'আর্জেন্টিনা মানে মারাদোনা, আর্জেন্টিনা মানে মেসি, আর্জেন্টিনা মানে শুধু ফুটবল খেলা, আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি।' মারাদোনা ও মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার। ফুটবপ্রেমী বাঙালিরা আজ মেসি মেসি চিৎকারে গর্জে উঠছে।
'আর্জেন্টিনা মানে মারাদোনা, আর্জেন্টিনা মানে মেসি, আর্জেন্টিনা মানে শুধু ফুটবল খেলা, আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি।' মারাদোনা ও মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার। ফুটবপ্রেমী বাঙালিরা আজ মেসি মেসি চিৎকারে গর্জে উঠছে। বাঙালি আবেগ এখন মেসি ও আর্জেন্টিনাকে ঘিরেই। মেসি ও মারাদোনাকে নিয়ে গান বাঁধলেন প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়। কণ্ঠ শিল্পী ভুবন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী কাকলি চট্টোপাধ্যায়।