ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কি রুপো পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকল ভারতবাসীর মনে।
ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কি রুপো পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকল ভারতবাসীর মনে।
তাঁর রুপো পাওয়া কিংবা না পাওয়া, সবটাই নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। তবে রায় ঘোষণার আগেই আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক নিজের মতামত জানিয়ে দিয়েছেন।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “সম্ভব নয়। কারণ, সব বিষয়ের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মেনেই চলতে হবে। আমি জানি ভিনেশের জন্য এই বিষয়টি খুব একটা সহজ নয়। তাই ওর জন্য খারাপ লাগছে। কিন্তু নিয়ম তো নিয়মই, আর সেটা সকলের জন্যই সমান। তাই ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।”
তিনি আরও যোগ করেন, “আমরা এটা বলতে পারি না যে, ১০০ গ্রাম ওজন বেশি থাকলেও খেলতে দেব। কিন্তু ১০২ গ্রাম বেশি থাকলে দেব না। খেলায় এক সেকেন্ডের জন্যও হাজারটা ভাগ করে সিদ্ধান্ত নিতে হয়। আর এবারের অলিম্পিক্সেই তা দেখা গেছে।”
এদিকে ভিনেশকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। শুক্রবার প্রায় তিন ঘণ্টা ধরে শুনানি চলেছে। তারা যে সিদ্ধান্ত নেবে, তা অলিম্পিক্স সংস্থাকে মেনে চলতে হবে বলে জানিয়েছেন বাক। তাঁর মতে, “পুরো বিষয়টিই এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের হাতে রয়েছে। আমরা নিজেদের কথা জানিয়েছি। এবার আন্তর্জাতিক আদালত যে সিদ্ধান্ত নেবে তা আমাদের মানতে হবে।”
সবমিলিয়ে, পরিস্থিতি বেশ জটিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসার আগেই আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক নিজের মতামত জানিয়ে দিলেন। যা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি পরিষ্কার বলে দিলেন, ভিনেশকে রুপো দেওয়া সম্ভব নয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।