'ভগবান ভারতীয় ক্রিকেটের মঙ্গল করুন', কেন এমন কথা বললেন ক্ষুব্ধ সৌরভ

  • রাহুল দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের নোটিশ
  • নোটিশ পাঠালেন বিসিসিআই-এর এথিক্স অফিসার
  • খবর পেয়ে ক্ষুব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়
  • সৌরভকে সমর্থন করলেন হরভজন সিং

সচিন, লক্ষণের পরে এবার রাহুল দ্রাবিড়। ক্রিকেটের ইতিহাসে অন্যতম ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়ই এবার বিসিসিআই থেকে স্বার্থের সংঘাতের নোটিশ পেলেন। আর সেই খবর পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না রাহুলের প্রাক্তন সতীর্থ এবং অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই-কে কটাক্ষ করে সৌরভের টুইট, 'ভগবান ভারতীয় ক্রিকেটের মঙ্গল করুন।'

সম্প্রতি রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে বিসিসিআই-কে অভিযোগ জানান মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় গুপ্ত। তারই ভিত্তিতে দ্রাবিড়কে নোটিশ পাঠিয়েছেন বিসিসিআই-এর এথিক্স অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈন। 

Latest Videos

রাহুল দ্রাবিড় এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর পদে রয়েছেন। এর পাশাপাশি তিনি আইপিএল দল চেন্নাই সুপার কিংস  মালিকানা রয়েছে যাদের হাতে, সেই ইন্ডিয়া সিমেন্টসের ভাইস- প্রেসিডেন্ট পদে রয়েছে বলে অভিযোগ। 

রাহুলকে নোটিশ পাঠানোর খবরে ক্ষুব্ধ সৌরভ টুইটারে লিখেছেন, 'ভারতীয় ক্রিকেটে নতুন ফ্যাশন, স্বার্থের সংঘাত। খবরে থাকার জন্য সেরা উপায়। ভগবান ভারতীয় ক্রিকেটের মঙ্গল করুন। রাহুল দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের নোটিশ পাঠালো বিসিসিআই।'

সৌরভকে সমর্থন করে হরভজনও টুইট করে বলেন, 'সত্যিই! জানিনা কোথায় যাচ্ছে বিষয়টা, রাহুল দ্রাবিড়ের থেকে ভাল মানুষ ভারতীয় ক্রিকেটে পাওয়া যাবে না। তাঁকে নোটিশ পাঠানো মানে অপমানের সমান। ক্রিকেটের উন্নতির জন্যই এঁদের সেবা দরকার। সত্যিই ভগবান ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন।'

এর আগে মধ্যপ্রদেশের এই ক্রিকেট কর্তাই সচিন এবং লক্ষণের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন। সৌরভের সিএবি প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের মেন্টর পদে থাকায় তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। 
 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের