Asian Games 2023 Live Updates: ব্যাডমিন্টনে ঐতিহাসিক পদক জয় প্রণয়ের

সংক্ষিপ্ত

ক্রিকেটের সেমিফাইনাল থেকে হকির ফাইল, তিরন্দাজি, কাবাডি, সব ইভেন্টের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জানুন এক ক্লিকে। এশিয়ান গেমসের সর্বশেষ আপডেট পেতে থাকুন এশিয়ানেট বাংলার সঙ্গে।

01:43 PM (IST) Oct 06

KABADDI: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

কাবাডির সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছাল ভারত।

01:28 PM (IST) Oct 06

ARCHERY: বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

রিকার্ভ ইভেন্টে পুরুষদের তিরন্দাজি দল সেমিফাইনালে বাংলাদেশকে বারিয়ে ফাইনালে যাওয়ার টিকিট পাকা করল।

12:28 PM (IST) Oct 06

ARCHERY: মঙ্গোলিয়াকে শেষ আটে হারিয়ে সেমিফাইনালে ভারত

পুরুষদের দলগত রিকার্ভ ইভেন্টে কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারতীয় দল।

12:11 PM (IST) Oct 06

BADMINTON: সেমিতে হেরে ব্রোঞ্জ জিতলেন প্রণয়

ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস ইভেন্টে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রণয়। এশিয়াডের ইতিহাসে প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসাবে ব্রোঞ্জ পদক জিতলেন তিনি।

12:04 PM (IST) Oct 06

BADMINTON: প্রথম গেমে হার প্রণয়ের

চিনের লি শিফেংয়ের কাছে প্রথম গেম হারলেন প্রণয়। দ্বিতীয় গেমে ফাইনালে ওঠার মরণ বাঁচন লড়াই।

11:41 AM (IST) Oct 06

CRICKET: ৬৪ বল বাকি থাকতেই জয়, বাংলাদেশকে হেলায় হারিয়ে জয় ভারতের

বাংলাদেশকে গুঁড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ঋতুরাজ। পিচের অসমান বাউন্সকে কাজে লাগিয়ে একের পর এক উইকেট তুলে নেন স্পিনাররা। তিন বাংলাদেশি ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ৬৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ৯৭ রান তুলে নেন এই জুটি। মাত্র ২৬ বলে ৫৫ রান করেন তিলক বর্মা। একই সংখ্যক বল খেলে ৪০ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ।

11:39 AM (IST) Oct 06

WRESTLING: শেষ চারে সোনম

কম্বোডিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তির সেমি ফাইনালে পৌঁছে গেলেন সোনম। পদকের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে।

11:39 AM (IST) Oct 06

ARCHERY: কোরিয়ার কাছে হার ভারতের

মেয়েদের তিরন্দাজির রিকার্ভ ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কাছে সেমিফাইনালে হেরে গেলেন ভারতের মেয়েরা। আজই ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে নামবেন তাঁরা।

11:38 AM (IST) Oct 06

WRESTLING: শেষ আটে সোনম

নেপালের সুশীলা চাঁদকে হারিয়ে ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে শেষ আটে পৌঁছলেন সোনম।

11:38 AM (IST) Oct 06

Kabaddi: নেপালকে হারিয়ে ফাইনালে ভারত

নেপালকে ৬১-১৭ ব্যবধানে উড়িয়ে কাবাডির ফাইনালে পৌঁছলেন ভারতের মেয়েরা। আগামী কাল তাদের সোনার পদক জেতার লড়াই।

11:38 AM (IST) Oct 06

Archery: সেমিতে ভারতের মেয়েরা

কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে তিরন্দাজি রিকার্ভ ইভেন্টে শেষ চারে পৌঁছলেন অঙ্কিতা ভকত, ভজন কৌর এবং সিমরনজিৎ কৌর।


More Trending News