'ভিনেশকে রুপো দেওয়া সম্ভব নয়' রায় ঘোষণার আগেই মন্তব্য অলিম্পিক্স সংস্থার প্রধানের

Published : Aug 10, 2024, 01:31 PM IST
Vinesh Phogat-Antim Panghal

সংক্ষিপ্ত

ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কি রুপো পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকল ভারতবাসীর মনে।

ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কি রুপো পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকল ভারতবাসীর মনে।

তাঁর রুপো পাওয়া কিংবা না পাওয়া, সবটাই নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। তবে রায় ঘোষণার আগেই আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক নিজের মতামত জানিয়ে দিয়েছেন।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “সম্ভব নয়। কারণ, সব বিষয়ের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মেনেই চলতে হবে। আমি জানি ভিনেশের জন্য এই বিষয়টি খুব একটা সহজ নয়। তাই ওর জন্য খারাপ লাগছে। কিন্তু নিয়ম তো নিয়মই, আর সেটা সকলের জন্যই সমান। তাই ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।”

তিনি আরও যোগ করেন, “আমরা এটা বলতে পারি না যে, ১০০ গ্রাম ওজন বেশি থাকলেও খেলতে দেব। কিন্তু ১০২ গ্রাম বেশি থাকলে দেব না। খেলায় এক সেকেন্ডের জন্যও হাজারটা ভাগ করে সিদ্ধান্ত নিতে হয়। আর এবারের অলিম্পিক্সেই তা দেখা গেছে।”

এদিকে ভিনেশকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। শুক্রবার প্রায় তিন ঘণ্টা ধরে শুনানি চলেছে। তারা যে সিদ্ধান্ত নেবে, তা অলিম্পিক্স সংস্থাকে মেনে চলতে হবে বলে জানিয়েছেন বাক। তাঁর মতে, “পুরো বিষয়টিই এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের হাতে রয়েছে। আমরা নিজেদের কথা জানিয়েছি। এবার আন্তর্জাতিক আদালত যে সিদ্ধান্ত নেবে তা আমাদের মানতে হবে।”

সবমিলিয়ে, পরিস্থিতি বেশ জটিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসার আগেই আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক নিজের মতামত জানিয়ে দিলেন। যা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি পরিষ্কার বলে দিলেন, ভিনেশকে রুপো দেওয়া সম্ভব নয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IPL Brand Value: সানরাইজার্স এবং আরসিবির ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বড় পরিবর্তন, কোথায় দাঁড়িয়ে দুই দল?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল