এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেয়েছেন আশি চোকসি। তাঁর আশা, শ্যুটিংয়ে আরও পদক পাবে ভারত।
এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেয়েছেন আশি চোকসি। পদক জেতার পর তিনি বলেছেন, 'এটা ব্যক্তিগত ইভেন্ট ছিল। আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কোচ সাহায্য করেছেন। দিনটা ভালো গেল।' সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন আশি। তাঁর আশা, শ্যুটিংয়ে আরও পদক পাবে ভারত।