মিলখা প্রয়াণে হৃদয় ভাঙল দেশের, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকপ্রকাশ

  • রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ
  • গভীররাতে মিলখা-র প্রয়াণের খবরই শোক প্রকাশ সকলের
  • ভারতের বুক থেক নক্ষত্র পতন বলেই মনে করছেন এঁরা
  • প্রধানমন্ত্রী লিখেছেন দিন কয়েক আগেও তিনি খোঁজ নিয়েছিলেন 

রাত ১টা। টুইটার অ্যাকাউন্টে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের ভেসে ওঠা শোকবার্তা। যেখানে প্রতিটি ছত্রে ছত্রে ধরে পড়ছে কিংবদন্তি অ্যাথলেটের প্রতি দেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা। কেন মিলখা কিংবদন্তি-- তা রাষ্ট্রপতির এই টুইট বার্তাই বলে দিচ্ছিল তখন। ভারাক্রান্ত হৃদয়ে রাষ্ট্রপতি গভীর রাতে লেখেন- 'মিলখা সিং-এর প্রয়াণ আমাদের হৃদয়কে দুঃখ ও শোকে ভারাক্রান্ত করে তুলেছে। তাঁর জীবন সংঘর্ষের কথা এবং তাঁর চারিত্রিক দৃঢ়তা বর্তমান ভারতীয় প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। আমি তাঁর পরিবার এবং তাঁর অনুরাগীদের উদ্দেশে গভীর সমবেদনা জানাচ্ছি।'

 

Latest Videos

আরও পড়ুন- ৯১ বছরে এসে জীবন থমকাল উড়ন্ত শিখ-এর, দেশ হারাল কিংবদন্তি মিলখা সিং-কে

মিলখা সিং যে প্রয়াত সেই খবর মোটামুটি প্রকাশ্যে রাত সাড়ে বারোটার আশপাশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কিছুক্ষণ পরেই মিলখা সিং-কে নিয়ে একাধিক টুইট করেন। যার প্রতিটি বার্তা-তে সামনে আসে যে গত কয়েক দিন ধরে কীভাবে প্রধানমন্ত্রী দেশের কিংবদন্তি অ্যাথলেটের শারীরিক অবস্থার খোঁজ রাখছিলেন। এমনকী, দিন কয়েক আগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মিলখা-র ফোনে কথাও হয়েছিল। প্রধানমন্ত্রী তাঁর টুইট বার্তায় লিখেছেন- 'কিছুদিন আগেই মিলখা সিং-এর সঙ্গে কথা হয়েছিল। আর এটাই ছিল আমাদের মধ্যে শেষ কথা। অসংখ্য উঠতি অ্যাথলেটদের কাছে তাঁর জীবন একটা অনুপ্রেরণা। তাঁর পরিবার এবং তাঁর অনুরাগীদের জানাই গভীর সমবেদনা। '

 

এরপরের একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন- 'আমরা এক কিংবদন্তি অ্যাথলেট-কে হারালাম। যিনি দেশের ভালোবাসাকে জয় করতে পেরেছিলেন এবং অসংখ্য ভারতবাসীর বুকে স্থান করে নিতে পেরেছিলেন। তাঁর অনুপ্রেরণাভরা জীবন গাথা লক্ষ লক্ষ দেশবাসীর কাছে একটা আদর্শ। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত। '  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন- 'মিলখা সিং-এর প্রয়াণের খবরে হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল। একজন কিংবদন্তি ক্রীড়াবিদ। তিনি সবসময়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণে থাকবেন। তাঁর পরিবার এবং অনুরাগী ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ভক্তদের উদ্দেশে জানাই গভীর সমবেদনা।'

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও মিলখা সিং-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে। টুইটারে দেওয়া শোকবার্তায় তাঁরা লিখেছেন- 'ভারতীয় সেনা তাঁদের সম্মানিয় ক্যাপ্টেন মিলখা সিং- দ্য ফ্লায়িং শিখ-এর আত্মার উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করছে, তিনি সত্যিকারের এক কিংবদন্তি। যার জীবন অসংখ্য ক্রীড়াবিদের কাছে এক অনুপ্রেরণা। কিংবদন্তি এই ক্রীড়াবিদকে ক্রীড়াক্ষেত্র সবসময়ে স্মরণে রাখবে।'

ভারতীয় সিনেমার আর এক কিংবদন্তি অমিতাভ বচ্চন লিখেছেন- 'মিলখার প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতের গর্ব তিনি। একজন সেরা ক্রীড়াবিদ- একজন সেরা মানুষ।'

ভারতীয় ফুটবলের আর এক জীবন্ত লেজেন্ড সুনীল ছেত্রী টুইটারে তাঁর শোকবার্তায় লিখেছেন- 'আমরা তাঁকে প্রতিযোগিতা করতে দেখেনি ঠিকই, কিন্তু ছোটবেলায় যখন আমরা নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করতাম তখন সকলেই দ্য ফ্লায়িং শিখ- মিলখা সিং-এর মতো উড়ে যেতে চাইতাম। তিনি আমার কাছে বারবারই এক কিংবদন্তি। আপনি শুধু দৌড়তেন না, আপনার দৌড় সকলকে অনুপ্রাণিত করতো। আপনার আত্নার শান্তি কামনা করি স্যার।'

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury