মেদিনীপুর শহরের ৪২ তম ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক মিটে বয়স্কদের দৌড়,শট পুটে প্রথম হয়ে তাক লাগালো হরিয়ানার ১০৬ বছরের বৃদ্ধা রামবাই । বয়স যে কেবল সংখ্যা মাত্র তা তিনি বুজিয়ে দিয়েছেন ।
মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে চলছে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক মিট ২০২৩ | বয়স্কদের দৌড়,শট পুটে প্রথম হয়ে তাক লাগালো হরিয়ানার ১০৬ বছরের বৃদ্ধা রামবাই | এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ রাজ্য, দেশ ও ভিনদেশের বহু প্রতিযোগী | নাতনি শর্মিলা জানায় ঠাকুমা দৌড়ঝাঁপ করতে ভালোবাসে | রামবাই জানায় ইচ্ছে আগামী দিনে আরও দৌড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা |