বিশ্ব ক্রীড়াঙ্গণে দেশকে গর্বিত করলেন Squash Player Saurav Ghoshal, কলকাতার ছেলে হলেন PSA President

শুধু ভারতের সেরা স্কোয়াশ প্লেয়ারই নন, এই মুহূর্তে সৌরভের আন্তর্জাতিক ব়্যাঙ্কিং ১৫। এর আগে প্রফেশনাল স্কোয়াশ অ্যাসিসোয়িশনসে পুরুষদের প্রেসিডেন্ট ছিলেন বিশ্বের ১ নম্বর স্কোয়াশ প্লেয়ার আলি ফারাগ। সেই আলি-কে সরিয়েই প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ।  

বিশ্ব ক্রীড়াঙ্গণে ফের আরও এক বাঙালির গর্বের পদচারণা (Sourav Ghoshal becomes a PSA President)। যার ফলে শুধু বাঙালি বা বাংলা নয় গর্বে বুক ফুলেছে দেশেরও (Squash Player Sourav Ghoshal)।  কারণ স্কোয়াশের বিশ্ব নিয়ামক সংস্থা প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশনস-এর (Professional Squash Associasions or PSA) অন্যতম শীর্ষপদে বসেছেন কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। এক দশকেরও বেশি সময় ধরে দেশের সেরা স্কোয়াশ প্লেয়ার হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি। এমনকী আন্তর্জাতিক স্কোয়াশের আঙিনাতেও সৌরভের হাত ধরে এক উজ্জ্বল উপস্থিতি জাহির করেছে ভারত (Indin Squash Arena)। ফলে, স্কোয়াশে সৌরভের দক্ষতা সর্বজনবিদিত। এহেন সৌরভ এবার দায়িত্ব সামলাবেন স্কোয়াশ প্রফেশনালদের অ্যাসোসিয়েশনের অন্যতম শীর্ষ পদে। সৌরভ যে বিশ্ব স্কোয়াশ সংস্থা প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন বা পিএসএ-এর যে মাথায় বসছেন তা বুধবার রাতেই ঘোষিত হয়ে গিয়েছিল। এরপরই সৌরভ টুইট করে এই আনন্দের খবর জানান। প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট হিসাবে সৌরভ সামলাবেন পুরুষ স্কোয়াশের কার্যপ্রণালি। অন্যদিকে, সারা জেন পেরি (Sarah-Jane Perry), যিনি ইংল্যান্ডের (UK-England)sএক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা স্কোয়াশ প্লেয়ার, তিনি সৌরভের সঙ্গে যুগ্ম দায়িত্বে থেকে মহিলা স্কোয়াশের কর্মসূচি পরিচালনা করবেন। 

শুধু ভারতের সেরা স্কোয়াশ প্লেয়ারই নন, এই মুহূর্তে সৌরভের আন্তর্জাতিক ব়্যাঙ্কিং ১৫। এর আগে প্রফেশনাল স্কোয়াশ অ্যাসিসোয়িশনসে পুরুষদের প্রেসিডেন্ট ছিলেন বিশ্বের ১ নম্বর স্কোয়াশ প্লেয়ার আলি ফারাগ (World Number One Sqaush Player Ali Farag)। সেই আলি-কে সরিয়েই প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ। সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন, পিএসএ-এর শীর্ষপদে তাঁর নির্বাচন কোনওভাবেই খেলোয়াড়ি জীবনে প্রভাব ফেলবে না। দুটোকে পাশাপাশি নিয়ে তিনি চলতে সক্ষম। তিনি আরও জানিয়েছেন, 'এখনও আমার বেশিরভাগ নজরটা খেলার উপরেই রয়েছে। পিসিএ-এর প্রেসিডেন্ট পদে আমার নির্বাচন একটা বিশাল রকমের সম্মান। আমার এখন কাজ খেলোয়াড়ের স্বার্থের কথা যেমন চিন্তা করা তেমনি সেই সঙ্গে পিএসএ বোর্ড সদস্যদের পরামর্শ নিয়ে খেলাকে বিশ্বজুড়ে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।' 
 

Latest Videos

বিশ্ব স্কোয়াশে সৌরভের হাত ধরেই বলতে গেলে একটা সমীহ আদায় করার মতো জায়গায় পৌঁছেছে ভারত। তিনি একমাত্র ভারতীয় স্কোয়াশ প্লেয়ার যিনি বিশ্ব ক্রম তালিকায় প্রথম ১০-এ স্থান করেছিলেন। সৌরভ যার জায়গায় পিএসএ- প্রেসিডেন্ট হয়েছেন সেই আলি ফারাগ ৪ বছর ধরে এই পদে ছিলেন। পরিবারকে বেশি করে সময় দেওয়ার উদ্দেশে তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। পিএসএ-এর প্রেসিডেন্ট পদে সৌরভের মেয়াদ ২ বছরের। সৌরভের সঙ্গেই প্রেসিডেন্ট পদে মহিলাদের প্রতিনিধিত্ব করছেন সারা জেন পেরি। এর আগে ২ বছর প্রেসিডেন্টের পদে ছিলেন, ফের আরও ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন সারা। সৌরভের নির্বাচন নিয়ে তিনি জানিয়েছেন, সৌরভের জন্য তিনি খুশি এবং তাঁকে স্বাগত জানাচ্ছেন। সৌরভের খেলোয়াড়ি দক্ষতা এবং অভিজ্ঞতা পিএসএ-কে সমৃদ্ধ করবে বলেই তিনি আশা করছেন বলেও জানিয়েছেন সারা। পিসিএ-র চেয়ারম্যান জিয়াদ আল তুর্কি জানিয়েছেন, গত কয়েক দশকে স্কোয়াশের জনপ্রিয়তা বিশ্বজুড়েই বৃদ্ধি পেয়েছে। এর ফলে আন্তর্জাতিক স্তরে স্কোয়াশ প্রতিযোগিতার সংখ্যা যেমন বেড়েছে তেমনি এর সঙ্গে সঙ্গে এখান থেকে রেভিনিউ আয়ের সুযোগও প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। ফলত স্কোয়াশ এক উজ্জ্বল ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেছেন জিয়াদ। এদিকে, বুধবার রাতেই টুইটারে সৌরভ লেখেন, 'এই পদের মর্যাদা বাড়াতে পারাটাই সত্যিকারের গর্ব বলে বিবেচিত হবে। আশা রাখি, আমি সমস্ত খেলোয়াড়ের প্রতিনিধি হিসাবে সবচেয়ে সেরা সম্ভাবনাময় রাস্তাটাকে খেলার স্বার্থে খুলতে পারবো এবং বিশ্বজুড়ে এই খেলাকে ছড়িয়ে দিতে সাহায্য করব।'
আরও পড়ুন---  
Cricket Records: ২০০ ও ১০০ একই টেস্টে, কারা করেছেন অসাধ্য সাধন, দেখে নিন তালিকা 
IPL 2022, কবে হবে আইপিএলের মেগা নিলাম, জানা গেল দিনক্ষণ 
SC East Bengal: জিতছে না দল, এবার ক্লাবের বিরুদ্ধে তোপ দাগলেন লাল-হলুদ কোচ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya