্টেডিয়ামের নতুন নামকরণের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,সেনা বাহিনীর প্রধান এমএম নরাবণে সহ অন্য়ান্য একাধিক বিশিষ্টরা। স্টেডিয়ামটির নামকরণ হল  'নীরজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম'। এমন সম্মান পেয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন নীরজ চোপড়া।

 

 

এই স্টেডিয়ামটিকে সম্প্রীতি বিশ্বমানের করে গড়ে তোলা হয়েছে। আরও কাজ চলছে। ভারতীয় সেনা বাহিনীতে কর্মতর হওয়ায় এক সময় এই স্টেডিয়ামে অনুশীলন করেছেন নীরজ চোপড়াও। সেনা বাহিনীর তরফ থেকে এই অনন্য সম্মান পেয়ে খুশি অলিম্পিকে সোনা জয়ী নীরজ। শনিবার অনুষ্ঠানে তিনিউপস্থিত ছিলেন নীর চোপড়াও। নীরজ চোপড়ার নামে স্টেডিয়ামটির নামকরণ হওয়ার পর অনেক  অ্যাথলিট আরও বাড়তি উৎসাহ পাবে বলেই মনে করা হচ্ছে। 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন