'ভিনেশকে রুপো দেওয়া সম্ভব নয়' রায় ঘোষণার আগেই মন্তব্য অলিম্পিক্স সংস্থার প্রধানের

ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কি রুপো পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকল ভারতবাসীর মনে।

ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কি রুপো পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকল ভারতবাসীর মনে।

তাঁর রুপো পাওয়া কিংবা না পাওয়া, সবটাই নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। তবে রায় ঘোষণার আগেই আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক নিজের মতামত জানিয়ে দিয়েছেন।

Latest Videos

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “সম্ভব নয়। কারণ, সব বিষয়ের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মেনেই চলতে হবে। আমি জানি ভিনেশের জন্য এই বিষয়টি খুব একটা সহজ নয়। তাই ওর জন্য খারাপ লাগছে। কিন্তু নিয়ম তো নিয়মই, আর সেটা সকলের জন্যই সমান। তাই ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।”

তিনি আরও যোগ করেন, “আমরা এটা বলতে পারি না যে, ১০০ গ্রাম ওজন বেশি থাকলেও খেলতে দেব। কিন্তু ১০২ গ্রাম বেশি থাকলে দেব না। খেলায় এক সেকেন্ডের জন্যও হাজারটা ভাগ করে সিদ্ধান্ত নিতে হয়। আর এবারের অলিম্পিক্সেই তা দেখা গেছে।”

এদিকে ভিনেশকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। শুক্রবার প্রায় তিন ঘণ্টা ধরে শুনানি চলেছে। তারা যে সিদ্ধান্ত নেবে, তা অলিম্পিক্স সংস্থাকে মেনে চলতে হবে বলে জানিয়েছেন বাক। তাঁর মতে, “পুরো বিষয়টিই এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের হাতে রয়েছে। আমরা নিজেদের কথা জানিয়েছি। এবার আন্তর্জাতিক আদালত যে সিদ্ধান্ত নেবে তা আমাদের মানতে হবে।”

সবমিলিয়ে, পরিস্থিতি বেশ জটিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসার আগেই আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক নিজের মতামত জানিয়ে দিলেন। যা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি পরিষ্কার বলে দিলেন, ভিনেশকে রুপো দেওয়া সম্ভব নয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News