ইংরেজিতে যাকে বলে টিনএজার, রমিতা প্রকৃত অর্থেই তাই। তবে বয়স দিয়ে তো আর প্রতিভার বিচার হয় না! প্রথম বার এশিয়ান গেমসে নেমেই শুটিংয়ে জোড়া পদক জিতেছেন রমিতা জিন্দাল।
তরুণী তন্বী। ইংরেজিতে যাকে বলে টিনএজার, রমিতা প্রকৃত অর্থেই তাই। তবে বয়স দিয়ে তো আর প্রতিভার বিচার হয় না! প্রথম বার এশিয়ান গেমসে নেমেই শুটিংয়ে জোড়া পদক জিতেছেন রমিতা জিন্দাল। এই প্রথম এত বড় পরিসরে প্রতিযোগিতার অভিজ্ঞতা কেমন? কেমনই বা গেমস ভিলেজের পরিবেশ, সব উঠে এল একান্ত আড্ডায়। দেখুন ভিডিও।