খোশমেজাজেই আছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সিঙ্গাপুরে কে এফ ১ কার্টিং সার্কিটে দেখা গেল তাঁকে। গো কার্ট উপভোগ করেন সিন্ধু।
সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। তবে খোশমেজাজেই আছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সিঙ্গাপুরে কে এফ ১ কার্টিং সার্কিটে দেখা গেল তাঁকে। গো কার্ট উপভোগ করেন সিন্ধু। ব্যর্থতা কাটিয়ে ভালোভাবেই ব্যাডমিন্টন কোর্টে ফিরবেন বলে বদ্ধপরিকর এই শাটলার।